আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার পরেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর এই বিশ্বকাপের মূল আকর্ষণ হতে চলেছে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ (IND vs PAK)। আগামী ৯ জুন পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছেন এই দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে কেবলমাত্র একবার নয় দুইবার দেখা যাবে ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ।
শুধু ছেলেদের বিশ্বকাপে নয় মহিলাদের T20 বিশ্বকাপেও দেখা যাবে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ (IND vs PAK)। প্রতিবেশী দেশ বাংলাদেশে মহিলাদের T20 বিশ্বকাপ শুরু হতে চলেছে। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। ১৮ দিন ধরে চলবে ২৩টি ম্যাচ। প্রতিটি দলকে চারটি করে গ্রুপ ম্যাচ খেলতে হবে। এরপর উভয় গ্রুপের সেরা দুই দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। ঢাকার শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ B’র ম্যাচ গুলি দেখা যাবে ও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে A গ্রুপের বিশ্বকাপের ম্যাচ গুলি অনুষ্টিত হবে।
Read More: IPL 2024: “বে##&&$$…” মেজাজ হারালেন বিরাট কোহলি, অকথ্য গালিগালাজ প্রাক্তন সতীর্থকে !!
বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছেন ভারত-পাকিস্তান
বিশ্বকাপের জন্য ভাগ করা হয়েছে দুটি গ্রুপ, দুই গ্রুপে রয়েছে ৫টি করে দল। প্রথম গ্রুপে রয়েছে ভারতীয় দল, তাছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সহ নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১’এর দলটি থাকতে চলেছে। দ্বিতীয় গ্রুপে হোস্ট কান্ট্রি বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার-২। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে।
এরপর ৬ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া (IND vs PAK)। পাশাপাশি, ৯ অক্টোবর কোয়ালিফায়ার-১-এর মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আর ভারতীয় দল তাদের শেষ গ্রুপ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ অক্টোবর মুখোমুখি হতে চলেছে। এরপর সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ অক্টোবর। এবং ২০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। যদিও সেমিফাইনাল ও ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডের ব্যাবস্থা।