IND vs NZ: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া (IND vs NZ)। টেস্টের দ্বিতীয় দিনেই ঘোর সঙ্কটের মধ্যে পড়েছিলেন রোহিত-কোহলিরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলো প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তোলে ৪০২ রান। অনবদ্য শতরান করেন রচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত কিউই তারকার দাপটে প্রথম ইনিংসেই ৩৫৬ রানে পিছিয়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ লড়াইতে টিকে থাকতে গেলে তৃতীয় ইনিংসে ভালো কিছু করতেই হত স্বাগতিক দেশকে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে তারা। গতকাল রোহিতের (Rohit Sharma) ৫২, কোহলির ৭০ রানের ইনিংস ভিত তৈরি করেছিলো সেই প্রত্যাবর্তনের। আজ দলকে গিয়ে নিয়ে গেলেন সরফরাজ খান (Sarfaraz Khan) ও ঋষভ পন্থ (Rishabh Pant)।
শুভমান গিল আহত হওয়ায় বদলি হিসেবে সুযোগ পেয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। দুই হাত দিয়ে সেই সুযোগ আঁকড়ে ধরলেন তিনি। গতকাল অপরাজিত ছিলেন ৭০ রানে। আজ দৃপ্ত ভঙ্গিতে প্রথমে সম্পূর্ণ করেন নিজের শতরান। তারপর দেড়শ রানের মাইলস্টোন’ও ছুঁয়ে ফেলেন তিনি। সরফরাজের পাশাপাশি উজ্জ্বল ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। ২১ মাস পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন তিনি। কানপুরে গত সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন ঝলমলে শতরান। আজ বেঙ্গালুরুতেও দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেলো টিম ইন্ডিয়ার ‘স্পাইডি’কে। সাউদী, হেনরী, আজাজ প্যাটেলদের বিরুদ্ধে সাবলীল ভঙ্গিতেই রান তুলতে দেখা গেলো ঋষভকে। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফির জন্য ভারতের ‘এক্স-ফ্যাক্টর’ যে প্রস্তুত তা পরিষ্কার তাঁর পারফর্ম্যান্স থেকে।
Read More: “অপেক্ষার ফল…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান হাঁকালেন সরফরাজ খান, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
সাউদীকে দুরন্ত ছক্কা পন্থের, হারালেন শতক-
ঋষভ পন্থ (Rishabh Pant) মানেই অদ্ভুত সব শটের সমাহার। কখনও পেস বোলারকে রিভার্স স্কুপ করেন স্লিপের উপর দিয়ে আবার কখনও স্পিনারকে স্টেপ আউট করে এক হাতেই উড়িয়ে দেন মাঠের বাইরে। ‘হাই রিস্ক, হাই রিওয়ার্ড’-পন্থের মন্ত্র সম্ভবত এইটাই। আজ বেঙ্গালুরুতেও তেমনই এক ভয়ঙ্কর সুন্দর শট দেখা গেলো তাঁর ব্যাট থেকে। বোলিং করছিলেন টিম সাউদী (Tim Southee)। গুড লেন্থে, অফ স্টাম্পের লাইনে নিজের ওভারের তৃতীয় ডেলিভারিটিকে পিচ করিয়েছিলেন তিনি। সাধারণত এহেন ডেলিভারিতে ড্রাইভ খেলতে দেখা যায় ব্যাটারদের। কিন্তু পন্থ সোজা স্লগ স্যুইপ করেন মিড উইকেটের উপর দিয়ে। দুরন্ত শট গ্যালারিতে নয় বরং আছড়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। অতীতে আইপিএলের আসরে এই চিন্নাস্বামীতেই স্টেডিয়ামের ছাদে ছক্কা মারতে দেখা গিয়েছে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সদের। টেস্টেও তা করে দেখালেন ঋষভ।
সাউদীকে ছক্কা মেরে ৯০ থেকে ৯৬-তে পৌঁছেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ক্রিকেটজনতার আশা ছিলো যে কিউইদের বিপক্ষে (IND vs NZ) কেরিয়ারের সপ্তম টেস্ট শতরানটি ছিনিয়ে নেবেন তিনি। ধোনি’কে টপকে হয়ে উঠবেন টিম ইন্ডিয়ার জার্সিতে সর্বোচ্চ সংখ্যক শতরানকারী উইকেটরক্ষক। কিন্তু ভাগ্য সঙ্গ দিলো না তাঁর। উইলিয়াম ওরোর্কের (William ORourke) অতিরিক্ত বাউন্স সামলাতে গিয়ে বিপদ ডেকে আনলেন। অফস্টাম্পের বাইরে থাকা বল রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে চেয়েছিলেন ঋষভ। কিন্তু ব্যাটের ব্লেডে লাগার বদলে তা লাগে খানিক ভিতরের দিকে। লেগ স্টাম্পের বেল উড়িয়ে দিয়ে যায় তা। ৯৯ রানের মাথায় আউট হয়ে শতরান হাতছাড়া করতে হলো তাঁকে। কেরিয়ারের ৩৬তম টেস্ট ম্যাচ খেলছেন ঋষভ (Rishabh Pant)। এই নিয়ে সপ্তমবার ৯০-র ঘরে উইকেট হারালেন তিনি।
দেখে নিন সেই ধুন্ধুমার ছক্কাটি-
Rishabh Pant just slog swept Tim Southee onto the roof and left everyone speechless pic.twitter.com/rRZAiwC3ev#INDvNZ
— 🏏Flashscore Cricket (@FlashCric) October 19, 2024