IND vs SA

IND vs SA: কিংসমিডে প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (IND vs SA)। ৬১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। আজ সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় ম্যাচে জিতলে সিরিজ হারের কোনো রকম আশঙ্কা থাকবে না ভারতীয় দলের। সেই লক্ষ্যেই আজ এগোতে চায় ‘মেন ইন ব্লু।’ ডারবানের মতই কেবের্হাতেও টসের মুদ্রা পড়েছে প্রোটিয়াদের পক্ষে। গত ম্যাচে রান তাড়া করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও ফের প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। স্যাঁতস্যাঁতে আবহাওয়াকে কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলাই লক্ষ্য, টসের সময় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ম্যাচের শুরুতেই মার্করামের আস্থার দাম দিয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। ফিরতে হয়েছে ছন্দে থাকা সঞ্জু স্যামসন’কে (Sanju Samson)।

Read More: “রোহিত মোটা হয়ে গিয়েছে…” অস্ট্রেলিয়া সফরের আগে কড়া বার্তা অজয় জাদেজার !!

সিরিজের প্রথম ম্যাচে ধুন্ধুমার শতরান করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর ব্যাটে ভর করেই প্রতিপক্ষকে ধরাশায়ী করেছিলো ভারত। কিন্তু আজ খাতাই খুলতে পারলেন না তিনি। প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতেই মার্কো ইয়ানসেনের (Marco Jansen) শিকার হলেন সঞ্জু (Sanju Samson)। প্রথম দুটি বলে খাতা খুলতে পারেন নি কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। খানিক অধৈর্য্য হয়ে তৃতীয় বলে জায়গা তৈরি করে শট মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইনের ধারেকাছেও পৌঁছতে পারেন নি। তা আছড়ে পড়ে স্টাম্পে। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারায় ভারতীয় দল। গত বছর এই কেবের্হাতে সিরিজের তৃতীয় ম্যাচ হারায় সিরিজ জয়ের সম্ভাবনা চুরমার হয়েছিলো ‘মেন ইন ব্লু’র। আজও খেলার শুরুতেই ব্যাকফুটে তারা।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টানা দুটি ম্যাচে শতরান করার পর আজ শূন্যতে সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন। ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার ভারতীয় তারকা, মনে করছে সোশ্যাল মিডিয়া। ট্যুইটারের দেওয়ালে জমা হয়েছে আক্ষেপ। ‘যে ফর্মে ছিলো, তাতে এই তাড়াহুড়ো করার কোনো দরকারই ছিলো না’ লিখেছেন একজন। ‘ভুল সিদ্ধান্ত নিয়ে ডুবলো সঞ্জু’ হতাশার সুর স্পষ্ট এক অনুরাগীর সোশ্যাল মিডিয়া পোস্টে। ‘এভাবে খেলে শুরুতেই দল’কে চাপে ফেলার কি দরকার, পাওয়ার প্লে’তে ভেবেচিন্তে খেলতে হত’ লিখেছেন একজন। তবে কটাক্ষের তীর’ও উড়ে এসেছে ভারতীয় উইকেটরক্ষকের দিকে। ‘মাত্র দুই ম্যাচেই হাওয়া বেরিয়ে গেলো’ লিখেছেন একজন। ‘এই তো আসল সঞ্জু ফিরে এসেছে’ মন্তব্য আরও একজনের। ‘ধারাবাহিকতা কাকে বলে তা জানেই না সঞ্জু’ খোঁচা এক নেটিজেনের।

দেখে নিন ট্যুইটার-

Also Read: IND vs SA 2ND T20I TOSS REPORT IN BENGALI: টস জিতলো দক্ষিণ আফ্রিকা, কোনো বদল ছাড়াই সিরিজ দখল করতে চাইবে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *