IND vs PAK: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। নিহত হন ২৬ জন। আহত হন অনেকে। জবাবে ৭ মে ভোররাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় ক্ষেপনাস্ত্রের মাধ্যমে। জঙ্গিদমনে ব্যর্থ পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করে ভারতের মাটিতে। যদিও তাদের ক্ষেপনাস্ত্র’কে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিলো ভারতীয় সেনার এস ৪০০ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। বেশ কিছুদিন চলে সংঘর্ষ। শেষমেশ ১০ তারিখ যুদ্ধবিরতির ঘোষণা করে দুই দেশ। রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এমনিতেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো নয়। পহলগাম হামলার পর আরও তলানিতে ঠেকেছে তা। যার প্রভাব পড়েছে ক্রিকেটের বাইশ গজেও।
Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই এলো বড় খবর !!
পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত-

আজ ইংল্যান্ডের এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারত ও পাকিস্তানের (IND vs PAK) কিংবদন্তি ক্রিকেটারদের। পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ক্রিকেট মাঠে আদৌ দুই দেশের মধ্যে সহজ সম্পর্ক ফেরে কিনা তা দেখতে উদগ্রীব ছিলেন অনেকেই। কিন্তু এই মুহূর্তে তা যে সম্ভব নয় তা স্পষ্ট হয়েছে ভারতীয় তারকাদের সিদ্ধান্তে। হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, শিখর ধাওয়ানদের মত অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) মাঠে নামবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ধাওয়ান গতকাল এক ট্যুইট বার্তায় জানান, “যে পদক্ষেপ ১১ মে নিয়েছিলাম আজও সেখানেই অনড় রয়েছি। আমার দেশে আমার জন্য সবকিছু,। দেশের থেকে এগিয়ে কিছুই নেই। জয় হিন্দ।” তিনি যে ই-মেল করে উদ্যোক্তাদের সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন তার স্ক্রিনশট’ও পোস্ট করেছেন প্রাক্তন ওপেনার।
Jo kadam 11 May ko liya, uspe aaj bhi waise hi khada hoon. Mera desh mere liye sab kuch hai, aur desh se badhkar kuch nahi hota.
Jai Hind! 🇮🇳 pic.twitter.com/gLCwEXcrnR
— Shikhar Dhawan (@SDhawan25) July 19, 2025
ভারতীয় তারকাদের আপত্তিতে শেষমেশ ম্যাচ (IND vs PAK) বাতিলের পথেই হেঁটেছে প্রতিযোগিতার উদ্যোক্তারা। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে তারা জানিয়েছে, “সকলকে জানাতে চাই যে আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমাদের একমাত্র উদ্দেশ্য অনুরাগীদের কিছু ভালো মুহূর্ত উপহার দেওয়া। পাকিস্তান হকি দল ভারতে আসছে এবং সম্প্রতি ভারত-পাক একটি ভলিবল ম্যাচ আয়োজিত হওয়ার খবর শোনার পর আমরা ভেবেছিলাম যে WCL-এও ভারত বনাম পাকিস্তান ম্যাচটি রাখার-বিশ্বের নানা প্রান্তের বহু মানুষকে কিছু সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য। কিন্তু তা করতে গিয়ে হয়ত আমরা অনেকের ভাবাবেগে আঘাত করে ফেলেছি। পাশাপাশি ভারতীয় কিংবদন্তিদেরও আঘাত দিয়েছি যারা দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন। তাই আমরা এই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
দেখে নিন সম্পূর্ণ বিবৃতিটি-
Dear all , pic.twitter.com/ViIlA3ZrLl
— World Championship Of Legends (@WclLeague) July 19, 2025
অনিশ্চিত এশিয়া কাপ’ও-

ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দড়ি-টানাটানিতে অনিশ্চিত এশিয়া কাপের ভবিষ্যত’ও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী আয়োজক দেশের দায়িত্ব পাওয়ার কথা ছিলো ভারতের। কিন্তু ভেন্যু সংক্রান্ত জটিলতা এড়াতে তা সংযুক্ত আরব আমরশাহীতে স্থানান্তরিত করার ঘোষণা করা হয়েছিলো আগেই। কিন্তু তা সত্ত্বেও সেপ্টেম্বরে এশিয়া কাপ (Asia Cup 2025) হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। পাকিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়াকে খেলার ছাড়পত্র কেন্দ্রীয় সরকার দেবে কিনা তা স্পষ্ট নয়। এমতাবস্থায় আগামী ২৪ ও ২৫ জুলাই বাংলাদেশের ঢাকাতে এসিসি’র বৈঠকে টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। কিন্তু সেই বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছে বিসিসিআই। যদি বৈঠকের ভেন্যু বদল না করা হয় সেক্ষেত্রে এশিয়া কাপ বয়কটেরও হুমকি দিয়েছে তারা। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান’ও।