IND vs SA

IND vs SA: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (IND vs SA) টি-২০ সিরিজ এই মুহূর্তে রয়েছে ১-১ অবস্থায়। ডারবানে ৬১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শুরুটা ভালোই করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু হাড্ডাহাড্ডি দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জিতে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। আজ সেঞ্চুরিয়নের তৃতীয় ম্যাচটি যারা জিতবে তাদের মাথায় থেকে মুছে যাবে সিরিজ হারের আশঙ্কা। তাই সাফল্যের সংকল্প নিয়েই মাঠে নেমেছে দুই দল। টানা তৃতীয় বার টস হেরেছে ‘মেন ইন ব্লু।’ আরও একবার রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। ডারবানের ম্যাচটিতে শতরান করেছিলেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু এরপর থেকে ছন্দহীনতায় ভুগছেন তিনি। কেবের্হায় আউট হয়েছিলেন শূন্য করে। আজও খাতা খোলার আগেই ফিরতে হলো সাজঘরে।

Read More: IND vs SA 3RD T20I 2024 TOSS REPORT IN BENGALI: টস জিতলো দক্ষিণ আফ্রিকা, জয়ের মুখ দেখতে ভারতীয় দলে এন্ট্রি নিলেন KKR তারকা !!

ঠিক যেন অ্যাকশন রিপ্লে। কেবের্হাতে প্রথম ওভারের তৃতীয় বলে মার্কো ইয়ানসেনের (Marco Jansen) শিকার হয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ছিটকে গিয়েছিলো তাঁর স্টাম্প। আর আজ সেঞ্চুরিয়নেও প্রথম ওভারের দ্বিতীয় ওভারে সঞ্জু’কে বোল্ড করলেন প্রোটিয়া পেসার। গুড লেন্থ ডেলিভারির বিরুদ্ধে বেশ অসহায় দেখালো কেরলের ক্রিকেটারকে। তাঁকে বোকা বানিয়ে বল আছড়ে পড়ে অফস্টাম্পে। হায়দ্রাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন সঞ্জু। এরপর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও (IND vs SA) এসেছিলো শতক। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দুই ইনিংসে তিন অঙ্কের মাইলস্টোন পেরোনোর বিরল রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু তার পরের দুটি ম্যাচেই লজ্জার সম্মুখীন হতে হলো তাঁকে। জোড়া শতকের পর জোড়া শূন্যেরও মালিক হলেন সঞ্জু।

টানা দুই শতরানের পর সঞ্জু স্যামসন’কে (Sanju Samson) নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সমর্থকেরা। নেটমাধ্যম ভরেছিলো প্রশংসায়। কিন্তু জোড়া শূন্য ফের তাঁকে আছড়ে ফেলেছে কটাক্ষের স্রোতের মুখে। রোহিত-বিরাট-কোহলিদের মত তারকাদের দিকে আঙুল তুলে সঞ্জু’র বাবা স্যামসন বিশ্বনাথ সাংবাদিকদের জানিয়েছিলেন যে তাঁর ছেলের দশটা বছর নষ্ট করেছে ভারতীয় দল। দেওয়া হয় নি প্রাপ্য সুযোগ। আজকের ব্যর্থতার পর কটাক্ষের সম্মুখীন তিনিও। ‘শুধু মুখে বললে হয় না, কাজেও করে দেখাতে হয়’ লিখেছেন এক নেটিজেন। ‘ঠিক এই কারণেই সঞ্জুকে গত দশ বছরে নিয়মিত সুযোগ দেওয়া হয় নি’ চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিয়েছেন আরও একজন। ‘এটাই আসল ফর্ম সঞ্জু’র, শতক দুটো অঘটন ছিলো’ খোঁচা আরও একজনের। ‘ধারাবাহিকতা আর সঞ্জুর ব্যস্তানুপাতি সম্পর্ক’ টিপ্পনি এক নেটনাগরিকের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: হাল ছাড়ছে না দিল্লী, ঋষভ পন্থ’কে ফেরাতে বিপুল অর্থ খরচেও রাজী ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *