IND vs NZ: গত ১২ বছর ধরে টেস্ট ক্রিকেটে শৌর্য্যের যে মিনার গড়েছিলো ভারতীয় দল তা কিউইদের বিরুদ্ধে (IND vs NZ) চুরমার হওয়ার মুখে। সম্প্রতি শ্রীলঙ্কার মাঠে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ডকে সিরিজ শুরু হওয়ার আগে এগিয়ে রাখার কথা ভাবেন নি কোনো বিশেষজ্ঞই। কিন্তু তারাই শক্তিশালী ভারতকে গুঁড়িয়ে দেওয়ার পথে এগোচ্ছে ধীরে ধীরে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮ উইকেটের ব্যবধানে হেরেছিলেন কোহলি-রোহিত’রা। সেই পরাজয়কে ‘অঘটন’ আখ্যা দিয়েছিলেন কেউ কেউ। পুণেতে টিম ইন্ডিয়ার ছন্দে ফেরার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু সেই আশা আর পূরণ হয় নি। ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে টানা দ্বিতীয় টেস্টও হাতছাড়া হওয়ার পথে ভারতের। কোহলি বা যশস্বী-আজ কিউই স্পিনের ঝড় রুখতে পারেন নি কেউই। এক্স-ফ্যাক্টর নামে পরিচিত ঋষভ পন্থ’ও (Rishabh Pant) হয়েছেন চূড়ান্ত ব্যর্থ।
Read More: নতুন অধ্যায় শুরু করছেন MS ধোনি, ক্রিকেট ছেড়ে পা দিচ্ছেন নির্বাচনের মঞ্চে !!
প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। আজ টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনেই শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। ২৫৫ করে ‘ব্ল্যাক ক্যাপস’রা। ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫৯। রান তাড়া করতে নামা টিম ইন্ডিয়া শুরুতেই খুইয়েছিলো রোহিত শর্মা’কে (Rohit Sharma)। তিনে নামা শুভমান গিল খানিক প্রতিরোধ গড়লেন ফেরেন ২৩ করেন। এরপর ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকেও ফিরিয়ে দেন মিচেল স্যান্টনার। ৭৭ করে যশস্বী আউট হওয়ার পর বেশ চাপে পড়েছিলো ‘মেন ইন ব্লু’। পাঁচ নম্বরে নামা ঋষভ পন্থের সাথে বিরাট কোহলির জুটির দিকে তাকিয়ে ছিলেন সমর্থকেরা। কিন্তু দিল্লীর দুই তারকার পার্টনারশিপে একটি রান’ও যোগ হলো না স্কোরবোর্ডে। তার আগেই রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হলো ঋষভ’কে (Rishabh Pant)। হাঁটুর চোট সদ্য সারিয়ে উঠেছেন তিনি। তা সত্ত্বেও ডাইভ দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয় নি।
বিরাটের (Virat Kohli) ব্যাটের বাইরের দিকে লেগে বল গিয়েছিলো ব্যাকওয়ার্ড শর্ট লেগের দিকে। তাঁর ‘কলে’ সাড়া দিয়ে দৌড় শুরু করেছিলেন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ঋষভ পন্থ। কিন্তু হিসেবে ভুল হয়ে গিয়েছিলো বিরাটের। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার বিপদসীমা অতিক্রম করার আগেই মিচেল স্যান্টনারের ছুঁড়ে দেওয়া বল দস্তানাবন্দী করে উইকেট ভেঙে দেন টম ব্লান্ডেল। ৩ বল খেলে ০ রান করেই আজ ফিরতে হলো ঋষভ পন্থকে (Rishabh Pant)। ১২৭ রানের মাথায় ভারতের চতুর্থ উইকেটের পতন হারের দিকে আরও খানিকটা ঠেলে দেয় টিম ইন্ডিয়াকে। আজ ঋষভের রান-আউট ক্রিকেটপ্রেমীদের মনে ফিরিয়েছে ২০১৯ সালের স্মৃতি। বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের বিপক্ষেই (IND vs NZ) রান-আউট হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভেঙেছিলো ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। আজ পন্থ ফিরতেই ১২ বছরের টেস্ট রেকর্ড’ও ভাঙনের মুখে।
দেখে নিন ঋষভের রান-আউট’টি-
It was clearly Rishabh’s call. Virat Kohli defended it and saw him coming so he ran too. Pant himself shld be blamed for this run out
Don’t let PR distract you from the fact that Rohit Sharma lost a home test series after 12 yrs.
RETIRE ROHIT SHARMA pic.twitter.com/lPprioYIbY
— Ayush (@yush_18) October 26, 2024