IND vs NZ: কানপুরের পর বেঙ্গালুরু, বৃষ্টির দাপটে ফের ক্ষতির মুখে টেস্ট ক্রিকেট। আজ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিলো ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘোর অনিশ্চয়তা আপাতত তা নিয়ে। সকাল ৯টা ৩০ মিনিটে টস আয়োজিত হওয়ার কথা ছিলো। কিন্তু বর্ষণের কারণে নির্দিষ্ট সময় হয় নি তা। গত কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হয়ে চলেছে। অফিস, দোকানপাট, স্কুল-কলেজ’ও বন্ধ রাখতে হয়েছে অনেক জায়গাতে। এর মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন যে কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া খবর অনুযায়ী মাঠ এখনও ঢাকা রয়েছে। খেলা কখন শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনও।
Read More: IND vs NZ: নিউজিল্যান্ডের সিরিজের পরে টেস্ট থেকে অবসর নিচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার !!
কানপুরে প্রথম দিন ৩৫ ওভার ক্রিকেট দেখা গিয়েছিলো। দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলেও চতুর্থ ও পঞ্চম দিন আবহাওয়া ভালো থাকায় এক রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে পেরেছিলেন গ্রিন পার্কের দর্শকেরা। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে যে বেঙ্গালুরুতে বুধ থেকে রবি-অর্থাৎ ম্যাচের পাঁচ দিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ছিলো নিউজিল্যান্ডের (AFG vs NZ)। বর্ষণের কারণে সেখানেও এক বল’ও খেলা এগোয় নি। বেঙ্গালুরুতেও তেমনটা দেখা যেতে পারে বলে আশঙ্কায় বিশেষজ্ঞমহল। তবে গ্রেটার নয়ডার নিকাশী ব্যবস্থা মোটেই বিশ্বমানের ছিলো না। কিন্তু চিন্নাস্বামী জল নিষ্কাশনের ক্ষেত্রে ভারতে অন্যতম সেরা মাঠ। যা সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে।
ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও নির্দিষ্ট সময়ে আজ মাঠে ঠিকই উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। পৌঁছে গিয়েছিলেন সাজঘরে। আকাশের মুখ ভার দেখে হতাশ তাঁরাও। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় মাঠে নামতে দেখা গিয়েছিলো কয়েকজন’কে। কিন্তু ম্যাচ শুরু হওয়া এখন সম্ভব নয় বুঝে সাজঘরে ফিরে যান তারকারা। পরে ক্রিকেটের কিট ব্যাগ নিয়ে মাঠ ছাড়তেও দেখা গিয়েছে বিরাট কোহলি (Virat Kohli), যশস্বী জয়সওয়ালদের (Yashasvi Jaiswal)। কানপুরে বৃষ্টিবিঘ্নিত টেস্টে মাঠ ছেড়ে সটান টিম হোটেলে চলে গিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু বেঙ্গালুরুতে এখনও অবধি তেমনটা করেন নি তাঁরা। ক্রিকবাজ সূত্রে খবর বৃষ্টিস্নাত দিনে গা ঘামানোর জন্য চিন্নাস্বামী’র ইনডোর অনুশীলন কেন্দ্রে গিয়েছেন টিম ইন্ডিয়ার কয়েকজন। সেখানেই নেটে আপাতত অনুশীলন সেরে নিচ্ছেন তারকারা।