IND vs NZ: আন্তর্জাতিক আঙিনায় হুঙ্কার উমরানের, গতিতে পরাস্ত করে ফিরিয়ে দিলেন ডেভন কনওয়ে'কে !! 1

IND vs NZ: টি-২০ সিরিজ জয়’কে পিছনে ফেলে একদিনের মোকাবিলায় নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত । অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে আজ জয় তুলতে মরিয়া দুই দল’ই। এগিয়ে আসছে একদিনের বিশ্বকাপ। তাই নিজেদের দল গুছিয়ে নেওয়ার মঞ্চ হিসেবে এই সিরিজ’কে ব্যবহার করতে চাইছে ‘টিম ইন্ডিয়া।’ দলের সাথে কিউই সফরে যান নি বিরাট কোহলি, রোহিত শর্মা’র মত অনেক সিনিয়র। একদিনের সিরিজে নেতার ভূমিকায় তাই শিখর ধাওয়ান। এতদিন নতুন প্রতিভাদের সুযোগ না দেওয়া নিয়ে আক্ষেপ ছিলো ভারতীয় ক্রিকেটজনতার মধ্যে। আজ সেই আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছেন শিখর। ইডেন পার্কে ভারতীয় একাদশে খেলছেন সঞ্জু স্যামসন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অর্শদীপ এবং উমরান মালিকের। জম্মু কাশীমের উমরান বল হাতে চুপ থাকলেন না বেশীক্ষণ। নিজের তৃতীয় ওভারেই একদিনের ক্রিকেটে নিজের নামের পাশে লিখে নিলেন উইকেট।

উমরানের গতি’তে বিদ্ধে কনওয়ে-

Umran Malik | image: Twitter
Umran Malik picked his first ODI wicket against New Zealand.

২০২২ আইপিএলে প্রথমবার ক্রিকেট বিশ্বের নজরে আসেন জম্মু-কাশ্মীরের পেস বোলার উমরান মালিক। নিয়মিত ১৫০ কিলোমিটার/ঘন্টা গতিতে বল করতে সক্ষম উমরান সানরাইজার্স জার্সিতে আইপিএল মাতিয়ে দিয়েছিলেন। দরুত তাঁকে জাতীয় দলে খেলানোর রব ওঠে। আয়ারল্যান্ড সফরে টি-২০ দলে খেললেও বিশেষ সাফল্য আসে নি। তারপর দীর্ঘদিন ছিলেন বাইরে। টি-২০ বিশ্বকাপ বা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ তে মেলেনি সুযোগ। অবশেষে আজ অকল্যান্ডের ইদেন পার্কে মাঠে নেমেছেন তিনি। আর নেমেই কিনা মাতিয়ে দিলেন নিজের গতি দিয়ে। অফ স্টাম্পের বাইরে উমরানের দ্রুতগতির বলে ড্রাইভ মারতে গিয়ে গতি’র কাছেই পরাস্ত হন কনওয়ে। বল কনওয়ের ব্যাটের কানায় লেগে পৌঁছে যায় উইকেটরক্ষক পন্থের দস্তানায়। দ্বিতীয় উইকেট হারালো নিউজিল্যান্ড। আর নিজের একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শিকার নিজের ঝুলিতে পুরলেন প্রতিভাবান উমরান।

দেখে নিন ডেভন কনওয়ের উইকেট’টি-

Video Can’t Play

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *