IND vs SA: ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রোটিয়াদের মুখোমুখি টিম ইন্ডিয়া, দেখে নিন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্পূর্ণ সূচি !! 1

IND vs SA: বিশ্বকাপ শেষ। ঘরের মাঠে খেতাব জয়ের স্বপ্ন অধরা রয়ে গিয়েছে ভারতীয় দলের। আহমেদাবাদের মাঠে হৃদয় ভাঙার পর টিম ইন্ডিয়া (Team India) বর্তমানে ব্যস্ত টি-২০ ক্রিকেট নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে চলছে পাঁচ ম্যাচের সিরিজ। ইতিমধ্যেই বিশাখাপত্তনম, তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে। ১ ও ৩ ডিসেম্বর যথাক্রমে রায়পুর ও বেঙ্গালুরুতে আয়োজিত হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। সিনিয়র ক্রিকেটারদের অনেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে খেলছেন না। দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই মাঠে ফিরতে চলেছেন তাঁরা। গতকাল রাত্রে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য টি-২০, ওডিআই এবং টেস্ট স্কোয়াড বেছে নিয়েছে। অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে জায়গা করে দেওয়া হয়েছে বেশ কয়েকজন নবীন তারকাদের’ও।

Read More: Breaking News: ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন রোহিত শর্মা, নতুন নেতার নাম ঘোষণা !!

সূর্যের হাতেই টি-২০ নেতৃত্ব-

Indian T20 Squad | IND vs SA | Image: Getty Images
Indian T20 Squad | Image: Getty Images

বিশ্বকাপ পরবর্তী টি-২০ সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। হার্দিক গোড়ালির চোটে অনির্দিষ্ট কালের জন্য বাইরে রয়েছেন। মনে করা হয়েছিলো দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই কুড়ি-বিশের ফর্ম্যাটে কামব্যাক করতে চলেছেন রোহিত (Rohit Sharma)। কিন্তু বাস্তবে তা দেখা যায় নি। কেবল রোহিত নন, ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ফেরেন নি বিরাট কোহলিও। অস্ট্রেলিয়া সিরিজের মতই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচেও নেতৃত্বভার সামলাবেন সূর্যকুমার’ই (Suryakumar Yadav)। রোহিত-বিরাট না ফিরলেও টি-২০তে ফিরছেন রবীন্দ্র জাদেজা। সূর্যের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন তিনি।

টি-২০ স্পেশ্যালিস্ট বলে পরিচিত যুজবেন্দ্র চাহালের জায়গা হয় নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুড়ি-বিশের স্কোয়াডে। তবে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। বোলারদের মধ্যে থাকছেন মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, মুকেশ কুমার (Mukesh Kumar) ও দীপক চাহার। ভারতের ব্যাটিং বিভাগে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল রয়েছন। থাকছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), তিলক বর্মা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং-রা (Rinku Singh)। দুই উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষণ (Ishan Kishan) ও জিতেশ শর্মার শিকে ছিঁড়েছে।  অলরাউন্ডারদের মধ্যে জাদেজা ও ওয়াশিংটন সুন্দর থাকলেও বাদ পড়েছেন অক্ষর প্যাটেল এবং শিবম দুবে।

IND vs SA সিরিজে ভারতের টি-২০ স্কোয়াড-

টি-২০ সিরিজের সূচি-

    ম্যাচ    তারিখ ভেন্যু
প্রথম টি-২০ ১০/১২/২০২৩ ডারবান
দ্বিতীয় টি-২০ ১২/১২/২০২৩ কেবের্হা
তৃতীয় টি-২০ ১৪/১২/২০২৩ জোহানেসবার্গ

  • প্রত্যেকটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে।

ওডিআই ক্রিকেটে ডাক পেলেন রিঙ্কু-

KL Rahul | IND vs SA | Image: Getty Images
KL Rahul will lead India in ODIs vs SA | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। গতকাল যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে বেশ কিছু চমক। বোর্ডের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা-দুই তারকাই অনুরোধ করেছেন সাদা বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্য। তাঁদের আবেদন মঞ্জুর করা হয়েছে বিসিসিআই-এর তরফে। সেই কারণেই টি-২০’র মত ওডিআইতেও দুজনকে দেখতে পাওয়া যাবে না চলতি বছরের ডিসেম্বরে। রোহিত (Rohit Sharma) না থাকায় অধিনায়কত্ব সামলাবেন কে এল রাহুল (KL Rahul)।

একদিনের স্কোয়াডে একসাথে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলার পর এবার ‘মেন ইন ব্লু’ জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সাই সুদর্শন (Sai Sudarshan)। টি-২০’র দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর একদিনের ক্রিকেটেও পায়ের তলার জমি শক্ত করার সুযোগ থাকছে রিঙ্কু সিং-এর (Rinku Singh)। সুযোগ পেয়েছেন রজত পতিদার’ও (Rajat Patidar)। ওডিআই স্কোয়াডে ফেরানো হয়েছে সঞ্জু স্যামসন’কে (Sanju Samson)। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন তিনিও। বুমরাহ-শামি-সিরাজকে রাখা হয় নি স্কোয়াডে। বোলিং বিভাগে মুকেশ কুমার (Mukesh Kumar), আর্শদীপ সিং, দীপক চাহারের (Deepak Chahar) সাথে থাকছেন আবেশ খান। লম্বা সময় পর ওডিআই ক্রিকেটে কামব্যাক করছেন যুজবেন্দ্র চাহাল। থাকছেন অক্ষর, ওয়াশিংটন ও কুলদীপ’ও।

IND vs SA ওডিআই সিরিজে ভারতীয় স্কোয়াড-

 ওডিআই সিরিজের সূচি-

ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওডিআই ম্যাচ ১৭/১২/২০২৩ জোহানেসবার্গ
দ্বিতীয় ওডিআই ম্যাচ ১৯/১২/২০২৩ কেবের্হা
তৃতীয় ওডিআই ম্যাচ ২১/১২/২০২৩ পার্ল
  • প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। বাকি দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ টে ৩০ মিনিটে।

টেস্টে মাঠে ফিরছেন রোহিত-কোহলি-

Rohit Sharma | IND vs SA | Image: Getty Images
Rohit Sharma will retunrn in IND vs SA test series | Image: Getty Images

সাদা বলের ক্রিকেট থেকে দূরে থাকলেও টেস্টে মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। নেতৃত্ব দেবেন রোহিত’ই। এর আগে দুই বার দক্ষিণ আফ্রিকার মাঠে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে ভারত। অধরা মাধুরীর সন্ধানে এবার প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে তারা। টেস্টে প্রথমবারের জন্য উইকেটরক্ষক হিসেবে ব্যবহার করা হতে পারে কে এল রাহুল’কে (KL Rahul)। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে থাকছেন ঈশান কিষণ’ও। বাদ পড়েছেন কে এস ভরত। টেস্ট দলে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল (Shuman Gill), যশস্বী জয়সওয়াল’ও। ভারতের ওপেনিং কম্বিনেশন কি হয় তা নিয়ে থাকছে আগ্রহ।

দুই স্পিনার- জাদেজা ও অশ্বিন (Ravichandran Ashwin) রয়েছেন টেস্ট স্কোয়াডে। পেস বিভাগে নিজেদের সেরা অস্ত্র’দেরই মাঠে নামাতে চায় ভারত। সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। থাকছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। মহম্মদ শামি’কে আপাতত রাখা হলেও তিনি আদৌ দক্ষিণ আফ্রিকা যাবেন কিনা তা স্থির হএ তাঁর ফিটনেস বিচার করার পর। চতুর্থ পেসার হিসেবে রয়েছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। বিদেশের মাঠে বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন তিনি। টি-২০ ও ওডিআই স্কোয়াড থেকে বাদ পড়লেও টেস্ট দলে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণা। একমাত্র বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই থাকছেন বাংলা’র মুকেশ কুমার।

IND vs SA টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড-

টেস্ট সিরিজের সূচি-

         ম্যাচ            তারিখ    ভেন্যু
প্রথম টেস্ট ম্যাচ ২৬-৩০ ডিসেম্বর, ২০২৩ সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট ম্যাচ ০৩-০৭ জানুয়ারি, ২০২৪ কেপ টাউন
  • প্রথম টেস্ট শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ টোয়।

Also Read: IND vs AUS, 4th T20i, Preview: রায়পুরে সিরিজ জিতেই মাঠ ছাড়তে চাইছে টিম ইন্ডিয়া, কিস্তিমাত করতে তৈরি এই দুর্দান্ত ছক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *