IND vs NZ: আজ তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হয়েছিলো টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে থেকেই চাপে ছিলো ভারতীয় দল। টি-২০ সিরিজে ১-০ ফলে জয় ছিনিয়ে নেওয়ার পর কিউইদের দেশে জয়যাত্রা অব্যাহত রাখতে চেয়েছিলো ভারত। বিরাট, রোহিতদের মত সিনিয়র’রা না থাকলেও তরুণ প্রতিভাদের ওপর ভরসা রেখেই জোড়া সিরিজ জিতে নেওয়ার আকাঙ্খা ছিলো ‘মেন ইন ব্লু’র। প্রথম ম্যাচে হেরে গিয়ে সব হিসেব উল্টেপালটে গিয়েছিলো বাইশ গজে কিউইদের পাশাপাশি এই সিরিজে ভারত’কে মোকাবিলা করতে হয়েছে প্রকৃতিরও। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় সিরিজ জয়ের আশা নিভেছিলো আগেই। আজ সমতা ফেরাতে ক্রাইস্টচার্চে তাই জিততেই হত ভারত’কে। টস জিতে আজকেও ভারত’কে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলাওরদের দাপটে বিশেষে সুবিধা করতে উঠতে পারেন নি তাঁরা। মাত্র ২১৯ রানে গুটিয়ে যায় ইনিংস। একমাত্র ভরসা ছিলো বোলিং। কিন্তু বৃষ্টি বাধ সাধলো শেষে। খেলা সম্পূর্ণ না হওয়ায় ১-০ ফলেই সিরিজ ঘরে তুলে নিলো নিউজিল্যান্ড দল। ম্যাচ শেষে জয়ের তৃপ্তি শোনা গেলো ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায়।
“এখন খানিক বিশ্রাম চাই” সিরিজ জিতে বলছেন উইলিয়ামসন-

ভারতের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতে উঠে তৃপ্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন(Kane Williamson )। বৃষ্টিতে সিরিজের দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছে। তবে শুরু থেকে শেষ অব্দি প্রতিটি ম্যাচেই চালকের আসনেই ছিলো নিউজিল্যান্ড দল। বেশ ভালো ক্রিকেট খেলেই সিরিজ পকেটে পুরে নিলো তারা। স্বভাবতই খুশি অধিনায়ক। সাফল্যের রেসিপি কি? প্রশ্নের উত্তরে জানালেন, “ যখনই খেলি, নিজেদের দক্ষতার পুরোটা দিই। সেরাটাই মাঠে দিতে চাই।” বৃষ্টির কারণে দুটি ম্যাচের ফলাফল না হওয়ায় খুশি নন কেন। তবে বলেছেন, “পরিত্যক্ত ম্যাচ গুলোতেই কিছু কিছু বিষয়ে আমাদের দল বেশ ভালো করেছে।” আজকের ম্যাচে ব্যাট করার সময় স্ট্র্যাটেজি কি ছিলো? পরিষ্কার করে দিয়েছেন উইলিয়ামসন। বলেছেন, “ জানতাম ২০ ওভার খেলা হলে তবেই এই ম্যাচে ফলাফল পাওয়া যাবে। তবে আমরা বুঝতে পারছিলাম বৃষ্টি আসতে চলেছে। গোটা সিরিজ জুড়েই বৃষ্টি যেন আমাদের তাড়া করছে।” পার্ট-টাইমার ড্যারিল মিচেল’কে(Daryl Mitchell) দিয়ে বল করিয়ে দারুণ সাফল্য পেলেন আজ। হঠাৎ মিচেল কেনো? বললেন, “ড্যারিল অনেক দিন ধরে বল করতে চাইছিলো। অ্যাডাম মিলনের খানিক চোট লাগায় ওকে ব্যবহার করলাম আজ।” আগামীর পরিকল্পনা কি? টানা ক্রিকেট খেলে ক্লান্ত উইলিয়ামসন বলেছেন, “আপাতত বিশ্রাম। বিশ্রাম খুবই জরুরী। তারপর টেস্ট ম্যাচ রয়েছে। ফোকাস থাকবে সেখানেই।”