IND vs NZ:আশা জাগিয়েও বড় রান এলো না ঈশান কিষণের ব্যাটে, সোধির লেগস্পিনে দ্বিতীয় উইকেটের পতন ভারতের !! 1

IND vs NZ: বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আরও একবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে হতাশা’র পর সামনে এবার নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি ‘মেন ইন ব্লু’ এবং ‘ব্ল্যাক ক্যাপস’রা। আজ মাউন্ট মাউঙ্গানুইয়ের মাঠে দ্বিতীয় টি-২০ তে ভারতীয় দল খেলতে নেমেছে কেন উইলিয়ামসন, ডেভন কনওয়েদের বিরুদ্ধে। প্রথম টি-২০ ম্যাচ’টি হওয়ার কথা ছিলো ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে। তবে বৃষ্টির দাপটে সেখানে এক বল’ও ক্রিকেট দেখা যায় নি। আজ দ্বিতীয় ম্যাচ তাই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সফরে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের মত সিনিয়র ক্রিকেটার’রা। দল পরিচালনার দায়িত্ব এখন হার্দিক পান্ডিয়ার হাতে। দলে রয়েছেন একঝাঁক নতুন প্রজন্মের ক্রিকেটার। নতুন নেতার তত্ত্বাবধানে নতুন এক ভারতীয় দল নিউজিল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন খেলে সেই দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটমহল। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ফেলে জয় তুলে নিতেই মাঠে নেমেছে ‘টিম ইন্ডিয়া।’ টসে জিতে ভারত’কে আগে ব্যাট করতে পাঠিয়েছেন কুই নেতা কেন উইলিয়ামসন। শুরুতে পন্থ’কে হারালেও, সামলে নিয়েছিলেন ঈশান কিষণ(Ishan Kishan) এবং সূর্যকুমার। তবে ঈশ সোধি’র স্পিনে বোকা বনে আউট হলেন কিষণ।

ঈশান কিষণ’কে ফেরালো সোধির লেগস্পিন-

Ishan Kishan | image: twitter
Indian opener Ishan Kishan falls after a gritty innings.

বৃষ্টির ভ্রুকূটির মধ্যেই মাউন্ট মাউঙ্গানুইতে চলছে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০। পাওয়ার প্লে’র ভিতরেই ওপেনার ঋষভ পন্থ’কে হারিয়ে খানিক চাপে পড়েছিলো ভারত। তারপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে একপ্রস্থ। বিরতির পর ম্যাচ আবার শুরু হতে ভালোই এগোচ্ছিলো ‘মেন ইন ব্লু।’ নিজের সহজাত প্রতিভায় উজ্জ্বল হয়ে উঠছিলেন সূর্যকুমার যাদব। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করছিলেন ঝাড়খণ্ডের ঈশান কিষণ(Ishan Kishan) । কিন্তু লম্বা জুটি বানাতে পারলেন না তাঁরা। তার আগেই ৩১ বলে ৩৬ রান করে আউট হলেন বাঁ-হাতি ওপেনার। লেগ স্পিনার ঈশ সোধি’র(Ish Sodhi) বল পিচে পড়ে খানিক থেমে ব্যাটে এসেছিলো কিষণের(Ishan Kishan) । কাট মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ব্যাটের উপরের দিকে লেগে ক্যাচ উঠে যায় শর্ট থার্ড ম্যাচের দিকে। সেখানে দাঁড়ানো টিম সাউদী(Tim Southee) কোনো ভুল করেন নি বল’কে তালুবন্দী করে কিষণ’কে সাজঘরের রাস্তা দেখাতে। দেখে নিন কিষণের উইকেট’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *