৩. ১০৭ (২০১৫ ODI বিশ্বকাপ, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বাউন্সি উইকেটে ২০১৫ সালের বিশ্বকাপের পুল-বি’র ম্যাচে পাকিস্তানি পেসারদের বিরুদ্ধে কোহলির ব্যাটিং মনে রাখেননি এমন ক্রিকেটভক্ত কমই আছেন। প্রথমে শিখর ধাওয়ান ও পরে সুরেশ রায়নার সাথে জুটি বেঁধে কোহলির ১২৬ বলে ১০৭ রানের চমৎকার ইনিংসটি ভারতকে ৩০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। ৮ টি চারে সাজানো ইনিংসটির প্রতি দায়িত্ববান কোহলির (Virat Kohli) ব্যাটিং মাধুর্য্যের ছাপ দেখা যায়। জবাবে পাক ইনিংস থামে ২২৪ এ। ম্যাচের সেরা হন বিরাট’ই।