shubman-set-to-miss-1st-ind-vs-nz-test

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) খানিক অপ্রত্যাশিত ভাবেই হেরে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে টানা ছয়টি টেস্ট ম্যাচ জেতার পর হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের। বৃষ্টিভেজা মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তই ব্যুমেরাং হয়েছে ভারতীয় দলের জন্য। তারা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৪৬ রানে। জবাবে নিউজিল্যান্ড ছিনিয়ে নেয় ৩৫৬ রানের লিড। তৃতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করে ভারত তোলে ৪৬২। কিন্তু যথেষ্ট হয় নি তা। ১০৭ রানের লক্ষ্য পঞ্চম দিনের প্রথম সেশনেই ছুঁয়ে ফেলেন কিউইরা। ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে এসেছে প্রথম অ্যাওয়ে টেস্ট জয়। তা সত্ত্বেও নিশ্চিন্ত হতে পারছে না ব্ল্যাক ক্যাপসরা। পুণেতেও তারকা ব্যাটার কেন উইলিয়াসনকে ছাড়াই নামতে হবে তাদের।

Read More: IPL 2025: কেএল রাহুলের বিদায় নিশ্চিত, নতুন অধিনায়ক খুঁজে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

দ্বিতীয় টেস্টেও নেই কেন উইলিয়ামসন-

Kane Williamson | IND vs NZ | Image: Getty Images
Kane Williamson | Image: Getty Images

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs NZ) দুই টেস্টের সিরিজে অংশ নিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক কেন উইলিয়াসন (Kane Williamson)। কিন্তু এরপরেই চোটের কবলে পড়েন তিনি। কুঁচকিতে আঘাত রয়েছে তাঁর। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে (IND vs NZ) প্রথম টেস্টেও অংশ নিতে পারেন নি কিউই মহাতারকা। সেই সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিলো যে, “ভারতে ব্ল্যাক ক্যাপস টেস্ট স্কোয়াডের সাথে যোগ দেওয়ার আগে তাঁর কয়েকদিনের রিহ্যাব প্রয়োজন রয়েছে।” প্রধান নির্বাচক স্যাম ওয়েলস (Sam Wells) সেই সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “এখন বিশ্রাম ও রিহ্যাব’ই কেন-এর জন্য আদর্শ, না হলে চোট বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাবে।” উইলিয়ামসনের বিকল্প হিসেবে অলরাউন্ডার মার্ক চাপম্যানকে জুড়ে দেওয়া হয়েছিলো টেস্ট স্কোয়াডের সাথে।

বেঙ্গালুরু টেস্টের আগে ওয়েলস আশা প্রকাশ করেছিলেন যে পুণেতে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে ফিট হয়ে উঠবেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। কিন্তু তা হয় নি। ২৪ তারিখ থেকে শুরু খেলা। উইলিয়ামসনকে পাওয়া যাবে না বলেই ঘোষণা করেছেন কোচ গ্যারি স্টেড (Gary Stead)। তিনি জানান, “আমরা কেন-এর দিকে নজর রাখছি। ও উন্নতি করছে। তবে এখনও ১০০ শতাংশ সুস্থ নয়। আশা রাখছি আগামী দিনে ওর আরও উন্নতি হবে এবং ওকে তৃতীয় টেস্টে পাওয়া যাবে। আমরা ওকে সুস্থ হয়ে ওঠার জন্য যতটা সম্ভব সময় দিতে চাই। সাবধানী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি আমরা।” টেস্টে সাধারণত তিন নম্বরে ব্যাটিং করেন উইলিয়ামসন। বেঙ্গালুরুতে সেই পজিশনে ব্যাটিং করেছেন উইল ইয়ং (Will Young)। রান’ও পেয়েছেন তিনি। পুণের মাঠেও তাঁর উপরেই ভরসা করতে হবে কিউইদের।

ভারত পাচ্ছে শুভমান গিল’কে-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

ঘাড়ের পেশিতে টান লাগায় সিরিজের (IND vs NZ) প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন শুভমান গিল’ও (Shubman Gill)। তাঁর বদলে টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে করেন শূন্য। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৭০ রান। পুণেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আশার খবর মিলেছে ভারতীয় শিবিরের অন্দর থেকে। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ শুভমান। ২০ তারিখ চিন্নাস্বামীতে তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে। সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা’ও জানান, “এই মুহূর্তে তো শুভমান গিলকে ঠিকঠাকই লাগছে।”  সবকিছু ঠিকঠাক থাকলে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ভারতীয় ব্যাটিং অর্ডারের তিন নম্বরেই দেখা যাবে তাঁকে। দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন কে এল রাহুল। চার ও পাঁচ নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে যথাক্রমে কোহলি ও সরফরাজ খান’কে।

Also Read: IND vs NZ 1st Test: জমজমাট ম্যাচের মাঝেই কামড় আইসক্রিমে, দর্শকের কাণ্ড দেখে মস্করা রবি শাস্ত্রী’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *