IND vs NZ: নেপিয়ারের রাজা মহম্মদ সিরাজ, এই বিশেষ কারণেই এসেছে সাফল্য, ম্যাচের সেরা হয়ে জানালেন নিজেই !! 1

IND vs NZ: নেপিয়ারে আজ সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল  ভারত এবং নিউজিল্যান্ড। কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনালের ব্যর্থতা ভুলে সামনে তাকানোর লক্ষ্যে সিরিজ’কে পাখির চোখ করেছিলো ‘টিম ইন্ডিয়া’। দ্বিতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ‘মেন ইন ব্লু’ এগিয়ে ছিলো ১-০ ফলাফলে। আজ নেপিয়ারে তাই ছিলো সিরিজ জয়ের হাতছানি। দলের সিনিয়র’রা অনেকেই খেলেন নি এই সিরিজ। তাই বিরাট কোহলি,রোহিত শর্মাদের অনুপস্থিতি’তে সিরিজ জিতে বিশ্বক্রিকেট’কে বার্তা দেওয়ারও সুযোগ এসে গিয়েছিলো ভারতের সামনে। হার্দিক পান্ডিয়ায় নেতৃত্বে কিউইদের মাঠে নিজেদের আধিপত্য কায়েম করতে মরিয়া অর্শদীপ, ঈশান কিষণ’রা সর্বস্ব দিতে প্রস্তুত ছিলেন। অপরদিকে গত ম্যাচে সূর্যকুমার যাদব ঝড়ে উড়ে গিয়েছিলো নিউজিল্যান্ড। সেই হতাশা ঝেড়ে ফেলে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর ছিলো ‘ব্ল্যাক ক্যাপস’রা। তা সত্ত্বেও ঘরের মাঠে সিরিজ হার এড়াতে পারলেন না তারা। আজকের ম্যাচ টাই হলেও দ্বিতীয় ম্যাচ হারার খেসারত দিয়ে ১-০ ফলেই সিরিজ হারলো তারা। আজকের ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত খেললেন মহম্মদ সিরাজ। মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরাও তিনি।

আলোর সরণীতে সিরাজ, কৃতিত্ব দিলেন পরিকল্পনা’কে-

Mohammed Siraj | image: twitter
Mohammed Siraj won the Player of the Match award after his brilliant 4-17.

আজ নেপিয়ারের পিচে বল হাতে আগুন ঝরালেন মহম্মদ সিরাজ। হায়দ্রাবাদের পেসারের বিক্রমে কেঁপে গেলো কিউই শিবির। চাপম্যান, নীশম, স্যান্টনার’কে আউট করলেন তিনি। অর্ধশতক করে আরও বড় রানের দিকে এগোচ্ছিলেন ডেভন কনওয়ে। সিরাজের পেসের কাছে মাথা নুইয়ে প্যাভিলিয়নমুখী হলেন তিনিও। করলেন ৪৯ বলে ৫৯। এতদিন তাঁকে মূলত টেস্টেই সাফল্য পেতে দেখেছে ভারতের ক্রিকেটজনতা, তাই আজ কুড়ি-বিশের ক্রিকেটেও সফল হয়ে স্বভাবতই আনন্দিত সিরাজ। ম্যাচ শেষে সেরার পুরষ্কার নিতে এসে সাফল্যের কৃতিত্ব দিলেন নির্ভুল পরিকল্পনা’কে। কেমন ছিলো আজকের পিচের অবস্থা? প্রশ্নের উত্তরে সিরাজ জানান, “ মোটেই সহজ হচ্ছিলো না ব্যাটিং। আমি আগে থেকেই ভেবে রেখেছিলামহার্ড লেন্থে বল করবো। সেটা ধরে রেখেই সাফল্য পেয়েছি।” সাফল্যের পিছনে রয়েছে অনেক দিনের মেহনত, অনেক দিনের পরিকল্পনা, জানাচ্ছেন নিজেই। “ আমি নিজেকে হার্ড লেন্থে বল করার জন্য প্রস্তুত করেছি। টি-২০ বিশ্বকাপের সময় নেটে প্রচুর অনুশীলন করেছি এই লেন্থে টানা বল করে যাওয়ার। আজ মাঠের বাইরে থেকে যা প্ল্যান করে এসেচিলাম, তা সুন্দর খেটে গিয়েছে।” বোলিং-এর মূলমন্ত্র কি সিরাজের? আজকের ম্যাচের হিরো জানাচ্ছেন, “বোলিং’কে সহজ রাখি আমি, অযথা জটিল করে তুলি না।” বৃষ্টিতে ম্যাচ ‘টাই’ হওয়ায় আরও একটা জয় কি এলো না? সিরাজের উত্তর, “আবহাওয়া তো আমাদের হাতে নেই, আমরা ১-০ তে সিরিজ জিতে খুবই খুশি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *