IND vs NZ: বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর প্রথমবার ক্রিকেট মাঠে ফিরছে ভারতীয় দল। সামনে কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ড। হতাশা কাটিয়ে উঠে জয়ের সরণীতে ফেরার পরীক্ষা আজ মাউন্ড মাউঙ্গানুইতে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি হওয়ার কথা ছিলো ওয়েলিংটনে। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয় সেটি। সিরিজ জিততে হলে আজ দ্বিতীয় ম্যাচটি তাই জিততেই হবে ভারত’কে। বিরাট কোহলি, রোহিত শর্মা বা কে এল রাহুলের মত সিনিয়র’রা আসেন নি নিউজিল্যান্ডে৷ নয়া নেতা হার্দিকের পান্ডিয়ার অধীনে এক তরুণ ভারতীয় দল কিউইদের অভিজ্ঞতার সামনে কেমন পারফর্ম করে সেই দিকে নজর রয়েছে সবার। অন্যদিকে বিশ্বকাপ সেমিফাইনালে হেরেছে নিউজিল্যান্ড’ও। ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মরিয়া তারাও। হাড্ডাহাড্ডি ম্যাচে টসে জিতে বোলিং করছে তারা। দুই নিয়মিত ওপেনারের অবর্তমানে ক্রিজে এসেছিলেন ঈশান কিষণ-ঋষভ পন্থ জুটি। কিন্তু দীর্ঘস্থায়ী হলো না তাঁদের পার্টনারশিপ। উইকেট ছুঁড়ে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
সুযোগ পেয়েও রান পেলেন না পন্থ-

টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারে এখনও নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেন নি দিল্লীর তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ(Rishabh Pant)। কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে সুযোগ’ই পান নি। পরের দুই ম্যাচ খেললেও একদম নীচের দিকে ব্যাটিং করতে হয়েছিলো তাঁকে। বিষয়টি নিয়ে খুশি ছিলেন না কেউ। অনেকেই চাইছিলেন ইনিংসের শুরু হোক পন্থের(Rishabh Pant) হাত ধরে। দীনেশ কার্তিকের মত অনেকেই বলছিলেন পন্থ’কে ওপেনার হিসেবে তৈরি করুক ভারতীয় দল। পাওয়ার প্লে’তে তাঁর বড় শট খেলার ক্ষমতা কাজে আসতে পারে ‘টিম ইন্ডিয়া’র। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে কোচ ভিভিএস লক্ষ্মণ এবং হার্দিক পান্ডিয়া বিশেষজ্ঞদের দাবী একপ্রকার মেনে নিলেন বলা চলে। ঈশান কিষণের সাথে ওপেন করতে পাঠান পন্থ’কে। কিন্তু আবার ব্যর্থ ঋষভ। ১৩ বলে ৬ রান করে লকি ফার্গুসনের বলে শর্ট থার্ড ম্যানে টিম সাউদীর হাতে ক্যাচ তুলে আউট হলেন কিউই সফরে ভারতের সহ-অধিনায়ক।
দেখে নিন পন্থের উইকেট’টি-
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) November 20, 2022