ind-vs-nz-rohit-on-test-series-defeat

IND vs NZ: এড়ানো গেলো না অঘটন। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার টিম ইন্ডিয়ার (Team India)। মাসখানেক আগেই গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছিলো নিউজিল্যান্ড। তারাই কিনা ভারতের মাটিতে এসে স্পিনের জালে ভারতকেই বেঁধে রেখে ছিনিয়ে নিয়ে গেলো টেস্ট সিরিজ (IND vs NZ)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ইতিহাসে একবারও বিদেশের মাটিতে একটি টেস্ট’ও না জেতার রেকর্ড নিয়ে ভারতে পা দিয়েছিলো কিউই শিবির। রোহিত-বিরাটদের চিন্নাস্বামী স্টেডিয়ামে ধরাশায়ী করে সেই লজ্জা মুছে ফেলেছিলো টম ল্যাথামের (Tom Latham) দল। আর পুণেতে টানা দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের সোনালী আলোয় আলোকিত হলো তারা। দিনকয়েক আগেও আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিশ্চিত দেখাচ্ছিলো ভারতকে, কিন্তু টানা দুই হারে এখনও বড়সড় প্রশ্নের মুখে সেই সম্ভাবনা।

আজ সকালে জাদেজা-অশ্বিনদের সৌজন্যে নিউজিল্যান্ডকে ২৫৫ রানে বেঁধে রাখতে পেরেছিলো ভারতীয় শিবির। জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৫৯। ইনিংসের শুরুতেই অধিনায়ক রোহিত সাজঘরে ফেরায় চাপে পড়েছিলো দল। সেই চাপ আর কাটিয়ে ওঠা গেলো না। চেষ্টা করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তাঁর ৭৭ রানের ইনিংস যথেষ্ট হলো না আজ। মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেলদের বিরুদ্ধে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ খোয়াতে হলো ‘মেন ইন ব্লু’কে। কোচ হিসেবে ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খুইয়েছিলেন গৌতম গম্ভীর। ৩৬ বছর পর দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের মুখও দেখেছিলেন। এবার এক যুগ পর আস্ত টেস্ট সিরিজ হাতছাড়া হলো তাঁরই অধীনে। ম্যাচ শেষে ব্যর্থতা স্বীকার করেছেন ‘ক্যাপ্টেন’ রোহিত শর্মা (Rohit Sharma)। আপাতত ওয়াংখেড়েতে সান্ত্বনাই খুঁজতে চান তিনি।

Read More: “অতিরিক্ত আত্মবিশ্বাস পতনের লক্ষণ…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার টিম ইন্ডিয়া !!

সমষ্টিগত ব্যর্থতা, বলছেন রোহিত-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

সামনে অস্ট্রেলিয়া সফর। টানা তৃতীয় বার বিদেশের মাটি থেকে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে ফেরার স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) লজ্জার হার যেন চমকে দিয়েছে সকলকে। অধিনায়ক রোহিত’ও (Rohit Sharma) যে খানিক চমকেছেন, তা স্পষ্ট তাঁর মন্তব্যে। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, “হতাশাজনক। আমরা এমনটা ভাবি নি। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। ওরা আমাদের থেকে ভালো খেলেছে।” ব্যর্থতার ময়নাতদন্ত করতে গিয়ে রোহিত জানিয়েছেন, “আমরা নির্দিষ্ট কিছু মুহূর্তে সেরাটা দিতে পারি নি। সেইসব চ্যালেঞ্জগুলোতে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি নি। সেই জন্যই আজ এখানে বসে রয়েছি।” ব্যাটিং-এর সমালোচনা করে অধিনায়ক বলেন, “আমরা যথেষ্ট রান তুলতে পারি নি। জিততে গেলে ২০ উইকেট যেমন নিতে হয়, তেমন ব্যাটারদের স্কোরবোর্ডে রান’ও তুলতে হয়।”

আজ সকালে স্পিনারদের পারফর্ম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন রোহিত (Rohit Sharma)। “ওদের ২৫০ রানের মধ্যে রুখে দেওয়াটা দুর্দান্ত লড়াইয়ের ফসল। ওরা ২০০/৩ ছিলো একটা সময়, সেখান থেকে ২৫৯-এ থামিয়ে দেওয়া যথেষ্ট কৃতিত্বের” মন্তব্য তাঁর। পিচকে দোষ দিতে রাজী নন তিনি। স্পষ্ট বলেন, “পিচে বিশেষ কিছু ছিলো না। আমরা ভালো ব্যাটিং করতে পারি নি। আমরা প্রথম ইনিংসে আরও একটু কাছাকাছি যেতে পারলো আলাদা পরিস্থিতি তৈরি হতে পারত।” পুণের দুঃসহ স্মৃতি ভুলে ওয়াংখেড়ের কথা ভাবতে চান আপাতত। হতাশ গলায় রোহিত (Rohit Sharma) জানান, “আমরা ওয়াংখেড়েতে ভালো খেলে জিততে চাই। এটা একটা সমষ্টিগত ব্যর্থতা। আমি কেবলমাত্র ব্যাটার বা বোলারদের দোষ দিতে রাজী নই। আমাদের ওয়াংখেড়েতে আরও উদ্যম নিয়ে, আরও ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে।”

Also Read: IND vs NZ 2nd Test: ঘরের মাঠে দর্পচূর্ণ ভারতের, এক যুগ বাদে হারতে হলো টেস্ট সিরিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *