২. ৫৫* (২০১৬ টি-২০ বিশ্বকাপ, ইডেন গার্ডেন্স, ভারত)
ম্যাচ জিতিয়ে দর্শকাসনে বসা শচীন তেন্ডুলকার, বিরাট কোহলির কুর্নিশ জানানোর সেই দৃশ্য ভারতীয় ক্রিকেটের আর্কাইভে অমর হয়ে রয়েছে। বৃষ্টিভেজা ইডেন পিচ আর এলোমেলো হাওয়া ২০১৬ টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচকে বানিয়ে ফেলেছিলো ব্যাটারদের বদ্ধভূমি। প্রথমে ব্যাট করে মাত্র ১১৮ রানে গুটিয়ে গেছিলো পাকিস্তানের ইনিংস। সহজেই ভারত এই ম্যাচ জিতবে ভাবতে থাকা ইডেনের ৬৮ হাজার জনতাকে স্তব্ধ করে দিয়েছিলো মহম্মদ আমিরের একটা স্পেল। দ্রুত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিং এর রক্ষাকর্তা হয়ে তখন আগমন বিরাট কোহলির। দর্শকদের সুইং-এর বিপক্ষে এক ব্যাটিং ম্যানুয়ালের সাক্ষী রেখে ৭টি চার আর ১টি ছয় সহ কোহলির (Virat Kohli) ৩৭ বলে অপরাজিত ৫৫ সেদিন শুধু ভারতকে ম্যাচই জেতায়নি, টি-২০ ইতিহাসে অমর হয়ে রয়ে গিয়েছে।