IND vs NZ: তিন দিনের মধ্যে শেষ হয়ে গেলো মুম্বই টেস্ট। বেঙ্গালুরু ও পুণেতে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) হেরেছিলো টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতেও কোনো পরিবর্তন হলো না ফলাফলে। স্পিনের বিরুদ্ধে হতশ্রী ব্যাটিং পারফর্ম্যান্সের মূল্য চোকাতে হলো মেন ইন ব্লু’কে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য প্রয়োজন ছলো ১৪৬ রান। কিন্তু ঘূর্ণি পিচে দেড়শরও কম রানের টার্গেট আর তাড়া করাও সম্ভব হয় নি তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইন আপের পক্ষে। একা লড়াই চালালেন ঋষভ পন্থ (Rishabh Pant), কিন্তু শেষরক্ষা করতে আজ পারেন নি তিনি। ওয়াংখেড়তে আজাজ প্যাটেল (Ajaz Patel), গ্লেন ফিলিপসদের বিরুদ্ধে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থেকে শুভমান গিল-রান পান নি কেউই। নজর ছিলো তরুণ তুর্কি সরফরাজ খানের (Sarfaraz Khan) দিকে। হতাশ করেছেন তিনিও।
Read More: IND vs NZ 3rd Test: ‘মসীহা’ হওয়া হলো না পন্থের, উইকেট পড়তেই ওয়াংখেড়ে গ্যালারিতে পিন পতনের নীরবতা !!
নড়বড়ে দেখিয়েছে সরফরাজ’কে-
চলতি বছরের গোড়া দিকেই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট অভিষেক হয়েছে সরফরাজ খানের (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ এরপর বাংলাদশের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান নি। নিউজিল্যান্ড সিরিজের (IND vs NZ) প্রথম ম্যাচে শুভমান গিল ঘাড়ের চোটে ছিটকে যাওয়ায় শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে। চিন্নাস্বামীতে চতুর্থ ইনিংসে একটি লড়াকু ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই সুবাদে বাকি দুটি টেস্টের একাদশেও তাঁকে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শুভমানের প্রত্যেবর্তনের পর বাদ দেওয়া হয়েছিলো কে এল রাহুলকে। যে আস্থা সরফরাজের প্রতি দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট, পুণে ও মুম্বইয়ের বাইশ গজে তার ছিটেফোঁটাও ফিরিয়ে দিতে ব্যর্থ তিনি। গত ম্যাচে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১১ ও ৯ রান। আর মুম্বইতে নিজের ঘরের মাঠে তাঁর দুই ইনিংসে সংগ্রহ মাত্র ০ ও ১।
ঘরোয়া ক্রিকেটে প্রায় ব্র্যাডম্যানসম পরিসংখ্যান সরফরাজ খানের (Sarfaraz Khan)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় নিয়মিত হওয়ার জন্য তিনি এখনই প্রস্তুত কিনা তা নিয়ে রয়েই গিয়েছে সংশয়। বেঙ্গালুরুতে দ্বিতীয় নতুন বলের মুখোমুখি হতেই নড়বড়ে দেখিয়েছিলো তাঁকে। আর পুণে ও মুম্বইতে স্পিন সামলাতে নাস্তানাবুদ হলেন তিনি। আজ যেভাবে বলের টার্ন এড়াতে অনেকখানি শরীর সামনে এনে ফুলটসে স্যুইপ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তা রীতিমত চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। প্রথম ইনিংসে ডান হাতি-বাম হাতি কম্বিনেশন ধরে রাখার জন্য সরফরাজকে আট নম্বরে নামিয়ে সমালোচিত হয়েছিলেন কোচ গম্ভীর। কিন্তু আজ তাঁকে পছন্দের পাঁচ নম্বরেই ব্যাটিং করতে পাঠানো হয়েছিলো। সেখানেও ব্যর্থ তিনি। একটি নির্বিষ বলে অহেতুক ক্যাচ তুলে দেন রচিন রবীন্দ্রের হাতে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পাবেন না সরফরাজ-
এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন সরফরাজ (Sarfaraz Khan) এবং ইতিমধ্যেই ৩ বার আউট হয়েছেন শূন্য রানে। ১০ ইনিংসে মোট রান সংখ্যা ৩৭১। ব্যাটিং গড় ৩৭.১। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৭০ ছুঁইছুঁই গড়ের প্রায় অর্ধেক। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সফরে। বর্ডার-গাওস্কর ট্রফির স্কোয়াডে সুযোগও পেয়েছেন বছর ২৭-এর তরুণ। স্পিনের বিরুদ্ধেই তাঁর ব্যাটিং দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ার পর তাঁকে নিয়ে রীতিমত চিন্তায় ভারতীয় সমর্থকেরা। অস্ট্রেলীয় পরিবেশ, গতি ও বাউন্সের সাথে আদৌ মানিয়ে নিতে পারবেন তিনি? প্রশ্ন উঠছে এখন থেকেই। বিশেষজ্ঞদের মধ্যেও অনেকেই চাইছেন পাঁচ নম্বরে সরফরাজের বদলে অভিজ্ঞ কে এল রাহুলকেই ফেরানো হোক। ভারত-এ দলের হয়ে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে সম্প্রতি শতরান করেছেন সাই সুদর্শন। আসন্ন সিরিজে সরফরাজকে সরিয়ে তাঁকে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া যায় কিনা সে নিয়েও শুরু হয়েছে চর্চা।