IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ প্রথম টি-২০ ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (IND vs SA)। ডারবানে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো প্রোটিয়া। ব্যাটিং-এর সুযোগ পেয়ে তা দুই হাতে গ্রহণ করেছে সূর্যকুমার যাদবের দল। অভিষেক শর্মা রান না পেলেও ঝড় তোলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত শতরান করেছিলেন কেরলের উইকেটরক্ষক ব্যাটার। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও (IND vs SA) একই ছন্দে দেখা গেলো তাঁকে। ধুন্ধুমার ব্যাটিং করে ফের শতকের গণ্ডী পেরোন তিনি। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে একাধিক টি-২০ শতকের মালিক হলেন সঞ্জু। মূলত তাঁর দৌরাত্ম্যেই ২০০’র গণ্ডী পেরোয় মেন ইন ব্লু। বল হাতেও উজ্জ্বল ভারত। রান তাড়া করতে নামা প্রোটিয়াদের এখনও পর্যন্ত ব্যাকফুটেই আটকে রেখেছেন আর্শদীপ (Arshdeep Singh), বরুণ চক্রবর্তীরা।
Read More: “দলে জায়গা পাকা…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
বড় অঘটনা না ঘটলে আজকের ম্যাচে হয়ত জিতবে ভারতই। চার ম্যাচের সিরিজে এগিয়ে যাবে ১-০ ফলে। একইসঙ্গে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে হারের বদলা নেওয়ার প্রচেষ্টাও বিফলে যাবে প্রোটিয়াদের। মেঘাচ্ছন্ন ডারবানে শেষ হাসি হাসার দিকে টিম ইন্ডিয়া (Team India) ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আজ দিনের শুরুটা মোটেই ভালো ছিলো না হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের জন্য। ক্রিকেট মাঠে বরাবরই ম্যাচ শুরুর আগে যুযুধান দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর প্রথা রয়েছে। সেই সময় কেবল ক্রিকেটাররা নয়, মাঠে উপস্থিত সকল দর্শককেও উঠে দাঁড়ানোর অনুরোধ করে আসে। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথা আজ বড়সড় ধাক্কা খেলো কিংসমিডে। একই সঙ্গে প্রশ্ন উঠে গেলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থার পরিকাঠামো নিয়েই।
সারিবদ্ধ ভাবে তখন দাঁড়িয়ে ক্রিকেটাররা। ভারতের জাতীয় সঙ্গীত বাজার সময় আচমকাই মাঝপথে বন্ধ হয়ে যায় তা। আর্শদীপ (Arshdeep Singh), সূর্যকুমাররা খালি গলাতেই গাইতে থাকেন গান। এরপর ফের শুরু হয় জন গণ মন। কিন্তু পিছু ছাড়ে নি বিপত্তি। কিছুক্ষণ চলার পর ফের বন্ধ হয়ে যায় তা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ভারতীয় তারকারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিলেন তখন। হার্দিক, তিলক বর্মা, সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) হতচকিত মুখের ছবি ধরাও পড়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়। প্রযুক্তিগত ভ্রান্তি হোক বা অন্য কোনো কারণ-এই ঘটনায় ক্রিকেট সাউথ আফ্রিকার মুখ যে পুড়েছে তা মানছে বাইশ গজের দুনিয়া। ম্যাচে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত’ও বাজে আজ। সেখানে অবশ্য কোনো রকম সমস্যা হয় নি। বিনা বাধাতেই গানের সাথে গলা মিলিয়েছেন এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনরা।
দেখে নিন ঘটনার ভিডিও-
Technical issues while playing India national anthem at South Africa #INDvSA pic.twitter.com/zERCrEi3DV
— Mr.Perfect 🗿 (@gotnochills007) November 8, 2024