ind-vs-sa-2024-2nd-t20i-highlights
IND vs SA | Image: Getty Images

IND vs SA: ডারবানে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে গিয়েছিলো ভারত। আজ জিতলে সিরিজ (IND vs SA) খোয়ানোর সম্ভাবনা পুরোপুরি মুছে ফেলতে পারতেন সূর্যকুমার, তিলক বর্মা’রা। সাফল্যের খুব কাছে গিয়েও অন্তিম বাধাটুকু টপকাতে পারলো না ভারত। সমতা ফেরালো প্রোটিয়া শিবির। টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো টিম ইন্ডিয়া (Team India)। প্রোটিয়া পেসারদের দাপটে শুরুতেই সমস্যায় পড়তে হয়। বিশেষ রান পান নি কেউই। ২০ ওভারে থামতে হয়েছিলো ১২৪-এ। পিছিয়ে পড়লেও লড়াই থেকে সরে আসে নি ‘মেন ইন ব্লু।’ দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন-আপ’কে একা হাতে গুঁড়িয়ে দিয়ে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। কিন্তু ডেথ ওভারে পেসারদের রান আটকানোর ব্যর্থতা বেলাইন করলো দল’কে। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও জেরাল্ড ক্যুৎসিয়ের (Gerald Coetzee) ঝোড়ো ব্যাটিং-এ বাজিমাত দক্ষিণ আফ্রিকার।

Read More: “অবনতির চরম সীমায় পৌঁছে গিয়েছে…” ১২৪ রানে শেষ হলো টিম ইন্ডিয়ার ইনিংস, জঘন্য ব্যাটিংয়ে নেটিজেনরা নিলেন ক্লাস !!

১) প্রথম ওভারেই আউট সঞ্জু-

Sanju Samson | IND VS SA | Image: Getty Images
Sanju Samson | IND VS SA | Image: Getty Images

ব্যাট হাতে ভালো ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের উইকেটরক্ষক-ব্যাটার হায়দ্রাবাদে শতরান করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। ডারবানে দক্ষিণ আফ্রিকান বোলারদের নিয়েও ছেলেখেলা করে পেরিয়েছিলেন তিন অঙ্কের মাইলস্টোন। আজ কেবের্হায় কিন্তু ব্যর্থ হলেন তিনি। প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতেই উইকেট থেকে সরে মারতে গিয়ে বোল্ড হন তিনি। শূন্য রানের মাথায় তাঁকে ফেরান মার্কো ইয়ানসেন (Marco Jansen)।

২) ভারতের টপ-অর্ডার আজ ব্যর্থ-

সেন্ট জর্জেস পার্কে আজ চেনা ছন্দে পাওয়া যায় নি ভারতের টপ-অর্ডার ব্যাটারদের। টানা সপ্তম টি-২০ ম্যাচে ২০ রানের গণ্ডী টপকাতে পারলেন না অভিষেক শর্মা (Abhishek Sharma)। বাম হাতি ওপেনার ৪ রান করে হন জেরাল্ড ক্যুৎসিয়ের শিকার। অধিনায়ক সূর্যকুমার যাদবের (Sanju Samson) ব্যাটেও রান খরা। ৯ বল খেলে ৪ করে লেগ বিফোর হলেন তিনিও। আন্দিলে সিমিলানের শিকার তিনি। ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসেছিলো ভারত।

৩) লড়াই করলেন তিলক-অক্ষর-

Axar Patel | IND vs SA | Image: Twitter
Axar Patel | IND vs SA | Image: Twitter

ডারবানে ৩৩ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেছিলেন তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের তরুণ আজও নজর কাড়লেন ব্যাট হাতে। কঠিন পরিস্থিতিতে প্রত্যাঘাত শুরু করেছিলেন তিনিই। একটি চমৎকার ছক্কা হাঁকান তিনি। কিন্তু ২০ বলে ২০ করে মার্করামের শিকার হন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন অক্ষর প্যাটেল’ও (Axar Patel)। স্পিন বোলিং অলরাউন্ডার সাবলীল ভঙ্গিতে এগোচ্ছিলেন ব্যাট হাতে। ভাগ্য সহায় হলো না তাঁর। হার্দিক পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভ কাবায়োমজি পিটারের হাতে লেগে দিশা বদলে আছড়ে পড়ে স্টাম্পে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অক্ষর রান-আউট হন ২৭ রানে।

৪) মন্থর হলেও কার্যকরী হার্দিকের ইনিংস-

Hardik Pandya | IND vs SA | Image: Getty Images
Hardik Pandya | IND vs SA | Image: Getty Images

রিঙ্কু সিং (Rinku Singh) এখনও ছন্দ খুঁজে পান নি দক্ষিণ আফ্রিকার মাটিতে (IND vs SA)। আজ ১১ বলে মাত্র ৯ রান করে আউট হন তিনি। দিশাহারা ভারতকে লড়াইতে টিকিয়ে রাখলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুরুতে অনেকটা সময় নিয়েছিলেন ক্রিজে থিতু হওয়ার জন্য। শেষ দুই ওভারে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন তিনি। শেষমেশ ৪৫ বলে ৩৯ করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসের সৌজন্যেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪-এ পৌঁছায় ‘মেন ইন ব্লু।’

৫) তৃতীয় ওভারেই উইকেট আর্শদীপের-

পাওয়ার-প্লে’তে আরও একবার নতুন বল হাতে জ্বলে উঠলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ভারতের বাম হাতি পেসার আজ তৃতীয় ওভারের পঞ্চম বলে ফেরান রায়ান রিকলটন’কে। ১১ বলে ১৩ রান করে রিঙ্কু সিং-এর হাতে ক্যাচ দিয়ে বসেন প্রোটিয়া ওপেনার। ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

৬) বরুণ বিক্রমে ব্যাকফুটে প্রোটিয়ারা-

Varun Chakravarthy | IND vs SA | Image: Getty Images
Varun Chakravarthy | IND vs SA | Image: Getty Images

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তাঁর রহস্য স্পিনে গত ম্যাচেও বিভ্রান্ত হয়েছিলো দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। আজও প্রোটিয়া ব্যাটিং-এর উপর স্টিম রোলার চালিয়ে দিয়ে গেলেন তিনি। রিজা হেন্ড্রিকস, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে সাজঘরে ফেরত পাঠান তিনি। মাত্র ১৪ রানের বিনিময়ে তুলে নিলেন ৫ উইকেট।

৭) খেলা ঘোরালেন ক্যুৎসিয়ে-স্টাবস-

Tristan Stubbs | Image: Getty Images
Tristan Stubbs | Image: Getty Images

একটা সময় ৬৬ রানের বিনিময়ে ৬ উইকেট হারিয়ে বসেছিলো দক্ষিণ আফ্রিকা। রবি বিষ্ণোইকে স্লগ স্যুইপ করতে গিয়ে আন্দিলে সিমিলানে যখন আউট হন তখন স্কোরবোর্ডে ৮৬ রানের বিনিময়ে ৭ উইকেট। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচ তখন অনেকটাই হেলে পড়েছিলো ভারতের পক্ষে। কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন জেরাল্ড ক্যুৎসিয়ে (Gerald Coetzee) ও ট্রিস্টান স্টাবস। দুই স্পিনার যে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন, তার ফায়দা তুলতে ব্যর্থ পেসার’রা। আর্শদীপ’কে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান ক্যুৎসিয়ে। বাউন্ডারি মারেন স্টাবস (Tristan Stubbs)। তার পর আবেশের ওভারেও জোড়া বাউন্ডারি মেরে জয় ছিনিয়ে নিয়ে গেলেন পেস বোলিং অলরাউন্ডার ক্যুৎসিয়ে।

৮) তীরে এসে তরী ডুবলো ভারতের-

স্পিনারদের সৌজন্যে কেবের্হায় জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলো ভারত। কিন্তু পেস বোলারদের ব্যর্থতায় শেষরক্ষা আর হলো না। আর্শদীপ-আবেশ জুটি অকাতরে রান বিলিয়ে ম্যাচ উপহার দিলো দক্ষিণ আফ্রিকাকে। ৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। জয় এলো ৩ উইকেটের ব্যবধানে। আজ ৪১ বলে ৪৭ করে অপরাজিত রইলেন স্টাবস। ৯ বলে অপরাজিত ১৯ এলো ক্যুৎসিয়ের ব্যাট থেকে। তৃতীয় ম্যাচটি রয়েছে ১৩ তারিখ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।

Also Read: IND vs SA 2nd T20i: দুর্ভাগ্যের শিকার অক্ষর প্যাটেল, রান-আউট হয়ে ফিরতে হলো সাজঘরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *