শচীন পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালে প্রথমবার তিনি নজর কেড়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের। দিল্লীর বিরাটের অধিনায়কত্বেই অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলো ভারতীয় দল। ঐ বছরই জাতীয় দলের হয়ে ওয়ান ডে অভিষেক হয় তাঁর। এরপর টি-২০ ও টেস্টেও শুরু করেন পথচলা। দেড় দশকেরও বেশী সময় আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় রয়েছেন তিনি। ভেঙেছেন, গড়েছেন একের পর এক রেকর্ড। ২৬০০০-এর বেশী আন্তর্জাতিক রানের মালিক তিনি। স্বয়ং শচীন তেন্ডুলকরকে সরিয়ে একদিনের ক্রিকেটে হয়েছেন সর্বোচ্চ শতরানের মালিক। দেশের হয়ে ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপের ত্রিমুকুট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। টিম ইন্ডিয়ার ‘মসীহা’ বিরাট আজ অর্থাৎ ৫ নভেম্বর পা দিলেন ৩৬ বছরে। জন্মদিনের শুভলগ্নে একনজরে দেখে নেওয়া যাক চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সেরা কিছু ইনিংস-
৫. ৭৮* (২০১২ টি-২০ বিশ্বকাপ, কলম্বো, শ্রীলঙ্কা)-
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান।প্রথমে ব্যাট করে ১০ উইকেটের বিনিময়ে পাকিস্তান করে ১২২ রান। ১২৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত সহজেই দু’ই উইকেট হারিয়ে হয় তুলে নেয়। ভারতের জয়কে সহজ করে দেয় ৮ টি চার ও ২ টি ছক্কায় সাজানো কিং কোহলির (Virat Kohli) ৬১ বলে ৭৮* রানের ইনিংসটি।