IND vs SA

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া (IND vs SA)। টানা তৃতীয় বার টসে হারতে হয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। প্রতিপক্ষকে শুরুতে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। শুরুতে জাঁকিয়ে বসেছিলো দক্ষিণ আফ্রিকাই। কেবের্হার মত সেঞ্চুরিয়নেও প্রথম ওভারে বোল্ড সঞ্জু স্যামসন (Sanju Samson)। ঘাতকের নাম সেই মার্কো ইয়ানসেন। ‘জোড়া শতরানের পর জোড়া শূন্য, সঞ্জুর ব্যাটিং মানে এসপার নয় ওসপার’ কটাক্ষের সুরে লিখেছেন নেটিজেনরা। ‘ধারাবাহিকতা কাকে বলে তা জানেন না সঞ্জু’, মন্তব্য আরও এক নেটনাগরকের। প্রথম উইকেট পড়ার পরেও অবশ্য চাপে পড়ে নি ‘মেন ইন ব্লু।’ নেপথ্যে অভিষেক শর্মা ও তিলক বর্মা (Tilak Varma)। শর্মা-বর্মা জুটিই আজ শক্ত ভিতের উপর দাঁড় করালো দল’কে।

Read More: সেঞ্চুরিয়ানে ধেয়ে আসলো ‘অভিষেক-তিলক’ ঝড়, সিরিজে লিড পেতে প্রোটিয়া’দের টার্গেট ২২০ !!

টানা সাতটি আন্তর্জাতিক টি-২০তে ২০’র কমে আউট হয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। আজ দারুণ ভাবে ঘুরে দাঁড়ালেন তিনি। তাঁর ব্যাট থেকে এলো অনবদ্য অর্ধশতক। তরুণ তুর্কি’র ধুন্ধুমার ব্যাটিং মনে ধরেছে সোশ্যাল মিডিয়ার। ‘এই বিস্ফোরণটারই অপেক্ষায় ছিলাম এতদিন’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক অনুরাগী। ‘ওকে আরও সময় দিলে এভাবেই প্রতিপক্ষকে ধ্বংস করতে পারবে’, মন্তব্য আরও একজনের। অভিষেক রান পেলেও অফ ফর্মের অন্ধকার কাটাতে পারলেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ তিনি নেমেছিলেন চার নম্বরে। মাত্র ১ রান করে আন্দিলে সিমিলানের শিকার হন। ধরা পড়েন মার্কো ইয়ানসেনের হাতে। ‘সূর্যে গ্রহণ লাগলো নাকি?’ প্রশ্ন এক নেটনাগরিকের। ‘অধিনায়ক সম্ভবত বোঝা হয়ে দাঁড়িয়েছে’ লিখেছেন আরও একজন।

হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং-রা ব্যর্থ হয়েছেন আজ। কিন্তু লাইমলাইট কেড়ে নিয়ে গিয়েছেন তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের তরুণকে তিন নম্বরে নামানো হয়েছিলো আজ। চ্যালেঞ্জটা গ্রহণ করলেন তিনি। গত দুই ম্যাচে ৩৩ ও ২০ রান করেছিলেন তিনি। আজ ঝড়ের গতিতে পেরিয়ে গেলেন তিন অঙ্কের গণ্ডী। দুর্দান্ত শতরান করলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA)। চলতি সিরিজে ভারতের দ্বিতীয় শতরানকারী হলেন তিনি। ৫৬ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে তাঁর ১০৭* রানের ইনিংস’কে কুর্নিশ না জানিয়ে পারছে না সোশ্যাল মিডিয়া। ‘আগামীর তারকা আজ উপস্থিত’ উচ্ছ্বাসে ভেসে লিখেছেন এক অনুরাগী। ‘তিলক বর্মা’র জয় হোক’ লিখেছেন আরও একজন। ‘কোহলি টি-২০ থেকে অবসর নিয়েছে তো কি হয়েছে? উত্তরসূরি পাওয়া গিয়েছে এরই মধ্যে’ কিংবদন্তির সাথে তুলনাতেও পিছপা হন নি কেউ কেউ।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SA 3rd T20i: “সূর্য অস্ত যাওয়ার পথে…” ফের ব্যর্থ ভারত অধিনায়ক, মন খারাপ সোশ্যাল মিডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *