IND vs PAK: ক্রিকেটের দুনিয়ায় তীব্রতম প্রতিদ্বন্দ্বিতা কোনটি? কোনো ক্যুইজের আসরে এই প্রশ্নটি এলে শতকরা আশিভাগ উত্তরদাতা বলবেন ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) কথা। রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট এই প্রতিদ্বন্দ্বিতাতে বাড়তি মাত্রা যোগ করে। প্রাক্তন ক্রিকেটার টম মুডি (Tom Moody) অবধি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথের থেকে ঢের এগিয়ে রেখেছেন ভারত-পাক লড়াইকে। তিনি জানিয়েছেম, “অ্যাসেজের থেকে অনেক এগিয়ে এই ম্যাচটা। এর পিছনে একটা দুর্দান্ত কাহিনী রয়েছে। আর দুটো দেশেই ক্রিকেটের জন্য ভালোবাসা রয়েছে প্রচুর।” কূটনৈতিক কারণে ২০১২ থেকে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। তা নিয়ে ওয়াঘা সীমান্তের দু পাড়েই ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে আক্ষেপ।
সিনিয়র ক্রিকেটে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। ২০২২-এর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এর এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মত প্রতিযোগিতায় দেখা গিয়েছে ক্রিকেটের এল-ক্লাসিকো। পাল্লা ভারী থেকেছে ভারতের দিকেই। ২০২৩-এর এশিয়া কাপের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো। বাকি সবকটিই জিতেছে টিম ইন্ডিয়া। ২০২৪-এর জুন মাসে কোহলি (Virat Kohli), রোহিতদের মুখোমুখি হওয়ার কথা শাহীন-বাবরদের। আইসিসি’র তরফে টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে, তা অনুযায়ী ৯ জুন নিউ ইয়র্কে আয়োজিত হবে এই মহাদ্বৈরথ। তবে ভারত-পাক লড়াইয়ের উত্তেজনা উপভোগ করতে জুন অবধি অপেক্ষা নাও করতে হতে পারে সমর্থকদের। চলতি অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপেই দেখা হতে পারে দুই পক্ষের।
Read More: বিরাট নাকি রোহিত? পছন্দের টেস্ট অধিনায়ক বেছে নিলেন ইরফান পাঠান !!
রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারালো পাকিস্তান-
গতকাল অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও পাকিস্তান (BAN vs PAK)। দুই প্রাক্তন চ্যাম্পিয়নেরই সামনে সুযোগ ছিলো সেমিফাইনালে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়ায়। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনি’র মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বেশ বেকায়দায় পড়েছিলো পাকিস্তান। নবম ওভারে শামিল হুসেনকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রহমতদৌলা বর্ষণ (Rahmat Doulah Borson)। গতকালের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। পরপর ফেরান আজান আওয়েস, আহমেদ হাসান’কে। ওপেন করতে নেমে খানিক লড়াই করার চেষ্টা করেছিলেন শাহজেব খান। তাঁর ৬৭ বলে ২৬ রানের ইনিংসে ইতি টানেন শেখ পারভেজ জীবন।
বর্ষণের সাথে জুটি বেঁধে চমকপ্রদ পারফর্ম করলেন শেখ পারভেজ জীবন’ও (Sheikh Parvez Jibon)। পাকিস্তান মিডল অর্ডারে ধস নামান তিনি। হারুন আশফাক, আলি আশফান্দ, উবেইদ শাহকেও সাজঘরে ফেরান তিনি। ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৪ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। টপ অর্ডারকে ধাক্কা দেওয়ার পর ৪০তম ওভারে ফিরে এসে আহমেদ জিশানকে আউট করেন রহমতদৌলা বর্ষণ (Rahmat Doulah Borson)। ৮ ওভারে ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনিও। ৪১তম ওভারে মাহফুজুর রহমান রাব্বি’র বলে আরাফাত মিনহাস ফিরতেই যবনিকা পড়ে পাক ইনিংসে। ৪০ বলে ৩৪ করে পাকিস্তানকে আশার আলো দেখান আরাফাত। ১৫৫ রানে শেষ হয় পাক ইনিংস।
সেমিফাইনালে জায়গা করে নিতে হলে ৩৮.১ ওভারের মধ্যে ম্যাচ জিততে হত বাংলাদেশকে। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে আশা জাগিয়েছিলেন তরুণ টাইগাররা। কিন্তু তীরে এসে তরী ডোবার ট্র্যাডিশন ভাঙতে পারলেন না সদ্য অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ জয়ীরা। আশিকুর রহমান শিবলি, জিশান আলম, আরিফুল ইসলাম’রা ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেন নি দক্ষিণ আফ্রিকার মাঠে। বাংলাদেশ ব্যাটিং-এর মেরুদণ্ডে আঘাত করেন উবেইদ শাহ। ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন তিনি। শেষমেশ মরণপণ লড়াই করেন রহমতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা (Maruf Mirdha)। কিন্তু লক্ষ্যের ৬ রান আগেই গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। বল হাতে ৪ উইকেটের পর ব্যাট হাতেও অপরাজিত ২১ করেন বর্ষণ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় দাম পেলো না তাঁর লড়াই।
ফাইনালে দেখা যেতে পারে ভারত-পাক দ্বৈরথ-
ভারত এবং পাকিস্তান, উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তিই জায়গা করে নিয়েছে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের শেষ চারে। সেমিফাইনালের লড়াইতে ভারত মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের প্রতিপক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের বাধা পেরোতে পারলেই খেতাবী যুদ্ধে মুখোমুখি হওয়ার সম্ভাবনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। উদয় সাহারাণের (Uday Saharan) নেতৃত্বাধীন ভারতীয় যুব দল গোটা টুর্নামেন্টে এখনও অপরাজিত, দুরন্ত ছন্দে রয়েছে তারা। প্রোটিয়াদের ঘরের মাঠে খেলা হলেও সেমিফাইনালে’ফেভারিট’ হিসেবে সম্ভবত মাঠে নামবে ভারতই। পক্ষান্তরে, যেভাবে কম রানের পুঁজি নিয়েও বাংলাদেশকে হারালো পাকিস্তান, তা শেষ চারের যুদ্ধে মানসিকভাবে তাদের যে ভালো জায়গায় রাখবে তা নিশ্চিত। সুতরাং ফাইনালে ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথের সম্ভাবনা থাকছে পুরোমাত্রায়।
ভারত অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছে সর্বোচ্চ পাঁচবার। এবার ষষ্ঠ খেতাব জিতে তারা চাইবে বাকিদের থেকে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিতে। সম্প্রতি এশিয়া কাপ (U-19 Asia Cup) ফাইনালে হারতে হয়েছে মুশির খান (Musheer Khan), শচীন ধাস, উদয় সাহারাণদের। সেই যন্ত্রণাও কাটিয়ে ওঠার লড়াই থাকবে তাদের। পাকিস্তান খেতাব জিতেছে দুইবার। তৃতীয় ট্রফি জিতে প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দল হিসেবে অস্ট্রেলিয়ার সাথে একই আসনে বসার চেষ্টা থাকবে তাদের। যদি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বাধা কাটিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয় তারা, তাহলে উবেইদ শেখ, আরাফাত মিনহাসদের (Arafat Minhas) ভরসা যোগাবে পরিসংখ্যান। আজ অবধি একবারই অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারত-পাক ফাইনাল হয়েছে। ২০০৬ সালে কলম্বতে সেই ম্যাচ জিতেছিলো পাক শিবিরই।