IND vs SA

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০তে অবিশ্বাস্য ব্যাটিং টিম ইন্ডিয়ার (IND vs SA)। টানা তিন ম্যাচে টসে হারার পর আজ অবশেষে জিতেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাটিং স্বর্গ বলে পরিচিত ওয়ান্ডারার্সে স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার গেমপ্ল্যান বানিয়েছিলেন কোচ ভিভিএস লক্ষ্মণ। সেই লক্ষ্য পূরণে ১০০ শতাংশ আজ সফল ভারতীয় দল। দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন চমৎকার ভঙ্গিতে ইনিংস শুরু করেছিলেন। মাত্র ৫.৫ ওভারেই ৭৩ রান তুলে ফেলেন তাঁরা দুজনে। গত ম্যাচের অর্ধশতকের পর আজ ১৮ বলে ৩৬ রানের চমৎকার ইনিংস এলো অভিষেকের (Abhishek Sharma) ব্যাট থেকে। ‘এভাবেই চালিয়ে যাও’ তরুণ তুর্কিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এক নেটিজেন। পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগে উইকেট হারালেও বিন্দুমাত্র সমস্যায় পড়ে নি ভারত।

Read More: জোহানেসবার্গে চললো তিলক-সঞ্জুর ধ্বংসযজ্ঞ, প্রোটিয়া’দের সামনে রাখলো ২৮৪ রানের টার্গেট !!

ডারবানে সিরিজের (IND vs SA) প্রথম ম্যাচটিতে শতরান করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এরপর টানা দুই ম্যাচে খাতাই খুলতে পারেন নি তিনি। পড়েছিলেন প্রশ্নের মুখে। আজ নিন্দুকদের মুখের উপর জবাব দিলেন তিনি। জোহানেসবার্গে সঞ্জু ঝড়ে খড়কুটোর মত উড়ে গেলো প্রোটিয়া প্রতিরোধ। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাটে। দ্রুত পেরিয়েছিলেন অর্ধশতক। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করতে খরচ করলেন কেবল ৫১ বল। এই নিয়ে আন্তর্জাতিক টি-২০তে তিনটি শতরান হলো কেরলের তারকার। একই সাথে এক ক্যালেন্ডার বর্ষে তিনটি আন্তর্জাতিক টি-২০ শতরান করা প্রথম ক্রিকেটারও হয়ে গেলেন তিনি। ‘অবিশ্বাস্য ধারাবাহিকতা’ সঞ্জুর সাফল্যে মোহিত হয়ে লিখেছেন একজন। ‘কি বলবো জানি না, ভাষা হারিয়েছি’ মন্তব্য আরেকজনের। ‘ওপেনিং স্লটটা এখন সঞ্জুরই’ মন্তব্য এক অনুরাগীর।

সঞ্জুর (Sanju Samson) সাথে তাল মিলিয়ে ব্যাটিং করতে দেখা গেলো তিলক বর্মা’কে (Tilak Varma)। গত ম্যাচে শতরান করেছিলেন তিনি। আজও শতক পেরোলেন হায়দাবাদের তরুণ। ৪৭ বলে ১২০ করে অপরাজিত থাকেন তিনি। মেরেছেন ৯টি চার ও ১০ টি ছক্কা। ‘কি দেখলাম! বিশ্বাসই হচ্ছে না’ ট্যুইটারের দেওয়ালে অনুভূতি প্রকাশ করেছেন এক নেটিজেন। ‘এভাবেও টি-২০ ক্রিকেট খেলা যায়?’ ঘোর কাটছে না আরও একজনের। ‘তিন নম্বরে খেলার জন্য আদর্শ ব্যাটার তিলক, এটাই ওর স্থায়ী পজিশন হোক’ মন্তব্য আরও একজনের। ‘আগামীর জন্য টি-২০ দল তৈরি হয়ে গিয়েছে, আর যেন এতে কাটাছেঁড়া না করা হয়’ টিম ম্যানেজমেন্টকে অনুরোধ জনৈক ক্রিকেটপ্রেমীর। সঞ্জু-তিলকের ২১০ রানের জুটির সৌজন্যে ২৮৩ রান স্কোরবোর্ডে আজ যোগ করলো টিম ইন্ডিয়া।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SA 4th T20i: সঞ্জুর ছক্কায় আহত তরুণী, জোহানেসবার্গে ব্যাট হাতে দক্ষযজ্ঞ ভারতীয় তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *