ind-vs-sa-ishan-can-be-added-to-squad

IND vs SA: নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলার সংকল্প নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs SA)। টেস্ট, ওয়ান ডে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারে নি তারা সাম্প্রতিক কালে। কিন্তু কুড়ি-বিশের ফর্ম্যাটে ফর্ম ধরে রেখেছেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং-রা (Rinku Singh)। ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছিলো জুন মাসে। তারপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ ফলে সিরিজ জিতে এসেছিলো দ্বিতীয় সারির স্কোয়াড। শ্রীলঙ্কাকেও তাদের দেশের মাঠে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করে ‘মেন ইন ব্লু।’ এরপর বাংলাদেশের বিরুদ্ধেও কোনো বদল দেখা যায় নি ফলাফলে। টাইগারবাহিনীকেও ‘চুনকাম’ করেই মাঠ ছেড়েছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল। এবার বিদেশের মাঠে সেই ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ ক্রিকেটারদের সামনে। ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে রয়েছে চারটি ম্যাচ। সেখানেও সাফল্যের সন্ধানেই নামছে তিম ইন্ডিয়া।

Read More: “ফিরে আসুক সেরা সময়…” ৩৬-এ পা বিরাট কোহলি’র, শুভেচ্ছায় ভরালো সোশ্যাল মিডিয়া !!

শেষ মুহূর্তে বদলাতে পারে স্কোয়াড-

Ishan Kishan | IND vs SA | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) টেস্ট ম্যাচ চলার সময়ই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (IND vs SA) টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিলো বিসিসিআই। আসন্ন অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) বাইরে রাখা হয়েছে। পরিবর্তে রমনদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, বরুণ চক্রবর্তী’দের সুযোগ দেওয়ার পথে হেঁটেছেন অজিত আগরকাররা। এমনকি দক্ষিণ আফ্রিকায় কোচ গম্ভীরকে ছাড়াই যে ভারত মাঠে নামবে তাও জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। সহকারী হিসেবেও রায়ান টেন দুশখাতে বা অভিষেক নায়ার নয়,বরং থাকছেন সাইরাজ বাহুতুলে, হৃষিকেশ কানিতকার, শুভদীপ ঘোষ’রা।

প্রথম ম্যাচ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। ডারবানে বল গড়ানোর আগে চমকপ্রদ সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। স্কোয়াডের সাথে তারা জুড়ে দিতে পারে ঈশান কিষণ’কে (Ishan Kishan)। এক বছর জাতীয় দল থেকে দূরে রয়েছেন ঈশান। বিসিসিআই-এর সাথে ঠাণ্ডা যুদ্ধে জড়িয়ে বাদ পড়েছিলেন তিনি। বর্তমানে ধীরে ধীরে ফিরছেন মূলস্রোতে। এই মুহূর্তে তিনি ভারত-এ দলের সাথে রয়েছেন অস্ট্রেলিয়া। মূলত টিম ইন্ডিয়া (Team India) বনাম ভারত-এ প্রস্তুতি ম্যাচের কথা মাথায় রেখে তাঁকে আগেভাগে পাঠানো হয়েছিলো ক্যাঙারুর দেশে। কিন্তু চোট-আঘাতের সম্ভাবনা কমাতে এই ম্যাচটিই বাতিল করেছে বোর্ড। ফলে কোহলি, বুমরাহদের বিরুদ্ধে মাঠে আর নামা হবে না ঈশানের (Ishan Kishan)। ফলে তাঁকে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হতে পারে দক্ষিণ আফ্রিকায়। তাঁর অন্তর্ভুক্তিতে বাদ পড়তে পারেন জিতেশ শর্মা।

দক্ষিণ আফ্রিকা সফরে ক্ষুব্ধ গাওস্কর-

IND vs SA | Image: Twitter
IND vs SA | Image: Twitter

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। তার ঠিক আগে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সারির স্কোয়াড পাঠিয়ে টি-২০ সিরিজে (IND vs SA) অংশ নেওয়া আদৌ যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন কিংবদন্তি তারকা সুনীল গাওস্কর। এতে দেশের ঘরোয়া ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত তাঁর। স্পোর্টসস্টারে নিজের প্রতিবেদনে তিনি চাঁচাছোলা ভাষায় লিখেছেন, “দক্ষিণ আফ্রিকায় একটা অপ্রয়োজনীয় চার ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। ভারতের এ দল আবার অস্ট্রেলিয়া যাচ্ছে। রাজ্য দলগুলোর ৫০-৬০ শতাংশ ক্রিকেটারকে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে পাওয়াই যাবে না।” ‘লিটল মাস্টার’ অপ্রয়োজনীয় বললেও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আইপিএলের আগে এই সিরিজ বেশ কয়েকজন তারকার জন্য নিজেদের মেলে ধরার মঞ্চ হতে পারে।

Also Read: বিরাট-রোহিত জমানার ইতি, টি-২০’র পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেবেন দুই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *