১. ১৮৩ (২০১২ এশিয়া কাপ, মীরপুর, বাংলাদেশ)
দুই ওপেনারের শতরানে ভর করে ২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৩৩০ রানের বিরাট লক্ষ্যমাত্রা বেঁধে দেয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ব্যাক্তিগত ০ রানে হারায় গৌতম গম্ভীরকে। তারপরেই বাইশ গজে আগমন কোহলির।মারকাটারি ইনিংস খেলে ভারতকে শুধু ম্যাচে ফেরাননি সেদিন, বরং ১৩ বল বাকি থাকতে ম্যাচও ভারত পকেটে পুরে নেয়। কোহলির (Virat Kohli) ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংসে ছিলো ১ টি মাত্র ছক্কা আর ছিলো ২২ টি চার। বিরাটবিক্রমে পাকিস্তান বোলিং মাথাই তুলে দাঁড়াতে পারে নি।
Read More: “বিশ্বকাপ নয়, নিজের সুস্থতা জরুরী” .. জাসপ্রিত বুমরাহকে নিয়ে রোহিত শর্মার বয়ানে জিতে নিল সকলের হৃদয় !!