IND vs SA: জমে উঠেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-২০ সিরিজ। ডারবানে ৬১ রানের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ প্রোটিয়ারা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে কেবের্হায়। বরুণ চক্রবর্তী ঘূর্ণি বোলিং-এর রদস্যভেদ করতে না পারলেও স্টাবস-ক্যুৎসিয়ের সৌজন্যে এক ওভার বাকি থাকতেই জিতেছে স্বাগতিক দেশ। দুই ম্যাচ শেষে ফলাফল এখন ১-১। বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে যে পক্ষ জিতবে তারা গুরুত্বপূর্ণ ‘অ্যাডভান্টেজ’ হাসিল করে নিতে পারবে। সিরিজ হারের আশঙ্কা মুছে যাবে তাদের। সেই কারণেই সাফল্যকে পাখির চোখ করে নামছে দুই শিবিরই। কথা উঠেছে অভিষেক শর্মা’র অফ ফর্ম নিয়ে। তা সত্ত্বেও তাঁর উপর আরও একটি ম্যাচে আস্থা রাখবেন কোচ লক্ষ্মণ। গতিসমৃদ্ধ পিচে প্রোটিয়ারা বাজি ধরতে পারে জেরাল্ড ক্যুৎসিয়ের (Gerald Coetzee) উপর।
Read More: IND vs AUS: “বুমরাহ সামলাতে পারবে না…” ভারতের অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক বয়ান রিকি পন্টিং-এর !!
IND vs SA ম্যাচের ক্রীড়াসূচি-
তৃতীয় টি-২০ ম্যাচ
তারিখ- ১৩/১১/২০২৪
ভেন্যু- সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
সময়- রাত ৮টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Super Sport Park Pitch Report (পিচ রিপোর্ট)-
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুধবার তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সাধারণত সেঞ্চুরিয়নে বোলিং সহায়ক বাইশ গজ দেখা যায়। এখানেই চলতি বছরের জানুয়ারিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ছড়ি ঘুরিয়েছিলেন বুমরাহ-সিরাজ’রা। দু’জনের কেউই অবশ্য এই টি-২০ সিরিজে নেই। তবে আর্শদীপ-আবেশদের থেকে প্রত্যাশা থাকবে। ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ক্যুৎসিয়ে-ইয়ানসেনরাও। পরিসংখ্যান বলছে যে সেঞ্চুরিয়নে এখনও পর্যন্ত আয়োজিত হওয়া ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৮টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। ৭টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৫। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৫৭। টসজয়ী অধিনায়ক বুধবার প্রথম ব্যাটিং করতে পারেন।
Centurion Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুটি ম্যাচে বাধা হয়ে দাঁড়ায় নি আবহাওয়া। তৃতীয় ম্যাচেও তেমন সম্ভাবনা বিশেষ নেই। ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলেই মত বিশেষজ্ঞদের। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করতে পারে ৫০ শতাংশের আশেপাশে। এছাড়া ম্যাচের সময় ২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
IND vs SA হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতিপূর্বে টি-২০’র ময়দানে মুখোমুখি হয়েছে ২৯টি টি-২০ ম্যাচে। ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়াই। তারা জিতেছে ১৬টি ম্যাচ। পক্ষন্তরে প্রোটিয়াদের জয়ের সংখ্যা ১২। ঘরের মাঠে ভারত জিতেছে ৫টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে তারা দক্ষিণ আফ্রিকার মাটিতে হারিয়েছে ৭টি ম্যাচে। আর নিরপেক্ষ ভেন্যুতে জয়ের সংখ্যা ৪। অন্যদিকে প্রোটিয়ারেয়া ঘরের মাঠে ৪ বার হারিয়েছে ভারতকে। অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে ছয় বার। আর বাকি ২টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। গত বছর ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টি-২০ ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে।
IND vs SA লাইভ স্ট্রিমিং-
রিলায়েন্স-ভায়াকম সংস্থার স্পোর্টস-১৮ টিভি চ্যানেলে দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। অন্যদিকে জিও সিনেমার অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
সঞ্জু স্যামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, আবেশ খান।
দক্ষিণ আফ্রিকা-
রিজা হেনড্রিকস, রায়ান রিকটলন, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, আন্দিলে সিমিলানে, জেরাল্ড ক্যুৎসিয়ে, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাবামোয়াজি পিটার।