এম এস ধোনি
ভারতীয় ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের একমাত্র সফল অধিনায়ক যিনি আইসিসি অনুমোদিত ৩টি বড়ো ট্রফি জয়লাভ করেছেন। বিশ্ব ক্রিকেট সেরা ফিনিশার তথা ক্যাপ্টেন কুল নামে পরিচিত এম এস ধোনি যেমন তার চিরাচরিত ব্যাটিং মেজাজের জন্য বিখ্যাত ঠিক তেমনি উইকেটের পেছনে দাঁড়িয়ে সব থেকে দ্রুততম স্ট্যাম্পিঙেও তার বিকল্প এখনো কেউ তৈরি হয়নি বলেই জানা যায়। প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক যেমন ঠান্ডা মাথায় দল পরিচালনা করতেন ঠিক তার পাশাপাশি ব্যাট হাতেও এক বহু ম্যাচ জেতানো ইনিংস ভারতীয় দলকে বহুবার উপহার দিয়েছেন। ধোনির অধিনায়কত্বে ভারতীয় দল বহুবার পাকিস্তান দলকে পরাজিত করেছে সে কথা আমরা সবাই জানি।