ind-vs-sa-3rd-t20i-surya-on-victory

IND vs SA: ডারবানে দাপুটে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা করেছিলো ভারত (IND vs SA)। দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছিলো দল। তিন উইকেটের ব্যবধানে জিতে সমতা ফিরিয়েছিলো প্রোটিয়ারা। আজ তৃতীয় ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ ছিলো দুই পক্ষের কাছে। সেঞ্চুরিয়নে একটা জয় সিরিজ খোয়ানোর আশঙ্কা পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারত। মরণপণ লড়াই আজ দেখা গেলো দুই দলের তরফেই। তবে জমজমাট যুদ্ধ শেষে হাসিমুখে মাঠ ছাড়লো টিম ইন্ডিয়াই। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন এইডেন মার্করাম। স্কোরবোর্ডে যখন শূন্য, তখন প্রথম উইকেট খুইয়েছিলো ভারত। ফিরেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু এরপর অভিষেক শর্মা’র অর্ধশতক ও তিলক বর্মার (Tilak Varma) দুর্দান্ত শতরানে ভর করে ২১৯ রান তুলে ফেলে মেন ইন ব্লু।

বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা খারাপ করে নি। কিন্তু তৃতীয় ওভারেই ফেরেন রায়ান রিকলটন (Ryan Rickleton)। দ্বিতীয় ওপেনার রিজা হেনড্রিকসকে বরুণ চক্রবর্তী সাজঘরে ফেরান ষষ্ঠ ওভারে। পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে বসা দক্ষিণ আফ্রিকা এর পরেও উইকেট হারাতে থাকে নিয়মিত ব্যবধানে। ট্রিস্টান স্টাবস(Trsitan Stubbs) বা এইডেন মার্করাম-আজকের ম্যাচে ভারতের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেন নি কেউই। হতাশ করেন বহু যুদ্ধের ঘোড়া ডেভিড মিলার’ও। দক্ষিণ আফ্রিকাকে লড়াইতে রেখেছিলে হেনরিখ ক্লাসেন। তিনি আউট হওয়ার পর ঝড় তোলেন মার্কো ইয়ানসেন (Marco Jansen)। ১৭ বলে ৫৪ তিনি করলেন ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। আর্শদীপের নিখুঁত ডেলিভারিতে ইয়ানসেন লেগবিফোর হতেই জয় নিশ্চিত হয়ে যায় টিম ইন্ডিয়ার।

Read More: IND vs SA, 3RD T20I 2024 HIGHLIGHT: ‘তিলক-অভিষেক’ ঝড়ে থমকে গেল প্রোটিয়া ব্রিগেড, ১১ রানে ছিনিয়ে নিলো গুরুত্বপূর্ণ জয় !!

‘সঠিক পথে এগোচ্ছি,’ বললেন সূর্যকুমার-

Indian Cricket Team | IND vs SA | Image: Getty Images
Indian Cricket Team | IND vs SA | Image: Getty Images

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ-প্রতিপক্ষের নাম যেই হোক না কেন, অধিনায়কের নাম সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) হলে ভারত সিরিজ হারে না। গত বছর থেকে চলে আসা ট্র্যাডিশন এবারও অক্ষত রইলো প্রোটিয়াদের ডেরায়। ২-১ এগিয়ে গেলো আজ ভারত। দলের পারফর্ম্যান্সে স্বস্তির হাসি গর্বিত ক্যাপ্টেনের মুখে। তিনি ম্যাচ শেষে জানান, “আমি প্রচণ্ড খুশি। টিম মিটিং-এ ঠিক এভাবেই ক্রিকেট খেলার কথা আমরা আলোচনা করেছিলাম। এমন ভাবেই আমি ওদের (সতীর্থদের) খেলতে বলেছি। ফ্র্যাঞ্চাইজির জন্য ওরা এটা করে, নেটেও করে। যেভাবে দল এগোচ্ছে তাতে আমি খুবই খুশি। আগ্রাসন আর জয়ের ক্ষিধে সবসময় কথা বলে প্রকাশ করতে হয় না।”

এক ঝাঁক তরুণ এই মুহূর্তে রয়েছেন ভারতীয় দলে। তাঁদের প্রশংসা করেন অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। বলেন, “ওরা আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। প্রথমবার আমরা নির্ধারিত সময়ের ৬-৭ মিনিট আগেই ইনিংস শেষ করে দিয়েছি। সবকিছু ঠিক দিয়েই এগোচ্ছে।” ভূয়সী প্রশংসা করেছেন আজকের সেঞ্চুরিয়ন তিলক বর্মা’র। সূর্য বলেন, “ও (তিলক) কেবের্হাতে আমার ঘরে এসে বলেছলো ‘আমায় তিন নম্বরে একটা সুযোগ দাও।’ আমি চাই ও ভালো করুক তাই আমি বলেছিলাম, ‘ঠিক আছে যাও এবং নিজেকে মেলে ধরো।’ ও যেটা চেয়েছিলো সেটা ও করে দেখিয়েছে। আমি ওর ও ওর পরিবারের জন্য অত্যন্ত খুশি।” শ্রীলঙ্কা সিরিজের পর অধিনায়ক সূর্যকে কুর্নিশ করেছিলেন অক্ষর প্যাটেল। আজ ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে তিলক’ও বারবার স্বীকার করলেন সাফল্যে ক্যাপ্টেনের ভূমিকার কথা।

Also Read: IND vs SA 3rd T20i: রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত ভারতের, ১১ রানে জিতে ২-১ এগিয়ে গেলো টিম ইন্ডিয়া !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *