IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে মাটিতে মিশিয়ে সিরিজ জয় ভারতের, কুলদীপ-সিরাজাদের সমনে নতজানু প্রোটিয়া ব্রিগেড !! 1

IND vs SA: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ওয়ানডে সিরিজের (India vs South Africa) তৃতীয় দক্ষিণ আফ্রিকাকে (South Africa) সাত উইকেটে হারিয়ে দিল ভারত (India)। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। এ দিনের এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে জয়েরজন্য ১০০ রানের টার্গেট দিয়েছিল। জয়ের জন্য সেই লক্ষ্য ভারতীয় দল তিন উইকেট হারিয়ে তুলে নেয়। প্রথম ম্যাচে হারার পর এর আগে দ্বিতীয় টি-২০ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল শিখর ধাওয়ানের দল।

প্রোটিয়া ব্যাটিংকে মাটিতে মিশিয়ে দেয় ভারত

IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে মাটিতে মিশিয়ে সিরিজ জয় ভারতের, কুলদীপ-সিরাজাদের সমনে নতজানু প্রোটিয়া ব্রিগেড !! 2

এ দিন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। হেনরিখ ক্লাসেন (৩৪ রান) ছাড়া আর কোন ব্যাটসম্যানই বড় রান করতে ব্যর্থ হন। জানেমান মালান ১৫ রান এবং মার্কো ইয়ানসন ১৪ রানে অবদান রাখেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা দলের আট ব্যাটসম্যানই ব্যাট হাতে কিছুই করতে পারেননি।। ডি কক ৬ রান, রিজা হেনড্রিক্স ৩ রান এবং অ্যাডাম মার্করাম ৯ রান করেন। এই ম্যাচে দলের অধিনায়ক ডেভিড মিলার ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। দক্ষিণ আফ্রিকার পুরো দল ২৭.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায়। ভারতের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার দল ১১৭ রানে অলআউট হয়ে গিয়েছিল।

সহজেই রান তুলে নেয় টিম ইন্ডিয়া

IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে মাটিতে মিশিয়ে সিরিজ জয় ভারতের, কুলদীপ-সিরাজাদের সমনে নতজানু প্রোটিয়া ব্রিগেড !! 3

এই ম্যাচে (IND vs SA) ভারতের চমক দেখান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চার ওভারের স্পেলে ১৮ রানে চার উইকেট নেন তিনি। চার ওভারে ১৫ রানে দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠান ওয়াশিংটন সুন্দর। মোহাম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদও দুটি করে উইকেট তুলে নেন। এরপর রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ানের (৮ রান) উইকেট সহজেই হারায় ভারতীয় দল। রান আউট শিখর ধাওয়ান। দ্বিতীয় ওয়ানডেতে বিস্ফোরক ইনিংস খেলা ইশান কিষাণও এ দিন বড় ইনিংস খেলতে পারেননি। তবে অন্য ওপেনার শুভমান গিল ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দেন। শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। তবে ৪৯ রানে আউট হয়ে গিয়ে শুভমান গিল হাফ সেঞ্চুরি মিস করেন। তবে ১৯.১ ওভারে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। শেষ দিকে শ্রেয়াস আইয়ার ২৩ বলে ২৮ এবং সঞ্জু স্যামসন দুই রানে অপরাজিত থাকেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *