IND vs SA: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিপর্যস্ত হওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া (IND vs SA)। যদিও লাল বলের ফর্ম্যাটে যে ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করেছেন তাঁদের মধ্যে কেউই প্রোটিয়াদের বিপক্ষে নামছেন না। ডারবানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াতে (Team India) দেখা যাবে একঝাঁক নতুন মুখ’কে। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলদের মত অভিজ্ঞ তারকারা যেমন থাকবেন, তেমনই স্পটলাইট কেড়ে নিতে পারেন রিঙ্কু সিং, তিলক বর্মা, আর্শদীপ সিং-রা। পিচের কথা মাথায় রেখে চার পেস বিকল্প’কে একাদশে রাখতে পারেন অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিলো প্রোটিয়াদের। সেই ম্যাচের বদলার লক্ষ্য সামনে রেখেই ডারবানের মাঠে নামতে পারেন ক্লাসেন (Heinrich Klaasen), মার্করাম’রা। জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটজনতা।
Read More: বাচ্চা ভেবে ভুল করেছিলো KKR, একার হাতে বাংলাদেশকে গুঁড়িয়ে দিলেন এই বোলার !!
IND vs SA ম্যাচের ক্রীড়াসূচি-
প্রথম টি-২০ ম্যাচ
তারিখ- ০৮/১১/২০২৪
ভেন্যু- কিংসমিড স্টেডিয়াম, ডারবান
সময়- রাত ৮টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Kingsmead Pitch Report (পিচ রিপোর্ট)-
ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। এখানে সাধারণত বোলিং সহায়ক বাইশ গজ’ই চোখে পড়ে। বিশেষ সুবিধা পেয়ে থাকেন পেস বোলাররা। পাওয়ার প্লে’তে নতুন বল সামলাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ব্যাটারদের। এখানে আজ অবধি ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৮টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে, আর ৮টিতে রান তাড়া করে এসেছে সাফল্য। বাকি দুই ম্যাচের মধ্যে একটি টাই হয়েছে এবং অন্যটি থেকেছে অমীমাংসিত। এখানে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা তুলেছিলো ২২৬। ডারবানের মাঠে সর্বনিম্ন স্কোরের নজির কেনিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা অল-আউট হয়েছিলো ৭৩ রানে। এখানে প্রথম ইনিংসের গড় ১৫৩, দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৩৫-এ। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারেন।
Durban Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
শুক্রবার দক্ষিণ আফ্রিকার ডারবানে মুখোমুখি হওয়ার কথা ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA)। গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি চলছে সেখানে। আশঙ্কার মাঝেও খানিক স্বস্তি মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। আবহাওয়াবিদ্’রা জানিয়েছেন যে আকাশ সম্পূর্ণভাবে মেঘাচ্ছন্ন থাকবে ঠিকই, তবে শুক্রবার সম্ভবত বৃষ্টিপাত হবে না ডারবানে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৪ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। এছাড়া ম্যাচের সময় ৩২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে।
IND vs SA, টি-২০ হেড টু হেড-
কুড়ি-বিশের ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ২৭ বার মাঠে নেমেছে একে অপরের বিরুদ্ধে। ১৫টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে প্রোটিয়াদের জয়ের সংখ্যা ১১। একটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। ঘরের মাঠে ‘মেন ইন ব্লু’র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজিমাত করেছে ৫টি ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে তাদের জয়ের সংখ্যা ৬। এছাড়া নিরপেক্ষ ভেন্যুতে ৪ বার জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার ১১টি জয়ের মধ্যে ৩টি এসেছে দেশের মাটিতে। ভারতের বিরুদ্ধে ৬টি অ্যাওয়ে ম্যাচ জিতেছে তারা। নিরপেক্ষ ভেন্যুতে জয়ের সংখ্যা ২।
IND vs SA লাইভ স্ট্রিমিং-
জিও সিনেমা ও ওয়েবসাইটে বিনামূল্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজের ম্যাচগুলি সম্প্রচার করা হবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, যশ দয়াল, বরুণ চক্রবর্তী, আবেশ খান।
দক্ষিণ আফ্রিকা (SA)-
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রায়ান রিকলটন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড ক্যুৎসিয়ে, ওর্টনিল বার্টম্যান, কাবা পিটার।