IND vs NZ 1st Test: দিনের শেষ বলে আউট কোহলি, সাজঘরে হতাশায় ভেঙে পড়লেন অধিনায়ক রোহিত !! 1

IND vs NZ: জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) প্রথম টেস্ট। বৃষ্টিতে পণ্ড হয়েছিলো প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিন ঘোর সঙ্কটের মধ্যে পড়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়ক রোহিতের টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ফিরেছিলো ব্যুমেরাং হয়ে। মাত্র ৪৬ রানে অল-আউট হয়ে লজ্জার নতুন নজির গড়েছিলো ভারতীয় শিবির। ব্যাট হাতে সেই রান টপকে যেতে বিশেষ সময় লাগে নি কিউইদের। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ছিলো ৩ উইকেটের বিনিময়ে ১৮০। আজ অর্থাৎ ম্যাচের তৃতীয় দিনের শুরুতে ভারত চারটি উইকেট পেলেও রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও টিম সাউদী’র জুটি ৪০০ পার করায় নিউজিল্যান্ডকে। ২৫৬ রানে পিছিয়ে থাকা ভারত ঘুরে দাঁড়ায় ম্যাচের তৃতীয় ইনিংসে। লড়লেন রোহিত, বিরাট, সরফরাজরা।

বেঙ্গালুরুতে টেস্ট শুরুর আগে গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, “আমরা এমন এক দল হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই যারা প্রয়োজনে একদিনে ৪০০ রান তুলতে পারে আবার দরকার হলে দুইদিন ব্যাটিং করে ম্যাচ ড্র’ও করতে পারে।” ঝোড়ো ব্যাটিং-এর নিদর্শন দেখা গিয়েছিলো কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে। তার কিছুদিনের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) দ্বিতীয় চ্যালেঞ্জের সম্মুখীন টিম ইন্ডিয়া। এখনও বাকি দুই দিন। হার এড়াতে গেলে এখনও অনেকটা সময় ব্যাটিং করতে হবে ‘মেন ইন ব্লু’কে। আজ ২৫৬ রানে পিছিয়ে থাকা অবস্থায় ব্যাট করতে নেমে সেই চেষ্টাই করতে দেখা গেলো রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালদের। তরুণ যশস্বী ফেরেন ৩৫ করে। ৫২ রানে থামেন রোহিত’ও। এরপর ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন কোহলি (Virat Kohli) ও সরফরাজ।

Read More: বিরাট-সরফরাজ খেললেন দুর্দান্ত ইনিংস, তৃতীয় দিন শেষে ১২৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া !!

কোহলি ফিরতেই দুঃখে কাতর রোহিত-

Sarfaraz Khan and Virat Kohli | IND vs NZ | Image: Getty Images
Sarfaraz Khan and Virat Kohli | IND vs NZ | Image: Getty Images

প্রথম ইনিংসে জোড়া শূন্য করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও সরফরাজ খান। আর দ্বিতীয় ইনিংসে তাঁরাই এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার ব্যাটিং-এর মুখ। ম্যাট হেনরী, টিম সাউদী, উইলিয়াম ও’রোর্কদের আক্রমণ সামলে ভারতকে নড়বড়ে অবস্থান থেকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর প্রয়াস করলেন তাঁরাই। ইরানী কাপে সদ্য দ্বিশতক করে আসা সরফরাজ আজ সপ্রতিভ ব্যাট হাতে। তাঁর বেশ কিছু চোখধাঁধানো শটে করতালির বিস্ফোরণ শোনা গেলো মাঠে। পক্ষান্তরে টি-২০ বিশ্বকাপ থেকেই ফর্ম সমস্যায় জেরবার কোহলি (Virat Kohli)। আজ বেঙ্গালুরুর চেনা মাঠে ছন্দে ফেরার আভাস মিললো তাঁর ব্যাটিং-এ। স্বভাবসিদ্ধ ড্রাইভ, কাটের মত শটগুলি দেখা গেলো কোহলি ব্যাট থেকে। পেরোন ৯০০০ টেস্ট রানের মাইলস্টোন। সাবলীল ব্যাটিং-এ জাগিয়েছিলেন শতকের সম্ভাবনা। কিন্তু দিনের শেষলগ্নে হলো স্বপ্নভঙ্গ।

শেষ ওভারে গ্লেন ফিলিপসের (Glenn Phillips) হাতে বল তুলে দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সেট ব্যাটার বিরাট কোহলি একদম অন্তিম ডেলিভারিটিতে পা দিয়ে বসেন ফাঁদে। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাটের বাইরের কোণে লেগে বল জমা হয় উইকেটরক্ষক টম ব্লান্ডেলের দস্তানায়। ৩০তম শতক থেকে ঠিক ৩০ রান দূরেই থেমে যান তিনি। তৃতীয় উইকেট খোয়ায় টিম ইন্ডিয়া। আগামী কাল ম্যাচের চতুর্থ দিনে ইনিংসের শুরুটা দুই ‘সেট’ ব্যাটার করুন, এমনটাই চেয়েছিলো ভারতীয় ড্রেসিংরুম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে শেষ ডেলিভারিতে বিরাট আউট হওয়ায় বিষাদের ছায়া গোটা শিবির জুড়ে। রিভিউতে যখন আউটের সিদ্ধান্তে সিলমোহর পড়ে, তখন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা ধরেছিলো অধিনায়ক রোহিত শর্মাকে। তার প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয় হতাশা।

দেখে নিন রোহিতের প্রতিক্রিয়া-

Also Read: IND vs NZ 1st Test: শতরান ‘ঘরের ছেলে’ রচিনের, ভারতের ৪৬-এর জবাবে ৪০২ তুললো নিউজিল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *