IND vs NZ

IND vs NZ: ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে তৃতীয় দিনেই সমাপ্তির পথে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) তৃতীয় টেস্ট ম্যাচটি। আজ সকালেই কিউইদের গুটিয়ে দেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। চতুর্থ ইনিংসে জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ১৪৬ রান। খাতায়-কলমে এই রান যথেষ্ট কম মনে হলেও আদতে যে তা নয়, তার প্রমাণ মিলেছে ভারতীয় ইনিংস শুরু হওয়ার সাথে সাথেই। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি-আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপসদের (Glenn Phillips) বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেন নি কেউই। ফিরেছেন স্বল্প রানেই। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৯০ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ২৮ রানের লিড দলকে এনে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন। আজ ব্যর্থ হলেন তিনিও। মাত্র ১ রান করে উইকেট খোয়ানোর পর নেটদুনিয়ায় আক্রমণের মুখে পড়তে হয়েছে শুভমান’কে।

Read More: IPL 2025: চমক দিলো KKR, আবারও শ্রেয়স আইয়ারের হাতেই যাচ্ছে দলের নেতৃত্বভার !!

স্পিনের স্বর্গরাজ্যেও দুই ইনিংসে পেসারের বলে আউট হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাট হেনরির বিরুদ্ধে পছন্দের শট ‘পুল’ মারতে চেয়েছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তাতে। মিড অনে ধরা পড়েন গ্লেন ফিলিপসের (Glenn Phillips) হাতে। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন শুভমান গিল। পাঞ্জাবের তরুণ তুর্কির আগে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে খেলেছেন চেতেশ্বর পূজারা, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তি। পূর্বসূরিরা বহুবার কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। কিন্তু আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) সেই পথে হাঁটতে পারলেন না শুভমান (Shubman Gill)। বলের লাইন’ই বুঝতে পারেন নি তিনি। ভেবেছিলেন বাইরের দিকে যাবে ডেলিভারিটি। তাই কোনো শট খেলার চেষ্টাই করেন নি। কিন্তু গতিপথ পালটে ভেতরের দিকে ঢুকে আসে তা। উড়িয়ে দেয় ভারতীয় ব্যাটারের অফস্টাম্প।

যেভাবে ‘স্কুলবয় এরর’ করে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন শুভমান গিল, তার নিন্দায় সরব নেটদুনিয়া। ‘আন্তর্জাতিক ক্রিকেটে কেউ এমন ভুল কি করে করে?’ প্রশ্ন তুলেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এভাবে ‘শট অফার’ না করে বোল্ড হয়েছিলেন শুভমান। সেই কথাও নেটিজেনদের মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। ‘লাইন বুঝতেই যদি এত দুর্বলতা হয় তাহলে সেরাদের তালিকায় কি করে জায়গা করে নেবে শুভমান?’ হতাশা স্পষ্ট আরও এক এক্স(পূর্বতন ট্যুইটার) ব্যবহারকারীর পোস্টে। গতকাল জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে শুভমান জানিয়েছিলেন যে তিনি মনে করেন ২০২৪ বছরটা ভালোই কাটছে তাঁর। আজকের ব্যর্থতার পর নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে সেই মন্তব্য। ‘এটা ভালো হলে, খারাপটা কি তা জানতেও চাই না’ ক্ষোভের সাথে লিখেছেন এক টিম ইন্ডিয়া ভক্ত।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ 3rd Test: “একেই বলে হারাকিরি…” রান-আউট কোহলি, দল’কে ডুবিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মুখে ভারতীয় তারকা !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *