IND vs NZ: বিশ্বকাপ ব্যর্থতা এখন অতীত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হার ভুলে সামনে তাকাতে চাইছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ায় হতাশার পর ‘টিম ইন্ডিয়া’ এখন রয়েছে নিউজিল্যান্ডে। সেখানে কেন উইলিয়ামসন, ডেভন কনওয়েদের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে দল। এই সিরিজে একাধিক সিনিয়র খেলোয়ার’কে বিশ্রাম দিয়েছে বোর্ড। দলে নেই রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি’র মত মহাতারকা’রা। বদলে নীল জার্সি গায়ে চাপাতে দেখা যাবে কুলদীপ সেন, উমরান মালিকের মত একঝাঁক তরুণ প্রতিভা’কে। আগামী টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চান জানিয়ে দিয়েছেন টি-২০ দলের অস্থায়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্র ও ক্যাবিবিয়ান দ্বীপপুঞ্জে হতে চলা ২০১৪ কুড়ি-বিশের বিশ্বকাপে সিনিয়র’রা খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাই তাঁদের ব্যাক-আপ তৈরি রাখতে চাইছে দল। ওয়েলিংটনে প্রথম টি-২০ মায়চ ভেস্তে গিয়েছে বৃষ্টি’তে। মাউন্ট মঙ্গানুই’তে দ্বিতীয় ম্যাচে তাই সবার নজর থাকবে শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) ওপর। বিরাট কোহলি’র(Virat Kohli) বদলি হিসেবে ভারতীয় দলে খেলবেন তিনি।
বিরাটের জুতোয় পা গলানো সহজ হবে না-

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে বিচরণ করেছিলেন ভারতীয় ব্যাটিং নক্ষত্র বিরাট কোহলি(Virat Kohli)। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা’র ফলে শুরুতেই ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। হার্দিক পান্ডিয়া’কে সঙ্গে নিয়ে সেই কঠিন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট। ৫৩ বলে করেন ৮২*। তাঁর সেই মহাকাব্যিক ইনিংসে হ্যারিস রউফ’কে মারা একটি ছক্কা টুর্নামেন্টের সেরা শট, পুরস্কার জিতেছে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস এবং চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও করেন আরও দুই অর্ধশতরান। এমনকি সেমিফাইনাল ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। ২০২২ টি-২০ বিশ্বকাপে ৬ ম্যাচে প্রায় ৯৯ গড়ে ২৯৬ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। ভারত হারলেও আরও একবার বিশেষজ্ঞদের কুর্ণিশ আদায় করে নিয়েছেন ‘কিং কোহলি।’ তিনি দলে না থাকায় ভারতীয় দল খানিক দুর্বল হবে তা মানবেন সকলেই। তাঁর পরিবর্ত যিনি হতে চলেছেন বলে মনে করা হচ্ছে, সেই শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) জন্যও কঠিন হতে চলেছে বিরাটের জুতোয় পা গলানো।
টি-২০ তে শ্রেয়সের পারফর্ম্যান্স-

ডান-হাতি ব্যাটার শ্রেয়স’ও(Shreyas Iyer) যথেষ্ঠ প্রতিভাবান। টি-২০ বিশ্বকাপের দলে তিনি ছিলেন না ঠিকই। তবে জাতীয় দলের হয়ে সীমিত সুযোগে বেশ নজর কেড়ে নিয়েছেন তিনি। এমনকি আইপিএলে দিল্লী ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব’ও করে ফেলেছেন ইতিমধ্যেই। নীল জার্সি’তে ৪৭ ট-২০ তে ৩২.১৯ ব্যাটিং গড়সহ ১০৩০ রান করেছেন তিনি। করেছেন ৭ টি অর্ধশতক। একদিনের ম্যাচেও বেশ চমকপ্রদ শ্রেয়সের রেকর্ড। ৩৩ টি একদিনের ম্যাচে ৩০ ইনিংসে করেছেন ১২৯৯ রান। ব্যাটিং গড় ৪৮.১১। ইতিমধ্যে ২ টি শতরান এবং ১২ টি অর্ধশতরান করে ফেলেছেন শ্রেয়স। ৩৪ বর্ষীয় কোহলি’র অনুপস্থিতি’তে ২৭ বর্ষীয় শ্রেয়সকেই দায়িত্ব নিতে হবে ভারতীয় ইনিংসের।
চলতি সিরিজে ভারতীয় দল-
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুবমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষণ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, যজুবেন্দ্র চাহাল।
ভারত বনাম নিউজিল্যান্ড,টি-২০ সিরিজ, ম্যাচ তালিকা-

১ম টি-২০, ১৮ নভেম্বর, ওয়েলিংটন, ভারতীয় সময় দুপুর ১২ …
২য় টি-২০, ২০ নভেম্বর, মাউন্ট মঙ্গানুই, ভারতীয় সময় দুপুর ১২ টা।
৩য় টি-২০, ২২ নভেম্বর, নেপিয়ার, ভারতীয় সময় দুপুর ১২ টা।