Asia Cup 2023

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময় দড়ি টানাটানির পর অবশেষে জট কেটেছে পুরুষদের সিনিয়র দলের এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) ক্যালেন্ডার অনুযায়ী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিলো পাকিস্তানের হাতে। কিন্তু ওয়াঘা সীমান্তের ওপারে যেতে ভারত আপত্তি তোলে। বিসিসিআই-এর সচিব জয় শাহ (Jay Shah) সরাসরি জানিয়ে দিয়েছিলেন কোনো অবস্থাতেই পাকিস্তানের মাটিতে পা রাখবে না টিম ইন্ডিয়া। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয় ক্রিকেট নিয়ে বাদানুবাদ। জটিলতা কাটাতে বেশ কয়েকবার বৈঠক ডেকেছে এসিসি। দীর্ঘ আলাপ-আলোচনার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপ করার ব্যাপারে স্বীকৃতি দিয়েছে এশীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। পাকিস্তানের সাথে সাথে এশিয়া কাপের আসর বসতে চলেছে শ্রীলঙ্কাতেও। পাকিস্তান পাচ্ছে ৪ ম্যাচ, আর নক-আউট পর্ব-সহ নয় ম্যাচ যাচ্ছে শ্রীলঙ্কায়।

এখনও অবধি পূর্ণাঙ্গ ক্রীড়াসূচী সামনে না এলেও ছয় দলের এশিয়া কাপ (Asia Cup 2023) যে আগামী ৩১ অগস্ট শুরু হবে এবং চলবে সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ অবধি, তা জানিয়ে দিয়েছে এসিসি। তার আগে শ্রীলঙ্কারই মাঠে আগামী প্রজন্মের তারকাদের নিয়ে এমার্জিং টিমস এশিয়া কাপ (Emerging Teams Asia Cup) আয়োজন করছে তারা। ১৩ থেকে ২৩ জুলাই চলবে প্রতিযোগিতা। ভারত-এ ছাড়াও অংশ নিয়েছে বাংলাদেশ, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যুব দল।

দিনকয়েক আগে মেয়েদের এমার্জিং টিম এশিয়া কাও জিতেছে ভারত। পুরুষদের টুর্নামেন্টেও যশ ধূলের (Yash Shull) নেতৃত্বে টিম ইন্ডিয়া ট্রফি ঘরে আনতে পারে কিনা নজর রয়েছে সেই দিকে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহী-এ এবং নেপালের বিরুদ্ধে সহজেই জিতেছে ‘বয়েজ ইন ব্লু।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এই মহারণের হাল-হকিকত রইলো এই প্রতিবেদনে।

Read More: TOP 3: ফর্ম নয়, বরং BCCI-এর বদান্যতায় চলছে টিম ইন্ডিয়ার এই ৩ ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার !!

দুরন্ত ছন্দে রয়েছে তরুণ ভারতীয় দল-

INDIA-A | ACC Emerging Teams Asia Cup | Image: Getty Images
INDIA-A | Image: Getty Images

ভারতের অনূর্দ্ধ-১৯ দলের প্রাক্তন অধিনায়ক যশ ধূলকে (Yash Dhull) অধিনায়ক করে শ্রীলঙ্কায় ভারত-এ দলকে পাঠিয়েছে বিসিসিআই। সাই সুদর্শন (Sai Sudarshan), হর্ষিত রানা, অভিষেক শর্মা, রিয়ান পরাগ-দের (Riyan Parag) মত ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন ভারতীয় দলে। আপাতত গ্রুপ-বি’তে শীর্ষেই রয়েছে ভারত। কোয়ালিফাই করে গিয়েছে নক-আউট পর্বে। সংযুক্ত আরব আমিরশাহী-এ এবং নেপালের বিরুদ্ধে যে দুই ম্যাচে তারা মাঠে নেমেছে দুটিতেই সহজ জয় তুলে নিয়েছে ভারতের যুবা দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে টিম ইন্ডিয়া রুখে দেয় ১৭৫ রানে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে সংযুক্ত আরব আমিরশাহী। জবাবে ২৬ ওভার ৩ বলেই প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত-এ। অধিনায়ক যশ ধূল অপরাজিত ১০৮ রান করে জয়ের নায়ক হন।

প্রথম খেলায় ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে জয়ের ব্যবধান বাড়ায় ভারতীয় দল (India-A)। ৩৯.২ ওভারে মাত্র ১৬৭ রানেই শেষ হয়ে গিয়েছিলো নেপালের ইনিংস। জবাবে সহ-অধিনায়ক অভিষেক শর্মার (Abhishek Sharma) ৮৭ এবং সাই সুদর্শনের (Sai Sudarshan) অপরাজিত ৫৮ রানের বদান্যতায় সহজেই জয়সূচক রান তুলে নেয় ভারত। বল হাতে নিশান্ত সিন্ধু (Nishant Sinfhu) নেন ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট। ৯ উইকেটের ব্যবধানে জিতে গ্রুপে শীর্ষস্থান দখল করে ভারতের তরুণরা।

তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে পাকিস্তান-এ দলের। নামে পাকিস্তান-এ হলেও স্কোয়াডে শাহনওয়াজ দাহানি (Shahnawaz Dahani), মহম্মদ ওয়াসিম জুনিয়র (Mohammad Wasim Jr.) মহম্মদ হারিসের (Moahmmad Haris) মত সিনিয়র দলের বেশ কয়েকজনকে পাঠিয়েছে তারা। সুতরাং লড়াই সহজ হবে না। তবুও ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারের লড়াইতে নামতে চাইবে ভারত-এ।

IND-A vs PAK-A ম্যাচের সময়সূচী-

টুর্নামেন্ট- এমার্জিং টিমস এশিয়া কাপ

তারিখ- ১৯/০৭/২০২৩

ভেন্যু- আর প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো

সময়- দুপুর ২টো (ভারতীয় সময়)

Live Streaming Details-

এমার্জিং টিমস এশিয়া কাপের মঞ্চে ভারত-এ বনাম পাকিস্তান-এ মহারণ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ক্রিকেট অনুরাগীরা ফ্যানকোড অ্যাপেও দেখতে পারবেন এই জমজমাট ক্রিকেট ম্যাচ।

R.Premadasa Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

R. Premadasa Stadium, Colombo | Emerging Teams Asia Cup | Image: Twitter
R. Premadasa Stadium, Colombo | Image: Twitter

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত আর প্রেমদাসা স্টেডিয়ামে উপমহাদেশের অধিকাংশ মাঠের মতই স্পিনাররা অধিক সাহায্য পাবেন। ব্যাটিং দলকে পাওয়ার প্লে’তে নতুন বলের ফায়দা তোলার প্রচেষ্টা করতে হবে। এই মাঠে ভারতের যশ ধূল (Yash Dhul) বা পাকিস্তানের মহম্মদ হারিস (Mohammad Haris), যিনিই টস জিতুন না কেনো, প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষের উপর বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার প্রয়াস থাকবে।

দুই দলের সম্পূর্ণ স্কোয়াড-

INDIA-A-

যশ ধূল (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), সাই সুদর্শন, নিকিন জোসে, প্রদোষ রঞ্জন পাল, নিশান্ত সিন্ধু, মানব সুতার, যুবরাজ সিং দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতিশ কুমার রেড্ডি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রিয়ান পরাগ।

PAKISTAN-A-

মহম্মদ হারিস (অধিনায়ক/ উইকেটরক্ষক), ওমর ইউসুফ (সহ-অধিনায়ক), আমাদ বাট, আর্শাদ ইকবাল, হাসিবুল্লাহ খান, কামরান গুলাম, শাহনওয়াজ দাহানি, মেহরান মুমতাজ, মুবাসির খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আক্রম, সাহিবজাদা ফারখান, সাইম আয়ুব, সুফিয়ান মুকিম, তৈয়াব তাহির।

Also Read: “ও ক্রিকেটকে ধ্বংস করে দেবে…”, এই খেলোয়াড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ইরফান পাঠান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *