IND vs SA

IND vs SA: ডারবানের কিংসমিড স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারতীয় দল (IND vs SA)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বিপর্যয়ের সম্মুখীন হওয়া মেন ইন ব্লু, প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে আজ নেমেছে মাঠে। কোহলি-রোহিতদের ব্যর্থতার শাপমোচন করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব’দের। টসে জিতে আজ প্রথমে ভারতকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের অবর্তমানে টিম ইন্ডিয়ার হয়ে ইনিংসের সূচনা করতে আজ মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে ঝলমলে ছন্দে পাওয়া গিয়েছিলো সঞ্জু’কে (Sanju Samson)। আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। কিন্তু সাফল্য পেলেন না তাঁর ওপেনিং পার্টনার অভিষেক।

Read More: নিশানায় শাহরুখ খান, উড়ো ফোনে প্রাণনাশের হুমকি পেলেন নাইট রাইডার্স কর্ণধার !!

জিম্বাবুয়ের বিরুদ্ধে (IND vs ZIM) ভারতীয় সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিলো অভিষেক শর্মা’র (Abhishek Sharma)। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই ঝড় তুলেছিলেন তিনি। পেরিয়েছিলেন শতকের গণ্ডী। তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ক্রিকেটজনতা। কিন্তু জ্বলে উঠেই যেন নিভে যাওয়ার মুখে তিনি। বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। কিন্তু আউট হয়েছেন যথাক্রমে ১৬, ১৫ ও ৪ রান করে। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও (IND vs SA) রানের মুখ দেখলেন না তিনি। ম্যাচের চতুর্থ ওভারেই তাঁকে ফিরতে হলো সাজঘরে। জেরাল্ড ক্যুৎসিয়ে ভারতের তরুণ তুর্কি’র বিরুদ্ধে বাজিমাত করে গেলেন বাউন্স’কে কাজে লাগিয়ে। শটের টাইমিং ঠিক রাখতে পারেন নি অভিষেক। কঠিন ক্যাচ তালুবন্দী করতে কোনো ভুল করেন নি এইডেন মার্করাম। ৮ বলে মাত্র ৭ করেই থামেন তিনি।

আইপিএলে অনবদ্য খেলেছিলেন অভিষেক (Abhishek Sharma)। সেই সময় তাঁর মেন্টর যুবরাজ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, “মাসখানেকের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে যাবে ও।” আদতেই আইপিএলের মাসখানেকের মধ্যে ভারতীয় দলের জার্সিতে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু লাগাতার ব্যর্থতার কারণে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছেন তিনি। আজকের হতাশাজনক পারফর্ম্যান্সের পর নেটদুনিয়ায় কটাক্ষের সম্মুখীন অভিষেক। ট্রলিং-এর শিকার হয়েছেন যুবরাজ সিং-ও। ‘একটা সেঞ্চুরি হয়ে গিয়েছে। আর কি হবে?’ বাম হাতি ব্যাটারকে বিঁধে লিখেছেন একজন। ‘এর থেকে যশস্বীকেই ফেরানো হোক। অভিষেক যেন ফ্রি উইকেট’ লিখেছেন আরেক জন। ‘আগামী ম্যাচে অন্য কেউ ওপেন করুক’ ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SA, 1ST T20I 2024 Toss Report in Bengali: টস জিতলো দক্ষিণ আফ্রিকা, ম্যাচ জেতাতে ‘বার্থডে বয়’ নিলেন ভারতীয় দলে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *