IND vs SA: ধুন্ধুমার লড়াই টি-২০ সিরিজে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা ভালোই করেছিলো ভারত (Team India)। কিন্তু ডারবানের সাফল্য তারা ধরে রাখতে পারে নি কেবের্হায়। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের ব্যবধানে হেরে বসেছেন সূর্যকুমার যাদবরা। আপাতত ফলাফল ১-১। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃতীয় ম্যাচটি। সেঞ্চুরিয়নে জিতলে সিরিজ (IND vs SA) খোয়ানোর আশঙ্কা শুধু দূর হবে না, সাথে খেতাব জয়ের দিকেও এক পা এগিয়ে যাওয়া যাবে। তাই জন্য জয়’কে পাখির চোখ করেই আপাতত মাঠে নামার ভাবনা ‘মেন ইন ব্লু’র। কেবের্হার ভুলভ্রান্ত দ্রুত শুধরে নেওয়ার চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর যে একাদশে খানিক রদবদল করতে পারেন কার্যনির্বাহী কোচ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। বোলিং বিভাগে সুযোগ দিতে পারেন এক নতুন মুখ’কে।
লাগাতার ব্যর্থ অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু স্কোয়াডে স্পেশ্যালিস্ট ওপেনারের অভাবে আপাতত আরও একটি সুযোগ তিনি পাচ্ছেন। ছন্দে থাকা সঞ্জু স্যামসনেও (Sanju Samson) আস্থা রাখছেন লক্ষ্মণ। সেঞ্চুরিয়নের ম্যাচে অনেক কিছু প্রমাণের রয়েছে অধিনায়ক সূর্যকুমারের। ব্যাট হাতে সেরা ছন্দ ফিরে পেতে চাইবেন তিনি। চার নম্বরে দেখা যেতে পারে তিলক বর্মা’কে। পাঁচে খেলবেন হার্দিক। বুধবার লাইমলাইট থাকবে রিঙ্কু সিং-এর (Rinku Singh) দিকে। প্রথম দুটি টি-২০তে রান পান নি তিনি। জ্বলে ওঠার অপেক্ষায় ভারতীয় ফিনিশার। তিন স্পিনারকে সুযোগ দেওয়া হতে পারে। আগুনে ফর্মে থাকা বরুণ চক্রবর্তীর সঙ্গী হতে পারেন অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। বদল আসতে পারে পেস ব্যাটারিতে। আর্শদীপের সাথে আবেশ নয়, বরং জুড়ে দেওয়া হতে পারে যশ দয়ালকে।
Read More: CT 2025: পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, শীঘ্রই নয়া ভেন্যু ঘোষণা করবে আইসিসি !!
IND vs SA ম্যাচের ক্রীড়াসূচি-
তৃতীয় টি-২০ ম্যাচ
তারিখ- ১৩/১১/২০২৪
ভেন্যু- সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
সময়- রাত ৮টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Super Sport Park Pitch Report (পিচ রিপোর্ট)-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজের তৃতীয় ম্যাচটি আয়োজিত হতে চলেছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। এখানে সাধারণত বোলিং সহায়ক বাইশ গজ দেখা যায়। সুবিধা পান পেসাররা। পরিসংখ্যান জানাচ্ছে যে এখনও সেঞ্চুরিয়নের বাইশ গজে ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে ৮টি ম্যাচে। ৭টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর ঘোরাফেরা করে ১৭৫-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৫৭-তে। পরিবেশ, পরিস্থিতি বিচার করে বুধবার টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Centurion Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
সেঞ্চুরিয়নের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার ২০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা ম্যাচে বিশেষ প্রভাব ফেলতে পারবে না বলেই আশায় ক্রিকেটজনতা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেঞ্চুরিয়নের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫০ শতাংশের কাছাকাছি। এছাড়া ম্যাচ চলাকালীন ২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া চলাচল করতে পারে।
IND vs SA হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-২০’র ময়দানে মুখোমুখি হয়েছে আজ অবধি ২৯ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৬টি ম্যাচ। আর ১২টি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া নিজেদের দেশের মাঠে জিতেছে ৫ বার। প্রোটিয়াদের ডেরায় তারা সাফল্য ছিনিয়ে নিয়েছে ৭টি ম্যাচে। বাকি ৪টি ম্যাচ তারা জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকা নিজেদের দেশে জিতেছে ৪টি ম্যাচ। ৬বার তারা জিতেছে ভারতের মাটিতে। আর ২ বার জয় এসেছে নিরপেক্ষ মাঠে।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা
মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া
ফিনিশার- রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল
বোলার- রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, যশ দয়াল
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, যশ দয়াল।