IND vs SA 4th T20i Stats Review: দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের, ধুন্ধুমার ম্যাচে তৈরি হলো ১১ নয়া রেকর্ড !! 1

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজিমাত টিম ইন্ডিয়ার (IND vs SA)। ডারবানে জয়ের মুখ দেখে সিরিজের সূচনা করেছিলেন সূর্যকুমার যাদবরা। কেবের্হাতে দ্বিতীয় ম্যাচটি চাপে ফেলেছিলো দল’কে। শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছিলো সেদিন। সাময়িক ব্যর্থতাকে পিছনে ফেলে সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচটিতেই সাফল্যের সরণিতে ফিরেছিলো ‘মেন ইন ব্লু।’ জোহানেসবার্গে আজকের নির্ণায়ক ম্যাচটিতেও প্রতিপক্ষকে কোনো সুযোগই দিলেন না সূর্য (Suryakumar Yadav), হার্দিক, রমনদীপরা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। সঞ্জু ও তিলকের জোড়া শতরানে তারা তোলে ২৮৩। এই রানের পাহাড়ের নীচেই চাপা পড়লো প্রোটিয়ারা। তারা অল-আউট হয় ১৪৮-এ। ১৩৫ রানের বিরাট ব্যবধানে সিরিজ জয় ভারতীয় শিবিরের।

Read More: IND vs SA 4th T20i: জো’বার্গের বাইশ গজে বাজিমাত ভারতের, সূর্যকুমারদের হাতের মুঠোয় টি-২০ সিরিজ !!

যে রেকর্ডগুলি তৈরি হলো আজ-

IND vs SA | Image: Getty Images
IND vs SA | Image: Getty Images

১) এই নিয়ে গত পাঁচ আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ৩ বার শতকের গণ্ডী পেরোলেন সঞ্জু স্যামসন। প্রথম ক্রিকেটার হিসেবে একই ক্যালেন্ডার বর্ষে তিনটি আন্তর্জাতিক টি-২০ শতকের মালিক হলেন তিনি।

২) আজ ভারতের জার্সিতে দ্বিতীয় শতরান করলেন তিলক বর্মা। পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০তে একাধিক শতরানের মালিক হলেন তিনি। এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা-

  • রোহিত শর্মা- ৫টি শতরান
  • সূর্যকুমার যাদব- ৪টি শতরান
  • সঞ্জু স্যামসন- ৩টি শতরান*
  • কে এল রাহুল- ২টি শতরান
  • তিলক বর্মা- ২টি শতরান*

৩) আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে টানা দুই ইনিংসে শতরান করলেন তিলক বর্মা। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির স্পর্শ করলেন তিনি। এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা-

Tilak Varma | IND vs SA | Image: Getty Images
Tilak Varma | IND vs SA | Image: Getty Images
  • গুস্তাভ ম্যাককিওন (ফ্রান্স)
  • রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
  • ফিল সল্ট (ইংল্যান্ড)
  • সঞ্জু স্যামসন (ভারত)
  • তিলক বর্মা (ভারত)*

৪) আজ ভারতের হয়ে ২১০ রানের পার্টনারশিপ গড়েন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। এই বিশাল জুটি গড়ার পথে বেশ কয়েকটি মাইলস্টোন স্পর্শ করেন দুই তারকা। দেখে নিন সেই তালিকা-

Tilak Varma and Sanju Samson | IND vs SA | Image: Getty Images
Tilak Varma and Sanju Samson | IND vs SA | Image: Getty Images
  • ভারতের জার্সিতে যে কোনো জুটিতে সর্বোচ্চ রান।
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে কোনো জুটিতে সর্বোচ্চ রান।
  • দ্বিতীয় বা তার কম উইকেটের জুটিতে যে কোনো দলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ পার্টনারশিপ।

৫) আজ দুটি আইসিসি’র যে কোনো দুই পূর্ণ সদস্যের দ্বৈরথে দ্বিতীয় সর্বোচ্চ রান তুললো টিম ইন্ডিয়া। এই তালিকায় শীর্ষস্থানটিও তাদেরই। দেখে নিন সেরা চার-

  • ২৯৭/৬ ভারত বনাম বাংলাদেশ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ২৮৩/১ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০২৪*
  • ২৭৮/৩ আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, দেহরাদুন, ২০১৯
  • ২৬৭/৩ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তারুবা, ২০২৩

৬) আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩টি ছক্কা মেরেছে টিম ইন্ডিয়া। আইসিসি’র দুই পূর্ণ সদস্যের লড়াইতে এক ইনিংসে এত ছক্কা হাঁকানোরও নজির নেই কোনো দেশের। নিজদের রেকর্ড নিজেই ভেঙেছে ভারতীয় শিবির।

  • ২৩টি ছক্কা- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০২৪*
  • ২২টি ছক্কা- ভারত বনাম বাংলাদেশ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ২২টি ছক্কা- ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন, ২০২৩
  • ২২টি ছক্কা- আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, দেহরাদুন, ২০১৯

৭) আজ আন্তর্জাতিক টি-২০তে ২০০ তোলার নিরিখে তৃতীয় দ্রুততম ইনিংস খেলেছে টিম ইন্ডিয়া। তাদের সামনে কেবল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানেও রয়েছে ‘মেন ইন ব্লু’ই।

  • ১৩.৫ ওভার- দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেঞ্চুরিয়ন, ২০২৩
  • ১৩.৬ ওভার- ভারত বনাম বাংলাদেশ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ১৪.১ ওভার- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০২৪*

৮) প্রথম দশ ওভারে আজ ভারত নিজেদের দ্বিতীয় দ্রুততম স্কোর করেছে।

  • ১৫২/১ ভারত বনাম বাংলাদেশ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ১২৯/১ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০২৪*
  • ১১৭/০ ভারত বনাম শ্রীলঙ্কা, ইন্দোর, ২০১৭

৯) আন্তর্জাতিক টি-২০তে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ স্ট্রাইক রেট বজায় রেখেছেন ভারতের অভিষেক শর্মা। তিনি পিছনে ফেলেছেন আন্দ্রে রাসেল, ট্র্যাভিস হেডদের।

Abhishek Sharma | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images
  • ১৯৩.৪- অভিষেক শর্মা (২০২৪)*
  • ১৮৫.৩- আন্দ্রে রাসেল (২০২৪)
  • ১৮২.১- আন্দ্রে রাসেল (২০১৯)
  • ১৮২.১- ট্র্যাভিস হেড (২০২৪)
  • ১৭৭.১- লুক রঞ্চি (২০১৭)
  • ১৭৭.১- ফিল অ্যালেন (২০২৪)

১০) আজ ভারতের হয়ে শতরান করেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা-দুজনেই। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে এর আগে কখনও একই ইনিংসে জোড়া শতরান দেখা যায় নি।

১১) বিদেশের মাঠে আজ নিজেদের সর্বকালের সেরা স্কোরের মুখ দেখলো টিম ইন্ডিয়া।

Also Read: IND vs SA 4th T20i: সঞ্জুর ছক্কায় আহত তরুণী, জোহানেসবার্গে ব্যাট হাতে দক্ষযজ্ঞ ভারতীয় তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *