IND vs NZ: "মাত্র ৯০ রানের জন্য সেঞ্চুরি হলো না..." ফের একবার ঋষভ পন্থ ব্যর্থ হতেই ট্যুইটারভার্স ভরে উঠলো ট্রলের বন্যায় !! 1

IND vs NZ:ভারতের নিউজিল্যান্ড সফর এসে পৌঁছেছে একদম অন্তিম পর্যায়ে। আজ তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে থেকেই বেশ চাপে ভারতীয় দল। টি-২০ সিরিজে ১-০ ফলে জয় ছিনিয়ে নেওয়ার পর কিউইদের দেশে জয়যাত্রা অব্যাহত রাখতে চেয়েছিলো ভারত। বিরাট, রোহিতদের মত সিনিয়র’রা না থাকলেও তরুণ প্রতিভাদের ওপর ভরসা রেখেই জোড়া সিরিজ জিতে নেওয়ার আকাঙ্খা ছিলো ‘মেন ইন ব্লু’র। প্রথম ম্যাচে হেরে গিয়ে সব হিসেব উল্টেপাল্টে গিয়েছে। বাইশ গজে কিউইদের পাশাপাশি ভারত’কে মোকাবিলা করতে হচ্ছে প্রকৃতিরও। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় সিরিজ জয়ের আশা নিভেছে আগেই। আজ সমতা ফেরাতে ক্রাইস্টচার্চে তাই জিততেই হবে ভারত’কে। টসে আজকেও জিতেছেন কেন উইলিয়ামসন,ভারত প্রথমে ব্যাট করছে। আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্রুত রান দিকেই লক্ষ্য ছিলো ভারতের। চার নম্বরে পাঠানো হয়েছিলো ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। নিজের খারাপ ফর্ম বজায় রেখে আজও ১০ রান করেই আউট হলেন তিনি। এমনিতেই পন্থ’কে বয়ে বেড়ানো হচ্ছে অভিযোগ তুলছিলেন অনেকে। আজকের ব্যর্থতা আরও একবার সমাজমাধ্যমে ভিলেন বানিয়েছে তাঁকে।

‘ব্যর্থ’ তকমা ঘোচাতে ব্যর্থ পন্থ, ছেড়ে কথা বললো না সোশ্যাল মিডিয়া-

Rishabh Pant | image: Twitter
Rishabh Pant’s struggle with the bat continues.

আর কতদিন ঋষভ পন্থ’কে সীমিত ওভারের খেলায় বয়ে বেড়াবে ভারতীয় দল? প্রতিদিন উঠছে প্রশ্ন’টা। সঞ্জু স্যামসন, ঈশান কিষণের মত তরুণ উইকেটরক্ষক’রা দিনের পর দিন রান করেও ব্রাত্য থেকে যাচ্ছেন আর উইকেটের পিছনে দস্তানা হাতে জায়গা করে নিচ্ছেন দিল্লীর পন্থ। এই চিত্রনাট্য আর সহ্য হচ্ছে না দেশের ক্রিকেটপ্রেমী জনতার। এবার পন্থ’কে বাদ দেওয়ার দাবী প্রতিদিন জোরালো হচ্ছে। সব নিন্দুকদের চুপ করাতে পারতেন ঋষভ(Rishabh Pant) নিজে। চাপের মুখে একটা লম্বা ইনিংস তাঁকে খানিক অক্সিজেন দিতে পারত। কিন্তু নিজের ক্রিকেট খেলার মন্ত্রটাই যেন ভুলেছেন তিনি। আজ চার নম্বরে তাঁকে ব্যাট করতে পাঠিয়েছিলো দল। সুবর্ণ সুযোগ ছিলো নিজের জাত চেনানোর। ঋষভ পন্থ(Rishabh Pant) কিনা আউট হলেন পার্ট-টাইমারের বলে। এর আগে ১৩ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল। তাঁকেই পুল মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কোয়্যার লেগে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে বসেন দিল্লীর উইকেটরক্ষক। ১৬ বলে ১০ এর বেশী এগোতে পারেন নি। আউট হতেই তাঁকে ট্রলের বন্যায় ভাসিয়েছে সমাজমাধ্যম। এখানে দেখে নিন ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *