ind-vs-nz-rohit-upset-after-third-test
Rohit Sharma | Image: Twitter

IND vs NZ: অসহায় আত্মসমর্পণ ! ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সিরিজকে বর্ণণা করতে গেলে হয়ত বলতে হবে এমনটাই। ১২ বছর ধরে দেশের মাঠে একটানা টেস্ট সিরিজ জিতে এসেছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু নিউজিল্যান্ডের আক্রমণের সামনে খড়কুটোর মত উড়ে যেতে হলো পূর্ণ শক্তির ভারতীয় দল’কে। ব্যাটিং হোক বা বোলিং-বেঙ্গালুরু, পুণে বা মুম্বইতে কোনো বিভাগেই প্রতিপক্ষের সমকক্ষ হয়ে উঠতে পারে নি ‘মেন ইন ব্লু।’ ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় টেস্টটি মানরক্ষার লড়াই ছিলো রোহিত-কোহলিদের (Virat Kohli) কাছে। কিন্তু ভরাডুবি ঠেকাতে পারলেন না তাঁরা। চতুর্থ ইনিংসে প্রয়োজন ছিলো ১৪৬ রান। র‍্যাঙ্ক টার্নারের যে ফাঁদ পাতা হয়েছিলো কিউইদের জন্য, তাতেই শেষে পা দিলেন ভারতীয় ব্যাটাররা। আজাজ প্যাটেল (Ajaz Patel), গ্লেন ফিলিপসদের ঘূর্ণিতে মুখ পুড়লো ভারতের। ২৫ রানে জয় ছিনিয়ে নিলো ‘ব্ল্যাক ক্যাপস’ বাহিনী।

Read More: গুরুতর অভিযোগ ঈশান কিষণের বিরুদ্ধে, এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও হতে চলেছেন নির্বাসিত !!

সমষ্টিগত ব্যর্থতাকে দায়ী করলেন রোহিত-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

সিরিজ হাতছাড়া হয়েছিলো আগেই। আজ ২৪ বছর পর দেশের মাঠে হোয়াইটওয়াশ হলো টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়ক রোহিত শর্মা যন্ত্রণার কথা জানালেন সাক্ষাৎকার দিতে এসে। বলেন, “হ্যাঁ, অবশ্যই, একটা টেস্ট সিরিজ হারা কখনই সহজ বিষয় নয়। সহজে হজম হয় না। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি নি। সেটা আমরা জানি এবং আমাদের মেনেও নিতে হবে। আমাদের থেকে ওরা (নিউজিল্যান্ড) অনেক ভালো ক্রিকেট খেলেছে। প্রচুর ভুলচুক যে করেছিম তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।” ব্যর্থতার ময়নাতদন্ত করতে বসে ভিলেন ঠাউরেছেন ব্যাটিং-কে। রোহিতের স্পষ্ট উক্তি, “আমরা প্রথম ইনিংসে (বেঙ্গালুরু ও পুণেতে) যথেষ্ট রান তুলতে পারি নি, সেই কারণেই পিছিয়ে ছিলাম। এখানে ৩০ রানের লিড পেয়েছিলাম। ভেবেছিলাম এগিয়ে রয়েছি। লক্ষ্যমাত্রা ধরাছোঁয়ার মধ্যেই ছিলো। কিন্তু নিজেদের সঠিক ভাবে মেলে ধরতে পারলাম না।”

ফের ধুমধাড়াক্কা মারতে গিয়ে উইকেট ছুঁড়ে এসেছেন রোহিত নিজে। ইচ্ছা ছিলো দ্রুত কিছু রান তুলে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করানো, জানালেন ভারত অধিনায়ক। “পরিকল্পনাটা কাজ করে নি আজ। যখন তেমনটা হয়, বিষয়টা ভালো দেখায় না। যখন মাঠে নামি, ব্যাটিং করি, তখন কিছু কিছু ভাবনা আমার মাথায় থাকে। তবে এই সিরিজে সেগুলো কাজে আসে নি। আমি বলতেই পারি যে একজন ব্যাটার হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে আমি সেরাটা দিতে পারি নি (এই সিরিজে)। সেই বিষয়টা আমায় আঘাত দেবে।”  পুণে ম্যাচের পর যা বলেছিলেন, ওয়াংখেড়েতেও তিনি বললেন একই কথা- “আমরা সমষ্টিগত ভাবে বাজে পারফর্ম করেছি। তাই হারতে হয়েছে।” অন্ধকারের মধ্যেও ইতিবাচক দিল খুঁজে পেয়েছেন রোহিত। “এইসব পিচে কি করে ব্যাটিং করতে হয় পন্থ, গিল, যশস্বীরা দেখালো” প্রশংসায় ভরিয়েছেন সতীর্থদের।

কঠিন হলো WTC ফাইনালের রাস্তা-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

বাংলাদেশকে দিনকয়েক আগেই হোয়াইটওয়াশ করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। অন্য কোনো দলের মুখাপেক্ষী না হয়েই ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখতে হলে পরবর্তী ৮টি টেস্টের মধ্যে ৪টিতে জিততে হত তাদের। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই ধরে নিয়েছিলেন যে নিউজিল্যান্ডকে (IND vs NZ) হারিয়েই সেই পথে অনেকটা এগিয়ে যেতে পারবে ভারত। কিন্তু বিধি বাম। ০-৩ হেরে এখন ঘোর বিপদে ‘মেন ইন ব্লু।’ পার্সেন্টেজ পয়েন্ট কমে যাওয়ায় শীর্ষস্থান খুইয়েছেন রোহিত শর্মা’রা। নেমে এসেছেন দ্বিতীয় স্থানে। ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মত দল। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচটি টেস্ট খেলবে তারা। সেখানে চারটি জয় আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। শেষমেশ হয়ত ফাইনালে যেতে অন্য দলের ম্যাচগুলির ফলাফলের দিকেই তাকাতে হবে কোহলি-রোহিতদের।

Also Read: IND vs NZ 3rd Test: ওয়াংখেড়েতে বাড়লো লজ্জার বহর, ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *