IND vs SA: জমে উঠেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-২০ সিরিজ। সূক্ষ্ম সুতোয় ঝুলছে দুই দলেরই ভাগ্য। প্রথম তিন দ্বৈরথের পর ভারত এগিয়ে ২-১ ফলে। কেবের্হায় হারলেও তারা জিতেছে ডারবান ও সেঞ্চুরিয়নে। কি হবে অন্তিম ফলাফল? সেই প্রশ্নের জবাব মিলবে জোহানেসবার্গের আইকনিক ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ভারত জিতলে ৩-১ ফলে ছিনিয়ে নেবে সিরিজ। অন্যদিকে ঘরের মাঠে খেতাব খোয়ানোর লজ্জা থেকে রক্ষা পেতে জয় একান্ত প্রয়োজন প্রোটিয়াদেরও। দুই পক্ষই যে সর্বস্ব দিয়ে সাফল্যের জন্য ঝাঁপাবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। অন্তিম যুদ্ধে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস হতে পারেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen), মার্কো ইয়ানসেন, জেরাল্ড ক্যুৎসিয়েরা (Gerald Coetzee)। অন্যদিকে ভারতকে স্বস্তি দেবে তিলক বর্মা (Tilak Varma), বরুণ চক্রবর্তীদের (Varun Chakravarthy) ফর্ম।
Read More: বিসিসিআই-এর মুখে ঝামা ঘষলেন শিখর ধাওয়ান, ভারত ছেড়ে এবার নেপালে খেলবেন ক্রিকেট !!
IND vs SA ম্যাচের সময়সূচি-
চতুর্থ টি-২০ ম্যাচ
তারিখ- ১৫/১১/২০২৪
ভেন্যু- ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ
সময়- রাত ৮টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wanderers Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের শেষ টি-২০তে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। এখানে ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়ে সাধারণত। দ্রুত আউটফিল্ড ও ছোটো বাউন্ডারি সীমানার কারণে সহজে বড় শট মারতে পারেন ব্যাটাররা। শুক্রবার বড় স্কোরের আশা করতেই পারেন ক্রিকেটজনতা। পরিসংখ্যান বলছে যে এখানে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে শ্রীলঙ্কার। কেনিয়ার বিরুদ্ধে ২৬০ রান তুলেছিলো তারা। সর্বনিম্ন রান তোলার নজির বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৩ রানে গুটিয়ে গিয়েছিলো টাইগাররা। ২৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ১৩টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে, ১৩টিতে সাফল্য মিলেছে রান তাড়া করে। বিশেষজ্ঞদের ধারণা টসজয়ী অধিনায়ক প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানাতে পারেন।
Johannesburg Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজের প্রথম তিনটি ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় নি। কিন্তু জোহানেসবার্গের শেষ ম্যাচটি নিয়ে আশঙ্কায় ক্রিকেটমহল। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বর্ষণের সম্ভাবনা রয়েছে ৬০ শতাংস। যা ম্যাচের মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে। শুক্রবার জোহানেসবার্গের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ শতাংশ হওয়ার সম্ভাবনা। এছাড়া ম্যাচ চলাকালীন ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বায়ু প্রবাহিত হতে পারে।
IND vs SA হেড টু হেড পরিসংখ্যান-
আজ অবধি ৩০টি টি-২০ ম্যাচে সম্মুখসমরে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। পাল্লা ভারী টিম ইন্ডিয়ার দিকেই। তারা জিতেছে ১৭টি ম্যাচ। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে গিয়েছে ১২টি জয়। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। ঘরের মাঠে টিম ইন্ডিয়া জিতেছে ৫টি ম্যাচ। অ্যাওয়ে গ্রাউন্ডে তারা জিতেছে ৮টি ম্যাচ। এছাড়া ৪টি ম্যাচ তারা জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। প্রোটিয়ারা নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছে ৫টি ম্যাচে, ভারতকে তারা ভারতের মাটিতে হারিয়েছে ৬টি ম্যাচে। ২ টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে।
IND vs SA লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজের ম্যাচগুলি দেখা যাবে রিলায়েন্স ভায়াকম সংস্থার মালিকানাধীন স্পোর্টস-১৮ চ্যানেলে দেখা যাবে। এছাড়া বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইট।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।
দক্ষিণ আফ্রিকা (SA)-
রায়ান রিকলটন, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড ক্যুৎসিয়ে, আন্দিলে সিমিলানে, কেশব মহারাজ, লুথো সিমপালা।