IND vs SA: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল রয়েছে ইংল্যান্ডে। চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অগস্টের ১৭ থেকে ৩১ তারিখ অবধি বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিলো তাদের। কিন্তু কূটনৈতিক কারণে স্থগিত হয়ে গিয়েছে তা। ঐ সময় শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলার চিন্তাভাবনা করছে বিসিসিআই। দিনকয়েকের মধ্যেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর সেপ্টেম্বরে থাকছে এশিয়া কাপ। তারপর অক্টোবরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের ময়দানে নামতে চলেছে ‘মেন ইন ব্লু।’ ক্যারিবিয়ান চ্যালেঞ্জ সামলানোর পরেই তাদের উড়ে যেতে হবে অস্ট্রেলিয়া। রয়েছে সাদা বলের সিরিজ। নভেম্বরে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে (IND vs SA) টেস্ট, ওয়ান ডে ও টি-২০-তিন ফর্ম্যাটেই মাঠে নামবে ভারত। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুড়ি-বিশের সিরিজ হতে পারে সেই মহারণের মহড়া।
Read More: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!
টি-২০ সিরিজের দল নিয়ে তুঙ্গে চর্চা-

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল (IND vs SA) । ৯ ডিসেম্বর প্রথম ম্যাচটি রয়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামে। ১১, ১৪, ১৭ ও ১৯ তারিখ পরবর্তী চারটি ম্যাচ হবে যথাক্রমে মুল্লানপুর, ধর্মশালা, লক্ষ্ণৌ এবং আহমেদাবাদে। টি-২০ সিরিজের সম্ভাব্য স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকতে পারেন সূর্যকুমার যাদবই (Suryakumar Yadav)। এই মুহূর্তে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই মত বিশেষজ্ঞমহলের। সহ-অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন শুভমান গিল ও অক্ষর প্যাটেল। তবে টেস্ট ও ওয়ান ডে সিরিজের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে শুভমানকে বিশ্রাম দিতে পারে বোর্ড। সেক্ষেত্রে শিকে ছিঁড়বে অক্ষরের (Axar Patel) ভাগ্যে।
টি-২০ বিশ্বকাপের আগে তরুণদের পরখ করে নিতে চাইবে বিসিসিআই। প্রত্যাশামতই দলে দেখা যাবে অভিষেক শর্মা, তিলক বর্মাদের। আইপিএলে অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে কুড়ি-বিশের স্কোয়াডে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকেও। উইকেটরক্ষক হিসেবে থাকতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ধ্রুব জুরেল। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতীয় স্কোয়াডে জায়গা পেতে পারেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া। অক্ষরের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ আসতে পারে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) সামনে। থাকছেন তিন বিশেষজ্ঞ স্পিনার-কুলদীপ যাদব, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীও। টি-২০ সিরিজ খেলবেন না জসপ্রীত বুমরাহ। ভারতীয় পেস ব্যাটারির ধার বাড়াতে দেখা যেতে পারে আর্শদীপ সিং, হর্ষিত রাণাদের।
এক নজরে সম্ভাব্য স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, হর্ষিত রাণা।
IND vs SA ম্যাচ পাচ্ছে ইডেন-

দক্ষিণ আফ্রিকা দলের ভারতসফর (IND vs SA) শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। ১৪ নভেম্বর থেকে লাল বলের ফর্ম্যাটে প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিলো দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু বছরের ঐ সময়ে দেশের রাজধানী শহরে দূষণের মাত্রা থাকে অত্যধিক, ফলে সেখানে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। খেলাটি স্থানান্তরিত হয়েছে ইডেন গার্ডেন্সে। ২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট আয়োজন করেছিলো কলকাতা। প্রায় ছয় বছর পর টেস্ট ক্রিকেট ফিরতে চলেছে ‘সিটি অফ জয়’তে। তবে বঞ্চিত করা হয় নি দিল্লীকেও। অক্টোবর মাসের ১০ তারিখ থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যে টেস্ট ম্যাচটি ইডেনে হওয়ার কথা ছিলো তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লীতে। দক্ষিণ আফ্রিকা সিরিজের অন্য টেস্টটি অবশ্য পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গুয়াহাটিতেই হবে।