IND vs NZ: ঘরের মাঠে ঘোর বিপর্যয়ের মুখে টিম ইন্ডিয়া (Team India)। বেঙ্গালুরুর পরাজয়ের ধাক্কা সামলে উঠে ঘুরে দাঁড়াতে পারলো না রোহিত শর্মা’র দল। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন দিনের মধ্যে হেরে বসলো দ্বিতীয় টেস্ট’ও। আজকের পরাজয়ের ফলে ১২ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। দুর্ভেদ্য দুর্গে ফাটল ধরার পর স্বাভাবিক কারণেই প্রশ্নের মুখে ক্রিকেটাররা। বিশেষ করে গত দুই টেস্টে ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নিরন্তর কটাক্ষের তীর উড়ে আসছে কোহলি, শুভমান গিল, ঋষভ পন্থদের দিকে। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে অধিনায়ক রোহিত (Rohit Sharma) জানিয়েছিলেন কোনো একটি বিভাগকে হারের জন্য দায়ী করতে রাজী নন তিনি। সাংবাদিক সম্মেলনেও একই অবস্থান বজায় রাখলেন তিনি।
Read More: IND vs NZ 2nd Test: “এমনটা ভাবিই নি…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে হতভম্ব রোহিত শর্মা !!
বড়সড় রদবদল প্রয়োজন নেই, বলছেন রোহিত-
“আমি আগেও বলেছি যে মাত্র তিনটে সেশনের জন্য আমি কোনো ভিন্ন প্রতিক্রিয়া দেখাবো না। ঘরের মাঠে আমরা কতগুলো ম্যাচ জিতেছি তা দেখুন। আমি একটু আগে টেলিভিশনে দেখছিলাম। ৫৪টা টেস্ট ম্যাচের মধ্যে আমরা ৪২টা জিতেছি। সেটা প্রায় ৮০ শতাংশ। খারাপের চেয়ে ভালোটা তো ঢের বেশী। আমি এমন কিছুই করতে চাই না যাতে দলের ক্রিকেটাররা ভাবতে থাকে যে কিছু আলাদা হতে চলেছে। আমি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে রাজী নই সেখানে সবাই নিজেদের নিয়েই সন্দেহ করতে থাকে…” স্পষ্ট জানিয়ে দেন রোহিত শর্মা। সতীর্থদের সাথে কথা যে বলবেন তা অবশ্য জানিয়েছেন তিনি। বলেন, “ওদের কি করা প্রয়োজন তা নিয়ে শান্ত ভাবে কথা বলতে হবে। যারা অস্ট্রেলিয়া যাচ্ছে প্রথমবার তাদের পাশে আমি থাকবো। পরিবেশ শান্ত রেখে বুঝিয়ে দিতে চাই যে এই জায়গাটা ওদের প্রাপ্য।”
দেশের মাটিতে ১২ বছর একটানা অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হয়েছে দলের। হতাশ হলেও ব্যর্থতা নিয়ে বেশী ভাবতে রাজী নন টিম ইন্ডিয়া অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে পুরনো সাফল্যের খতিয়ান তুলে ধরতে শোনা গেলো তাঁকে। রোহিত (Rohit Sharma) বলেন, “১২টা বছর ধরে আমরা দুর্দান্ত খেলেছি। সেটাই প্রমাণ করে যে আমরা দারুণ সব জিনিস অর্জন করেছি। কেবলমাত্র এই সিরিজটা হেরেছি বলেই আমাদের নতুন কিছু করা প্রয়োজন, এমনটা আমরা মনে করি না। হ্যাঁ চাপের মুহূর্ত কাটিয়ে কি করে উঠতে হয় সেই উপায়গুলো আমাদের খুঁজে বের করতে হবে। আজ আমায় মেডিক্যাল কিট বের করে নতুন কিছু করতে বসতে হবে বলে আমি অন্তত মনে করছি। এটা বোঝা খুবই প্রয়োজন যে এই দলই অতীতে দারুণ সব পারফর্ম্যান্স করেছে।”
WTC ফাইনাল নিয়ে ভাবছেন না রোহিত শর্মা-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ব্যাটিং যে আশানুরূপ হয় নি তা ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়েই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। পরে সাংবাদিক সম্মেলনে একধাপ এগিয়ে বলেন, “আমরা রান তাড়া করতে পারব, এই বিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলাম। কিন্তু দুই প্রান্ত থেকে একটানা চাপ বজায় রেখেছিলো নিউজিল্যান্ড। ফলে আমরা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি নি।” টানা দুই ম্যাচ পরাজয়ের ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে পা রাখা নিয়ে উঠে গিয়েছে প্রশ্নচিহ্ন। এখনও ২০২৫-এর খেতাবী ম্যাচ নিয়ে ভাবতে রাজী নন রোহিত। বর্তমানেই বাঁচতে চান তিনি। সাংবাদিকদের জানান, “WTC ফাইনাল নিয়ে এত তাড়াতাড়ি ভাবতে চাই না। আমি হতাশ কারণ এই ম্যাচটা, এই সিরিজটা হেরেছি। এর পিছনে বোলারদের ব্যর্থতা যতটা দায়ী, ঠিক ততটা দায়ী ব্যাটারদের হতাশাজনক প্রদর্শন’ও।”
দেখুন রোহিতের প্রেস কনফারেন্সের কিছু অংশ-
Rohit Sharma said “It’s too early to think about WTC (final). I’m hurting because we lost the game, we lost the series, it’s a collective failure from the bowlers as well as the batters
INDIA LOVE YOU ROHIT SHARMA pic.twitter.com/a9NsONJWcL
— Kuljot (@Kuljot__) October 26, 2024
Also Read: IND vs NZ 2nd Test: ঘরের মাঠে দর্পচূর্ণ ভারতের, এক যুগ বাদে হারতে হলো টেস্ট সিরিজ !!