IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (IND vs SA)। সঞ্জু স্যামসনের শতরান ও বরুণ-বিষ্ণোই জুটির ঘূর্ণি বোলিং-এ সওয়ার হয়ে ৬১ রানের ব্যবধানে ছিনিয়ে নিয়েছে জয়। আজ কেবের্হায় দ্বিতীয় ম্যাচেও জিতে চার ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু’। কিন্তু টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ চাপের মুখে পড়েছেন সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav)। ইনিংসের প্রথম ওভারেই ছন্দে থাকা সঞ্জু স্যামসনের (Sanju Samson) স্টাম্প উপড়ে দেন মার্কো ইয়ানসেন। বড়সড় ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আগেই অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবদের ঠাঁই হয় ড্রেসিংরুমে। ফেরেন তিলক বর্মা’ও (Tilak Varma)। খানিক লড়াই করছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। দুর্ভাগ্যের শিকার হলেন তিনিও।
Read More: “জোকার একটা…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার ব্যার্থ অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!
গত জুন মাসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে দক্ষণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) লড়াই করেছিলেন অক্ষর প্যাটেল। খেলেছিলেন ৪৭ রানের চমৎকার ইনিংস। আজও প্রতিরোধের পাহাড় গড়ার চেষ্টায় ছিলেন তিনি। এগোচ্ছিলেন’ও দৃপ্ত ছন্দে। টপ-অর্ডারের ব্যর্থতার মাঝেও সাবলীল দেখাচ্ছিলো অক্ষরকে (Axar Patel)। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না তাঁর জন্য। ১২তম ওভারের পঞ্চম বলে কাবায়োমজি পিটার’কে স্ট্রেট ড্রাইভ করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নিজের বোলিং-এর ফলো থ্রু’তেই শরীর ছুঁড়ে দিয়ে রান আটকানোর প্রয়াস করেন প্রোটিয়া স্পিনার। পুরোপুরি সক্ষম হন নি তিনি। তাঁর হাতের তালুতে লেগে দিশা বদলায় বল। সরাসরি আঘাত করে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেটে। অক্ষর প্যাটেল তখন রানের আশায় খানিকটা এগিয়ে এসেছিলেন ক্রিজ থেকে। চেষ্টা করেও ফিরতে পারেন নি। রান-আউট হতে হয় তাঁকে।
সূর্য, অভিষেক (Abhishek Sharma), সঞ্জু’র মত তারকারা কেউই পেরোতে পারেন নি দশ রানের গণ্ডী। এহেন কঠিন পরিস্থিতিতেও ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২৭ রান করেন অক্ষর। তিনি ফেরার পর ব্যাটিং-এর দায়িত্ব এসে পড়েছিলো হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং-এর কাঁধে। কিন্তু দুই ফিনিশার’ও আজ ভারতীয় দল’কে চিন্তামুক্ত করতে ব্যর্থ। প্রতিবেদন লেখার সময়ই সাজঘরে ফিরেছেন রিঙ্কু (Rinku Singh)। গত বছর এই কেবের্হায় ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি। আজ তাঁকে ফিরতে হলো ১১ বলে মাত্র ৯ রান করে। হার্দিক (Hardik Pandya) এখনও অপরাজিত থাকলেও বিন্দুমাত্র সাবলীল দেখাচ্ছে না তাঁকে। এখনও অবধি তাঁর সংগ্রহ ২৬ বলে ১৪ রান। একটি বাউন্ডারি মারতে পারেন নি তিনি। সব মিলিয়ে আজ বেশ চাপের মুখে টিম ইন্ডিয়া।