ind-vs-sa-4th-t20i-2024-match-report

IND vs SA: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া। সেই ব্যর্থতার অন্ধকার গায়ে মেখে দক্ষিণ আফ্রিকায় পা রেখেছিলো দল (IND vs SA)। রোহিত-কোহলিরা টি-২০ স্কোয়াডের অংশ না হলেও কিউই বিপর্যয়ের আঁচ নিঃসন্দেহে এসে পড়েছিলো সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থদের উপরেও। প্রতিকূল পরিস্থিতিতে দেশের ক্রিকেটকে ঘুরে দাঁড়ানোর দিশা দেখালেন তাঁরা। ডারবানে প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করেছিলো ভারত। এরপর হারতে হয়েছিলো কেবের্হায়। রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে ৩ উইকেটে জয় এক পা এগিয়ে দিয়েছিলো সিরিজ জয়ের দিকে। কফিনে শেষ পেরেকটা আজ জোহানেসবার্গের মাঠে পুঁতলো ‘মেন ইন ব্লু।’ আজ টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় তারা। সঞ্জু-তিলকের জোড়া শতরানে ২৮৩ রান টিম ইন্ডিয়া তুলেছিলো স্কোরবোর্ডে। পর্বতমসম লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেলো ১৪৮-এই।

Read More: “বলের সুতো খুলে নিয়েছে…” সঞ্জু-তিলকের বিধ্বংসী ব্যাটিং-এ রানের পাহাড়ে ভারত, অবিশ্বাস্য ঠেকছে নেটদুনিয়ার !!

অবিশ্বাস্য ব্যাটিং সঞ্জু-তিলকের-

Tilak Varma and Sanju Samson | IND vs SA | Image: Getty Images
Tilak Varma and Sanju Samson | IND vs SA | Image: Getty Images

গত তিন ম্যাচেই ব্যর্থ হয়েছিলো টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি। আজ নামের প্রতি সুবিচার করলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দু’জনেই। আক্রমণের শুরুটা করেছিলেন অভিষেকই। ১৮ বলে তাঁর ব্যাট থেকে এলো ৩৬। সেঞ্চুরিয়নের অর্ধশতকের পর আজও এগোচ্ছিলেন বড় রানের দিকে। কিন্তু ষষ্ঠ ওভারের পঞ্চম বলে লুথো সিম্পালার বলে ধরা পড়েন উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনের দস্তানায়। ভাঙে ৭৩ রানের ওপেনিং জুটি। উইকেট হারিয়েও অবশ্য কোনো সমস্যার মুখে পড়তে হয় নি ভারতকে। নেপথ্যে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। সিরিজের প্রথম ম্যাচে শতরানের পর টানা দুটি ইনিংসে শূন্য রান করেছিলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। অফ ফর্ম ঝেড়ে ফেলে আজ সেরা ছন্দে পাওয়া গেলো সঞ্জুকে। সেঞ্চুরিয়নের সেঞ্চুরির ধারাবাহিকতা ধরে রাখলেন তিলক’ও।

সঞ্জু-তিলকের ব্যাটে আজ রেকর্ডের ছড়াছড়ি। প্রোটিয়া বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন দুই ব্যাটার’ই। তাঁদের জুটিতে উঠলো ২১০ রান। ভারতের হয়ে যে কোনো উইকেটে এটাই সর্বোচ্চ টি-২০ পার্টনারশিপ। তিন অঙ্কের মাইলস্টোন পেরোলেন দুজনেই। ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০৯ করে অপরাজিত থাকেন সঞ্জু। ৯টি চার ও ১০ ছক্কায় ইনিংস সাজান তিলক। ৪৭ বলে তিনি অপরাজিত থাকেন ১২০ রানে। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে প্রথমবার একই ইনিংসে দুই ব্যাটার শতরান করলেন। এই নিয়ে তৃতীয় বার দেশের জার্সিতে টি-২০ শতরান করলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। পক্ষান্তরে পঞ্চম ক্রিকেটার হিসেবে টানা দুই ইনিংসে শতকের নজির গড়লেন তিলক বর্মা’ও। তাঁদের ডান হাতি-বাম হাতি জুটির সৌজন্যে ভারত তোলে ১ উইকেটে ২৮৩।

পাত্তাই পেলো না প্রোটিয়ারা-

IND vs SA | Image: Getty Images
IND vs SA | Image: Getty Images

২৮৪ রানের লক্ষ্য তাড়া করা সহজ নয় কখনোই। কিন্তু সেই অসম্ভবকেও সম্ভব করতে যে গোলা-বারুদ প্রয়োজন তা ছিলো দক্ষিণ আফ্রিকার অস্ত্রাগারে। কিন্তু তা সত্ত্বেও কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারলো না তারা। ওপেনার রিজা হেন্ড্রিকসকে ফিরিয়ে ইনিংসের তৃতীয় বলেই স্বাগতিক দেশকে জোর ধাক্কা দিয়েছিলেন আর্শদীপ সিং। দ্বিতীয় ওভারে আউট হন আরেক ওপেনার রায়ান রিকলটন। এরপর হুড়মুড়িয়ে ভাঙে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। অধিনায়ক এইডেন মার্করাম ও উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনকে দ্রুত আউট করেন আর্শদীপ। ১০০ উইকেটের মাইলস্টোনের দিকে ঝড়ের গতিতে এগোচ্ছেন বাম হাতি পেসার। চার উইকেট হারানোর পর কিছুটা সামলে নিয়েছিলেন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার। কিন্তু স্পিন অস্ত্রে তাঁদের ঘায়েল করে ভারত। গত ম্যাচের মত আজও ইয়ানসেন ঝড় উঠেছিলো শেষ দিকে। কিন্তু যথেষ্ট ছিলো না তা।

Also Read: IND vs SA 4th T20i: সঞ্জুর ছক্কায় আহত তরুণী, জোহানেসবার্গে ব্যাট হাতে দক্ষযজ্ঞ ভারতীয় তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *