IND vs SA: তিন ম্যাচের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত (IND vs SA) এগিয়ে ২-১ ফলে। নির্ণায়ক হতে চলেছে শুক্রবারের চতুর্থ টি-২০। টিম ইন্ডিয়া যদি ডারবান বা সেঞ্চুরিয়নের মত জোহানেসবার্গেও সাফল্য ছিনিয়ে নেয় তাহলে ৩-১ সিরিজ জিতে দেশে ফিরতে পারবেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতলে ফল দাঁড়াবে ২-২। ঘরের মাঠে সিরিজ হাতছাড়া যাতে না হয় তার জন্য মরণপণ লড়াই যে প্রোটিয়ারা করবে তা নিশ্চিত। ফলে লড়াইটা বেশ কঠিন হবে টিম ইন্ডিয়ার (Team India) জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অভিষেক শর্মা’র ফর্মে ফেরা যেমন স্বস্তি দিচ্ছে কার্যনির্বাহী কোচ ভিভিএস লক্ষ্মণকে, তেমনই সঞ্জু স্যামসনের (Sanju Samson) জোড়া শূন্য নিয়েও রয়েছে চিন্তা। জোহানেসবার্গে আরও একটা সুযোগ হয়ত পাবেন সঞ্জু।
তিনে নেমে সেঞ্চুরিয়নে শতকের গণ্ডী পেরিয়েছিলেন তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের মাঠেও তাঁকে তিনেই ব্যবহার করবে ভারতীয় দল। অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব শেষ ম্যাচে চাইবেন নামের প্রতি সুবিচার করতে। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রিঙ্কু সিং-কে দেখা যেতে পারে। সাতে নামতে পারেন রমণদীপ সিং। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলবেন তিনি। নজর থাকবে ২৭ বর্ষীয় কেকেআর তারকার উপর। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এছাড়াও একাদশে রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীকেও রাখা হতে পারে। গত ম্যাচেই ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ টি-২০ উইকেটের মালিক হয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। শুক্রবার’ও পাওয়ার প্লে ও ডেথ বোলিং-এ তুরুপের তাস হতে পারেন তিনিই।
Read More: বিসিসিআই-এর মুখে ঝামা ঘষলেন শিখর ধাওয়ান, ভারত ছেড়ে এবার নেপালে খেলবেন ক্রিকেট !!
IND vs SA ম্যাচের সময়সূচি-
চতুর্থ টি-২০ ম্যাচ
তারিখ- ১৫/১১/২০২৪
ভেন্যু- ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ
সময়- রাত ৮টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wanderers Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে চতুর্থ টি-২০তে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। পরিসংখ্যান বলছে যে এই মাঠে আজ অবধি আয়োজিত হয়েছে ২৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এর মধ্যে ১৩টিতে প্রথম ব্যাটিং করে এসেছে জয় আর ১৩টিতে জয় এসেছে রান তাড়া করে। সাধারণত ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়ে এখানে। দ্রুত আউটফিল্ড ও ছোটো বাউন্ডারির কারণে বড় শট মারা সহজ হয়ে যায় ব্যাটারদের পক্ষে। ফলে শুক্রবার বড় রান ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে শ্রীলঙ্কার। কেনিয়ার বিপক্ষে ২৬০ তুলেছিলো লঙ্কানরা। সর্বনিম্ন রানের নজির বাংলাদেশের। তারা গুটিয়ে গিয়েছিলো ৮৩ রানে। শুক্রবার টসজয়ী অধিনায়ক রান তাড়া করতে পারেন।
Johannesburg Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজের প্রথম তিনটি টি-২০ ম্যাচে আবহাওয়া কোনো রকম বাধা হয়ে দাঁড়ায় নি। কিন্তু চতুর্থ ম্যাচে থাকছে সেই আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে যে বর্ষণের সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। যা চিন্তা বাড়িয়েছে ক্রিকেটজনতার। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রীর কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৪ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ থাকতে পারে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা।
IND vs SA হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে এখনও অবধি ৩০টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। জয়-পরাজয়ের নিরিখে খানিক এগিয়ে টিম ইন্ডিয়াই। তারা শেষ হাসি হেসেছে ১৭টি ম্যাচ। এর মধ্যে ৫টি ম্যাচে জয় এসেছে ঘরের মাঠে। দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাঠে ভারত হারিয়েছে ৮টি ম্যাচে। বাকি ৪টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে প্রোটিয়াদের ১২টি জয়ের মধ্যে ৪টি এসেছে ঘরের মাঠে। ভারতের হোমগ্রাউন্ডে তারা টিম ইন্ডিয়াকে হারিয়েছে ৬টি ম্যাচে। ২টি জয় এয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। ২০২৩ সালে কেবের্হাতে একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন
মিডল অর্ডার- তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া
ফিনিশার- রমনদীপ সিং, রিঙ্কু সিং
বোলার- অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।
Also Read: আদালতের সমন পেলেন MS ধোনি, আইনি জটিলতার মুখে ‘ক্যাপ্টেন কুল’ !!