শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে রাজকোটে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আসলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই শুক্রবারের ম্যাচটা জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে তারা। এই লড়াই আলাদা করে চোখ ছিল ভারতীয় অধিনায়ক ঋষভ পন্থের দিকে। আসলে, পন্থের পারফরমেন্স নিয়ে অনেক প্রাক্তন খেলোয়াড় প্রশ্ন তুলেছেন। ভারতীয় দলে ঋষভ ছাড়াও ইতিমধ্যেই তিনজন উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছেন ঈশান কিষাণ, দিনেশ কার্তিক এবং কেএল রাহুল। তবে এ দিনও হতাশ করলেন তিনি। মাত্র ১৭ করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
এ দিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালোও করে তাদের বোলাররা। ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়াস আইয়ারকে কম রানের মধ্যেই তুলে নেয় তারা। তাই এ দিন ভরসা করা হয়েছিল অধিনায়ক ঋষভ পন্থের ওপর। তবে আগের তিনটি ম্যাচের মতোই এ দিনও উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। কেশব মহারাজের বলে প্রিটোরিয়াসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
দেখে নিন তার আউটের ভিডিও:
https://www.bcci.tv/videos/5557089/ind-vs-sa-2022-4th-t20i-rishabh-pant–wicket?tagNames=2022