IND vs SA: দক্ষিণ আফ্রিকার মাঠে জয়ে ফিরলো টিম ইন্ডিয়া (IND vs SA)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট হারের অন্ধকার কাটিয়ে ডারবানে প্রোটিয়াদের টি-২০’র ময়দানে উড়িয়ে দিলো ‘মেন ইন ব্লু।’ রোহিত-কোহলিদের ব্যর্থতার অন্ধকার কাটিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন ভোর আনলো সূর্যকুমার যাদবের দল। টসে জিতে প্রথমে ভারতকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো প্রোটিয়ারা। এইডেন মার্করামের এই সিদ্ধান্তই ম্যাচের রাশ তুলে দেয় ভারতীয় শিবিরের হাতে। ব্যাট হাতে আজ ঝড় তুললেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। টানা দ্বিতীয় ম্যাচে শতরান করলেন তিনি। মূলত তাঁর ১০৭ রানের ইনিংসের উপরে ভর করেই ২০২ রান স্কোরবোর্ডে তুলে ফেলে ভারত। জবাবে ব্যাট করতে নামা প্রোটিয়ারা কেঁপে গেলেন বরুণ-বিষ্ণোই স্পিন জুটির সামনে। ১৪১তেই তাদের গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। ৬১ রানে ছিনিয়ে নেয় বিশাল জয়।
Read More: IND vs SA 1st T20i: সঞ্জু সুনামিতে দিশাহারা দক্ষিণ আফ্রিকা, ডারবানের মাঠে জয়ে ফিরলো ভারত !!
প্রথম টি-২০তে তৈরি হওয়া উল্লেখযোগ্য রেকর্ডসমূহ-
১) স্পিনারদের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করতে দেখা গেলো সঞ্জু স্যামসনকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে একটি টি-২০ ইনিংসে স্পিনারদের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার নিরিখে আজ সঞ্জু জায়গা করে নিলেন তৃতীয় স্থানে। এক নজরে দেখে নিন প্রথম পাঁচ-
- ৬৫(২৮) অভিষেক শর্মা বনাম জিম্বাবুয়ে, হারারে ২০২৪
- ৬৪(২৩) সঞ্জু স্যামসন বনাম বাংলাদেশ, হায়দ্রাবাদ ২০২৪
- ৫৮(২৭) সঞ্জু স্যামসন বনাম দক্ষিণ আফ্রিকা, ডারবান ২০২৪*
- ৫৭ (২৪) যুবরাজ সিং বনাম পাকিস্তান, আহমেদাবাদ ২০১২
২) আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দুটি ইনিংসে শতরান করলেন সঞ্জু স্যামসন। এক নজরে সম্পূর্ণ তালিকা-
- গুস্তাভ ম্যাককিওন (ফ্রান্স)
- রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
- ফিল সল্ট (ইংল্যান্ড)
- সঞ্জু স্যামসন (ভারত)*
৩) চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে একাধিক আন্তর্জাতিক টি-২০ শতরানের মালিক হলেন সঞ্জু স্যামসন। তালিকায় রয়েছেন-
- রোহিত শর্মা- ৫টি শতরান
- সূর্যকুমার যাদব- ৪টি শতরান
- কে এল রাহুল- ২টি শতরান
- সঞ্জু স্যামসন- ২টি শতরান *
৪) আজ ১০টি ছক্কায় নিজের ইনিংস সাজান সঞ্জু। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বৈরথে এক ইনিংসে এত বেশী ছক্কা আর কোনো ব্যাটার মারেন নি। সঞ্জু পিছনে ফেললেন রাইলি রুশো ও সূর্যকুমার যাদবকে। দুজনেই ৮টি করে ছক্কা মেরেছিলেন।
৫) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনো ভারতীয়র দ্রুততম টি-২০ শতরানটি এলো আজ। সঞ্জু স্যামসন পিছনে ফেললেন সূর্যকুমার যাদবকে। ৫৫ বলে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছিলেন সূর্য। আজ সঞ্জু করলেন ৪৭ বলে।
৬) এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ সংখ্যক ২০০+ রান তোলার রেকর্ড আরও একবার স্পর্শ করলো টিম ইন্ডিয়া।
- বার্মিংহ্যাম বেয়ারস- ৭ (২০২২)
- ভারত- ৭ (২০২৩)
- জাপান- ৭ (২০২৪)
- ভারত- ৭ (২০২৪)*
৭) টি-২০তে ভারতের আগুনে ফর্ম অব্যাহত। এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ সংখ্যক জয়ের নিরিখে তৃতীয় স্থানে উঠে এলো তারা।
- ২৯টি জয়- উগান্ডা (২০২৩)
- ২৮টি জয়- ভারত (২০২২)
- ২২টি জয়- ভারত (২০২৪)*
- ২১টি জয়- তাঞ্জানিয়া (২০২১)
- ২০টি জয়- পাকিস্তান (২০২০)