ind-vs-sa-2024-2nd-t20i-match-preview

IND vs SA: নিউজিল্যান্ডের বিপক্ষে পর্যুদস্ত হয়ে বেশ চাপে ছিলো ভারতীয় দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ডারবানের মাঠে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো তারা। সঞ্জু স্যামসনের অনবদ্য শতকের সৌজন্যে ২০৩ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে ছুঁড়ে দিতে পেরেছিলো ‘মেন ইন ব্লু।’ জবাবে ১৪১-এর বেশী এগোতে পারে নি প্রোটিয়ারা। ৬১ রানের ব্যবধানে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে ভারত। দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে সিরিজ হাতের মুঠোয় ধরার দিকে এক ধাপ এগিয়ে যেতে চান সূর্যকুমার যাদব’রা। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে হারের বদলা নেওয়ার স্বপ্ন ডারবানে পূরণ করতে পারেন নি এইডেন মার্করাম’রা। কেবের্হায় সেই অধরা মাধুরীকেই স্পর্শ করার লক্ষ্য নিয়ে নামছেন হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবসরা। না জিতলে সিরিজ জয়ের স্বপ্ন’ও চুরমার হবে তাদের। তাই বাড়তি উদ্যম থাকবে স্বাগতিক দেশের।

Read More: অফ ফর্মের কাঁটায় বিদ্ধ অভিষেক শর্মা, দক্ষিণ আফ্রিকার মাটিতেই খতম হচ্ছে কেরিয়ার !!

IND vs SA ম্যাচের ক্রীড়াসূচি-

দ্বিতীয় টি-২০ ম্যাচ

ভেন্যু– সেন্ট জর্জেস পার্ক, কেবের্হা

তারিখ- ১০/১১/২০২৪

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

St. George’s Park Pitch Report (পিচ রিপোর্ট)-

St. George's Park, Gqeberha | IND vs SA | Image: Getty Images
St. George’s Park, Gqeberha | Image: Getty Images

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজের দ্বিতীয় টি-২০’র ভেন্যু নির্বাচিত হয়েছে কেবের্হার সেন্ট জর্জেস পার্ক স্টেডিয়ামটি। ইনিংসের শুরুতে সেন্ট জর্জেস পার্কের বাইশ গজ থেকে ফায়দা পেয়ে থাকেন ফাস্ট বোলাররা। ফলে পাওয়ার প্লে’তে প্রতিপক্ষের ব্যাটিং-এ ভাঙন ধরানোর প্রচেষ্টা থাকবে দুই তরফেই। দ্বিতীয় ইনিংসে খানিক সাহায্য পেতে পারেন স্পিনাররাও। এখানে আজ অবধি ৯টি মাত্র আন্তর্জাতিক টি-২০ খেলা হয়েছে। তার মধ্যে ৪টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। আর ৫টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। গত বছর এখানে ভারতের বিরুদ্ধে ২১৫ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত সেটিই এই ভেন্যুতে সর্বোচ্চ স্কোর। টসজয়ী অধিনায়ক রবিবার প্রথমে ব্যাটিং করতে পারেন।

Gqeberha Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Gqeberha Weather Forecast | Image: Twitter
Gqeberha Weather Forecast | Image: Twitter

কেবের্হাতে রবিবার আয়োজিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্যাচটি। মনে করা হচ্ছে আবহাওয়াজনিত সমস্যার সম্মুখীন হতে পারে রবিবারের দ্বৈরথ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৫৫ শতাংশ। যা আশঙ্কা বাড়িয়েছে ক্রিকেটজনতার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। রবিবার কেবের্হার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭২ শতাংশ। এছাড়া বায়ু চলাচলের গতিবেগ ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

IND vs SA হেড টু হেড পরিসংখ্যান-

IND vs SA | Image: Getty Images
IND vs SA | Image: Getty Images

ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) আজ অবধি ২৮টি টি-২০ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। পরিসংখ্যান বলছে যে সামান্য এগিয়ে রয়েছে ভারতই। তারা জয় পেয়েছে ১৬টি ম্যাচে। পক্ষান্তরে প্রোটিয়াদের জয়ের সংখ্যা ১১। একটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। ভারতের ১৬টি জয়ের মধ্যে কেবল ৫টি এসেছে দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকায় তারা জিতেছে ৭টি ম্যাচ। আর বাকি ৪টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকা ৩টি ম্যাচ নিজেদের দেশে জিতেছে। ৬টি ম্যাচ জিতেছে ভারতে। আর ২বার জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে।

IND vs SA লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচগুলি বিনামূল্যে লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs SA | Image: Getty Images
IND vs SA | Image: Getty Images

ভারত (IND)-

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আবেশ খান।

দক্ষিণ আফ্রিকা (SA)-

এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো ইয়ানসেন, আন্দিলে সিমিলেন, জেরাল্ড ক্যুৎসিয়ে, কেশব মহারাজ, কাবায়োমজি পিটার।

Also Read: IND vs SA 1st T20i: সঞ্জু সুনামিতে দিশাহারা দক্ষিণ আফ্রিকা, ডারবানের মাঠে জয়ে ফিরলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *