IND vs SA: ডারবানে ব্যাটিং ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে ছিন্নভিন্ন করেছিলেন ভারতীয় দল (IND vs SA)। সঞ্জু স্যামসনের শতরানে ভর করে যে বিশাল রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো মেন ইন ব্লু, তা তাড়া করা আর সম্ভব হয় নি প্রোটিয়াদের পক্ষে। কিন্তু কেবের্হার সেন্ট জর্জেস পার্কে দেখা গেলো সম্পূর্ণ উল্টোছবি। ছড়ি ঘোরালেন দক্ষিণ আফ্রিকার বোলাররাই। গত ম্যাচে রান তাড়া করতে ব্যর্থ হওয়ার পরেও আজ টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিয়েছিলেন এইডেন মার্করাম (Aiden Markram)। কিংসমিডে যে সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছিলো আজ তাই ফসল ফলালো কেবের্হার বাইশ গজে। প্রথম ওভারে সঞ্জু ফেরায় চাপে পড়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ২০তম ওভার অবধি সেই চাপ বজায় রইলো তাদের উপর। খানিক লড়লেন অক্ষর ও হার্দিক। তাঁদের দুজনের সৌজন্যেই ১২৪ অবধি পৌঁছালো ভারত।
Read More: IND vs SA 2nd T20i: দুর্ভাগ্যের শিকার অক্ষর প্যাটেল, রান-আউট হয়ে ফিরতে হলো সাজঘরে !!
চূড়ান্ত ব্যর্থ ভারতের টপ-অর্ডার-
ওপেনিং সমস্যা আজও কাটলো না টিম ইন্ডিয়ার (Team India)। ম্যাচের প্রথম ওভারেই আজ ফেরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। টানা দুটি শতরান করার পর আজ তাঁর ব্যাট থেকে এলো শূন্য। মার্কো ইয়ানসেনকে উইকেট থেকে সরে গিয়ে অফ সাইডে মারতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। স্টাম্প ছিটকে গিয়েছিলো সঞ্জু’র। ব্যর্থতার অন্ধকার থেকে বেরোতে পারলেন না অভিষেক শর্মা’ও (Abhishek Sharma)। টানা সাতটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২০ রানের গণ্ডী পেরোতে পারলেন না তিনি। আজ পাঞ্জাবের তরুণ ওপেনারের ঝুলিতে মাত্র ৪ রান। আর কতদিন তাঁকে বয়ে বেড়াবে ভারতীয় দল? উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। রানের দেখা নেই অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটেও। খানিক স্বভাববিরুদ্ধ ভাবেই ৯ বল খেলে ৪ করে ফিরতে হলো তাঁকে। সিমিলানের বলে আউট হন সূর্য।
মিডল অর্ডারে নেমে ডারবানে কার্যকরী ক্যামিও খেলেছিলেন তিলক বর্মা (Tilak Varma)। আজও চেষ্টা চালাচ্ছিলেন তিনি। কিন্তু ২০ বলে ২০ রান করে প্রোটিয়া অধিনায়কের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ তুলে দিলেন তরুণ বাম হাতি। ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসা টিম ইন্ডিয়াকে লড়াইতে ফেরানোর চেষ্টায় ছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। টি-২০ বিশ্বকাপের ফাইনালে দুরন্ত ৪৭ রান করে তফাৎ গড়ে দিয়েছিলেন তিনি। আজও ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ করলেন তিনি। সাবলীল ভঙ্গিতেই এগোচ্ছিলেন অক্ষর। কিন্তু বা্ধ সাধলো ভাগ্য। হার্দিক পান্ডিয়ার (Hardik Patel) স্ট্রেট ড্রাইভ স্পিনার কাবামোয়াজি পিটারের হাতে লেগে আছড়ে পড়ে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেটে। রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হলো অক্ষরকে।
হার্দিক লড়াইতে রাখলেন ভারত’কে-
রান নেই রিঙ্কু সিং-এর (Rinku Singh) ব্যাটে। গত বছর এই কেবের্হাতেই ৩৯ বলে ঝলমলে ৬৮* রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু আজ বোলিং সহায়ক বাইশ গজে স্বাভাবিক ছন্দে দেখা গেলো তাঁকে। ১১ বলে ৯ করে উইকেট খুইয়ে বসেন তিনি। দলকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ ভার ছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে। কঠিন পরিস্থিতিতে সময় নেন ক্রিজে থিতু হতে। শেষ দুই ওভারে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা এলো তারকা অলরাউন্ডারের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৪৫ বলে ৩৯ করে অপরাজিত থাকেন তিনি। ৬ বলে ৭ করেন আর্শদীপ সিং। একটি ছক্কা মারেন তিনিও। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড ক্যুৎসিয়ে, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, আন্দিলে সিমিলানে ও কাবামোয়াজি পিটার একটি করে উইকেট পেয়েছেন। ৪ ওভারে ২৪ রান খরচ করলেও সাফল্য পান নি কেশব মহারাজ।